Bengali GK Capsule Part-41
![]() |
Bengali GK Capsule Part-41 |
1.মাউন্ট এভারেস্টের আগেকার নাম কী ছিল?
Ans:-পিক-১৫
2.WTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans:-জেনেভায়
3.সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহের নাম কী?
Ans:-শুক্র
4.শিলা গঠিত মরুভুমিকে কী বলা হয়?
Ans:-হামাদা
5.রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে?
Ans:-ভিটামিন-C
6.জীবদেহে রাসায়নিক সমন্বয়সাধনকারী হিসাবে কাজ করে কোনটি?
Ans:-হরমোন
7.যৌন জননের একক কী?
Ans:-গ্যামেট
8.গান্ধার শিল্প কোন যুগের নিদর্শন?
Ans:-কুষাণ যুগ
9.এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
Ans:-উইলিয়াম জোনস
10.সগৌলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
Ans:-১৮১৬ সালে
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link