Breaking







Wednesday, October 11, 2023

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF

History Questions Answers in Bengali PDF
History Questions Answers in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন-উত্তর রয়েছে। সরকারী চাকরীর পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপযোগী এই পিডিএফটি| WBCS, WBP, PSC, SSC-পরীক্ষার প্রস্তুতিতে অগ্রগণ্য ভুমিকা পালন করবে এটি।

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর

1.মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল?
উত্তর:-বঙ্গ, কাশী , কঙ্কোন, ও মহীশূর 

2.গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল?
উত্তর:- বস্ত্রশিল্প

3.অশ্বঘােষ কে ছিলেন ?
উত্তর:- কুষাণযুগের প্রখ্যাত নাট্যকার

4.কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল?
উত্তর:- কুষাণ রাজবংশ

5.কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল?
গুপ্তযুগে

6.বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:-ধর্মপাল

7.হরিচরিত কাব্য কে রচনা করেন
উত্তর:- চতুর্ভুজ

8.অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উত্তর:- জগৎবিখ্যাত পন্ডিত, বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা

9.গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কী?
উত্তর:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হল আর্যভট্ট

10.দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:-সেন রাজা বল্লালসেন

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: 130 History GK
File Format: PDF
No. of Pages: 13
File Size: 1.31 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link