ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তালিকা (১৯৫১-২০১৭) || পরিকল্পনা, সময়কাল ও উদ্দেশ্য
আজ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDFটি আপনাদের প্রদান করছি, যেটিতে ১৯৫১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার তথ্য রয়েছে। ভারতের অর্থনীতির অন্যতম একটি অধ্যায় হিসাবে বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? গরিবী হটাও কোন পরিকল্পনায় শ্লোগান দেওয়া হয়েছিল? ইত্যাদি।ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা
১) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাসাল: ১৯৫১-৫৬
উদ্দেশ্য: প্রাথমিক ক্ষেত্রের উন্নয়ন। সেচ ও শক্তি, কৃষি ও সম্প্রদায় উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ।
২) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৫৬-৬১
উদ্দেশ্য: পাবলিক সেক্টর ও দ্রুত শিল্পায়ন। জলবিদ্যুৎ প্রকল্প ও লৌহ-ইস্পাত শিল্প।
৩) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৬১-৬৬
উদ্দেশ্য: গম উৎপাদন বৃদ্ধি, সিমেন্ট ও সার কারখানা, গ্রামীন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা।
১৯৬৬-৬৯ প্ল্যান হলি ডে
৪) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৬৯-৭৪
উদ্দেশ্য: সবুজ বিপ্লব, দুগ্ধ বিপ্লব, ব্যাঙ্ক জাতীয়করণ। প্রথম পারমানবিক পরীক্ষা (পোখরান-১)।
৫) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৭৪-৭৮
উদ্দেশ্য: কৃষি স্বনির্ভরতা, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ, ন্যায়।
১৯৭৮-৮০ রোলিং প্ল্যান
৬) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৮০-৮৫
উদ্দেশ্য: আর্থিক ক্ষেত্রে বেসরকারিকরণ, মূল্য নিয়ন্ত্রন তুলে দেওয়া।
৭) সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৮৫-৯০
উদ্দেশ্য: অর্থনৈতিক উৎপাদনশীলতা, সামাজিক ন্যায়, খাদ্যশস্য উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন।
১৯৯০-৯২ অ্যানুয়াল প্ল্যান
৮) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৯২-৯৭
উদ্দেশ্য: আর্থিক উদারীকরন ও বিশ্বায়ন, শিল্প আধুনিকীকরন।
৯) নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ১৯৯৭-২০০২
উদ্দেশ্য: সামাজিক পরিকাঠামো, জল নীতি, কৃষি, তথ্যপ্রযুক্তি, অনগ্রসর শ্রেণী উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন।
১০) দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ২০০৩-০৭
উদ্দেশ্য: দারিদ্র দূরীকরণ, আঞ্চলিক বৈষম্য রোধ, কর্মসংস্থান, স্বাক্ষরতা।
১১) একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ২০০৭-১২
উদ্দেশ্য: পানীয় জল, লিঙ্গ বৈষম্য রোধ, দারিদ্র দূরীকরণ, শিক্ষার ক্ষমতায়ন, স্থিতিশীল উন্নয়ন।
১২) দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সাল: ২০১২-১৭
উদ্দেশ্য: কৃষি শিল্প বানিজ্যের উন্নতি ও বৃদ্ধি, দারিদ্র দূরীকরণ & কর্মসংস্থান।
সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: পঞ্চবার্ষিকী পরিকল্পনা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 416 KB
Click Here to Download
Very useful information....
ReplyDeletethanks sir
Delete