ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যান তালিকা PDF
ভারতের অর্থ কমিশনের তালিকা PDF |
নমস্কার বন্ধুরা,
অর্থনীতি বিষয় থেকে ভারতের অর্থ কমিশনের তালিকা PDFটি আজ শেয়ার করছি, যেটিতে স্বাধীনতার পর থেকে গঠিত অর্থ কমিশনের প্রতিষ্ঠাকাল, চেয়ারম্যান এবং কার্যকালের সম্পূর্ণ তালিকা সুন্দরভাবে দেওয়া হয়েছে| WBCS-সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ইত্যাদি|
ভারতের অর্থ কমিশন তালিকা
ক্রম | প্রতিষ্ঠাকাল | চেয়ারম্যান | কার্যকাল |
---|---|---|---|
১. | ১৯৫১ | কে.সি. নিয়োগী | ১৯৫২-৫৭ |
২. | ১৯৫৬ | কে. সান্থানাম | ১৯৫৭-৬২ |
৩. | ১৯৬০ | এ. কে. চন্দ | ১৯৬২-৬৬ |
৪. | ১৯৬৪ | পি.ভি. রাজমান্নার | ১৯৬৬-৬৯ |
৫. | ১৯৬৮ | মহাবীর ত্যাগী | ১৯৬৯-৭৪ |
৬. | ১৯৭২ | কে. ব্রহ্মানন্দ রেড্ডি | ১৯৭৪-৭৯ |
৭. | ১৯৭৭ | জ়ে.এম. সেলাত | ১৯৭৯-৮৪ |
৮. | ১৯৮৩ | ওয়াই বি চ্যবন | ১৯৮৪-৮৯ |
৯. | ১৯৮৭ | এন.কে.পি. সালভে | ১৯৮৯-৯৫ |
১০. | ১৯৯২ | কে.সি. পন্থ | ১৯৯৫-২০০০ |
১১. | ১৯৯৮ | এ.এম. খুশরু | ২০০০-০৫ |
১২. | ২০০২ | সি. রঙ্গরাজন | ২০০৫-১০ |
১৩. | ২০০৭ | ড. বিজয় কেলকর | ২০১০-১৫ |
১৪. | ২০১৩ | ড. ওয়াই.ভি. রেড্ডি | ২০১৫-২০ |
১৫. | ২০১৭ | এন. কে. সিং | ২০২০-২৬ |
১৬. | ২০২৩ | অরবিন্দ পানাগড়িয়া | ২০২৬-৩১ |
ভারতের অর্থ কমিশনের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: অর্থ কমিশনের তালিকা
File Format: PDF
No. of Pages: 1
File Size: 115 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link