Breaking







Thursday, March 21, 2024

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা PDF || মিলন স্থল

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা PDF

বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা PDF
বিভিন্ন নদীর সঙ্গমস্থল
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন নদীর সংযোগস্থল বা মিলনস্থলের নাম দেওয়া হয়েছে। অর্থাৎ যে স্থানে দুটি নদী এসে মিলিত হয়, সেই স্থানকে বোঝানো হয়েছে। বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত? রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল? ইত্যাদি।

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল

নদীর নামসঙ্গমস্থল
অলকানন্দা ও ধৌলিগঙ্গাবিষ্ণুপ্রয়াগ
অলকানন্দা ও সরস্বতীকেশবপ্রয়াগ
অলকানন্দা ও নন্দাকিনীনন্দপ্রয়াগ
অলকানন্দা ও পিন্ডারকর্ণপ্রয়াগ
অলকানন্দা ও মন্দাকিনীরুদ্রপ্রয়াগ
অলকানন্দা ও ভাগীরথীদেবপ্রয়াগ
ভাগীরথী ও ন্যাসগঙ্গাইন্দ্রপ্রয়াগ
শ্যামগঙ্গা ও ভাগীরথীশ্যামপ্রয়াগ
নীলগঙ্গা ও ভাগীরথীগুপ্তপ্রয়াগ
সোমনদী ও মন্দাকিনীসোমপ্রয়াগ
গঙ্গা-যমুনা-সরস্বতীপ্রয়াগরাজ
মন্দাকিনী ও অলশতরঙ্গিনীসূর্য প্রয়াগ
গঙ্গা ও যমুনাএলাহাবাদ
গঙ্গা ও কোশীকুরুশিলা
যমুনা ও বেতোয়াহামিরপুর
কৃষ্ণা ও তুঙ্গভদ্রাআলমপুর
গোদাবরী ও ইন্দ্রাবতীভদ্রকালী
তুঙ্গ ও ভদ্রাকুডলী
গঙ্গা ও গণ্ডকহাজীপুর
শতদ্রু ও বিপাশাহারিকে জলাভূমি
যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারীপাঁচনদ

নদী সঙ্গমের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বিভিন্ন নদীর সঙ্গমস্থল
File Format: PDF
No. of Pages: 327 KB
File Size: 2

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link