Breaking







Saturday, November 18, 2023

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF || Rivers of India

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF
ভারতের নদ-নদীর উৎস ও পতনস্থল
হ্যালো ফ্রেন্ডস,
আজ ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা PDFটি পড়াশোনার সুবিধার্থে সকলের সঙ্গে বিনামূল্যে শেয়ার করছি বাংলা ভাষায়| আপনারা নিশ্চয়ই জানেন ভারতের ভুগোলের একটি অধ্যায় হিসাবে ভারতের নদ-নদী থেকে প্রশ্ন এসেই থাকে |আর এখান থেকে মূলত উল্লেখযোগ্য নদী ও তার উৎসস্থল এবং সেগুলি কোথায় পতিত হয়েছে-এথেকেই প্রশ্ন আসে| সুতরাং এই পিডিএফটি সংগ্রহে রাখুন|

বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

নদীর নামউৎসপতন
গোদাবরী
(১৪৬৫ কিমি)      
ত্রিম্বক পর্বতবঙ্গোপসাগর
কাবেরী
(৮০৫ কিমি)
ব্রহ্মগিরি শৃঙ্গবঙ্গোপসাগর
গঙ্গা
(২৫২৫ কিমি)
গঙ্গোত্রী হিমবাহবঙ্গোপসাগর
মহানদী
(৮৫৮ কিমি)
সিয়াওয়ারা উচ্চভূমিবঙ্গোপসাগর
তাপ্তি
(৭২৪ কিমি)
মহাদেব পর্বতকাম্বে উপসাগর
নর্মদা
(১৩১২ কিমি)
অমরকন্টক শৃঙ্গকাম্বে উপসাগর
ব্রহ্মপুত্র
(২৯০০ কিমি)
চেমাযুংদুং হিমবাহবঙ্গোপসাগর
কৃষ্ণা
(১৪০০ কিমি)
মহাবালেশ্বর শৃঙ্গবঙ্গোপসাগর
সিন্ধু
(২৮৮০ কিমি)
সিন-কা-কাব উষ্ণ প্রস্রবণআরবসাগর
লুনি
(৪৯৫ কিমি)
পুস্কর ভ্যালিকচ্ছের রান
ঝিলাম
(৭৯৫ কিমি)
ভেরিনাগ পাহাড়চেনাব
মাহি
(৫৮০ কিমি)
বিন্ধ পর্বতকাম্বে উপসাগর
সবরমতী
(৩৭১ কিমি)
আরাবল্লী পর্বতখাম্বাত উপসাগর
বিপাশা
(৪৭০ কিমি)
রোটাং গিরিপথশতদ্রু নদী
ভীমা
(৮৬১ কিমি)
পশ্চিমঘাট পর্বতকৃষ্ণা নদী
শতদ্রু
(১৪৫০ কিমি
রাক্ষসতাল হ্রদসিন্ধুর উপনদী
দামোদর
(৫৯২ কিমি)
খামারপাত শৃঙ্গহুগলী নদী
ময়ূরাক্ষী
(২৫০ কিমি)
ত্রিকুট পাহাড়হুগলী নদী
তিস্তা
(৩১৫ কিমি)
পয়োহুনরি হিমবাহব্রহ্মপুত্র
জলঢাকা
(১৮৬ কিমি)
সিকিমের হিমালয়ব্রহ্মপুত্র
তুঙ্গভদ্রা
(৫৩১ কিমি)
পশ্চিমঘাট পর্বতকৃষ্ণা নদী
যমুনা
(১৩০০ কিমি)
যমুনেত্রী হিমবাহ---------
মুসী
(২৪০ কিমি)
মেডাক জেলাকৃষ্ণা নদী
ঘাটপ্রভা
(২৮৩ কিমি)
পশ্চিমঘাট পর্বতকৃষ্ণা নদী
ধানসিঁড়ি
(৩৫৪ কিমি)
নাগা পাহাড়ব্রহ্মপুত্র

নদীর উৎস ও পতনস্থলের তালিকাটি পিডিএফে আছে

File Details:
File Name: বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

3 comments:

  1. পশ্চিমবঙ্গের ভূগোল পিডিএফ টা দিলে ভালো হয়

    ReplyDelete
  2. Math ar arokom pratita chapter ar ... solution somat pdf dila khub valo hoi sir .

    ReplyDelete

Dont Leave Any Spam Link