Breaking







Friday, January 26, 2024

ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা PDF || Headquarter of Indian Organizations

ভারতীয় বিভিন্ন সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল

ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর | Headquarter of Indian Organizations
ভারতের বিভিন্ন সংস্থার সদরদপ্তর
নমস্কার বন্ধুরা,
ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের সরকারী ও বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান গুলির হেডকোয়ার্টার বা সদরদপ্তরের তালিকার সাথে সাথে প্রতিষ্ঠা সালও দেওয়া হয়েছে| চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন ক্যুইজ প্রতিযোগিতায় এখান থেকে প্রশ্ন আসে| যেমন:- ইসরোর সদরদপ্তর কোথায়? রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?

ভারতীয় সংস্থার সদর দপ্তর 

ভারতীয় সংস্থাহেডকোয়াটার
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)মুম্বাই
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ISRO)বেঙ্গালুরু
টেলিকম রেগুলেটরী অথরিটি অফ ইন্ডিয়া(TRAI)নিউ দিল্লি
ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL)নিউ দিল্লি
ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া(FSSAI)নিউ দিল্লি
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(BCCI)মুম্বাই
জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)নিউ দিল্লি
নীতি আয়োগ(NITI Aayog)নিউ দিল্লি
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(ICMR)নিউ দিল্লি
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)মুম্বাই
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(SAI)নিউ দিল্লি
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া(PCI)নিউ দিল্লি
ন্যাশনাল সেফটি কাউন্সিল(NSC)নবী মুম্বাই
ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)নিউ দিল্লি
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ(ICAR)নিউ দিল্লি
ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(DRDO)নিউ দিল্লি
ইন্ডিয়ান এয়ার ফোর্স(IAF)নিউ দিল্লি
ইন্ডিয়ান নেভিনিউ দিল্লি
ইন্ডিয়ান কোস্ট গার্ড(ICG)নিউ দিল্লি
ইন্ডিয়ান আর্মিনিউ দিল্লি
সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া(SEBI)মুম্বাই
ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট(NABARD)মুম্বাই
কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ(CSIR)নিউ দিল্লি
সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিস(CSO)নিউ দিল্লি
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড(CPCB)নিউ দিল্লি
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন(CBFC)মুম্বাই
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স(CBDT)নিউ দিল্লি
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড(NTPC)নিউ দিল্লি
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(SAIL)নিউ দিল্লি
অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)দিল্লি
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং(NCERT)নিউ দিল্লি
ইন্ডিয়ান অয়েল কপোরেশন লিমিটেড(IOC)নিউ দিল্লি
ন্যাশনাল ইনস্টিটিউশন অফ আয়ুর্বেদ(NIA)জয়পুর
প্রসার ভারতীনিউ দিল্লি
ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট(ISI)কলকাতা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)মুম্বাই

সদর দপ্তর ও প্রতিষ্ঠা সালের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name:ভারতীয় সংস্থার সদর দপ্তর
File Format: PDF
No. of Pages: 3
File Size: 405KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link