Bangla GK Capsule Part-40 | বাংলা জিকে ক্যাপসুল
![]() |
Bangla GK Capsule Part-40 |
1.প্রেসার কুকার তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?
Ans:-ডুরালুমিন
2.মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কী?
Ans:-হাইড্রোক্লোরিক অ্যাসিড
3.রেসারপিন কোন গাছের উপক্ষার?
Ans:-সর্পগন্ধা
4.কোন রোগের চিকিৎসা আর্সেনিক ও অ্যান্টিমনি যৌগ ব্যবহার করা হয়?
Ans:-ফাইলেরিয়া
5.যুগান্তর দল কে গঠন করেন?
Ans:-বারীন্দ্রকুমার ঘোষ
6.সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য?
Ans:-ভারতীয় সংবিধান সংস্কার
7.পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ কে চালু করেন?
Ans:-বলবন
8.কোরিয়া প্রণালী কোন কোন দেশকে বিভক্ত করেছে?
Ans:-দক্ষিন কোরিয়া ও জাপান
9.গোবিন্দ সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
Ans:-হিমাচল প্রদেশ
10.আশ্বিনের ঝড় কোন মাসে হয়?
Ans:-সেপ্টেম্বর-অক্টোবর
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link