Breaking







Monday, August 21, 2023

বাক্য সংকোচন PDF | এক কথায় প্রকাশ | Ek Kothay Prokash

বাক্য সংকোচন PDF | এক কথায় প্রকাশ | Ek Kothay Prokash

বাক্য সংকোচন PDF Download | এক কথায় প্রকাশ | Ek Kothay Prokash
বাক্য সংকোচন
নমস্কার বন্ধুরা,
আজ বাক্যসংকোচন বা এক কথায় প্রকাশ PDFটি শেয়ার করছি, যেটি বাংলা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ| বাংলা ভাষার বাক্যকে সংকোচন করতে অথবা এক কথাতে প্রকাশ করতেই এই ধরনের শব্দ গুলি ব্যবহৃত হয়| নিম্নে পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটির তালিকা দেওয়া হলো| SSC, HSC পরীক্ষাতেও বাক্যসংকোচন থেকে প্রশ্ন আসে|

বাংলা বাক্যসংকোচন

❍ পাখির ডাক - কূজন
❍ অশ্বের ডাক - হ্রেষা
❍ হাতির ডাক - বৃংহন
❍ ময়ূরের ডাক- কেকা
❍ কোকিলের ডাক- কুহু
❍ বাঘের ডাক- গর্জন
❍ বাঘের চামড়া - কৃত্তি
❍ হরিণের চামড়া-অজিন
❍ সিংহের নাদ - হুঙ্কার
❍ বেঁচে থাকার ইচ্ছা - জিজিবিষা
❍ হত্যা করার ইচ্ছা - জিঘাংসা
❍ জানবার ইচ্ছা- জিজ্ঞাসা

❏ লাভ করার ইচ্ছা- লিপ্সা
❏ খাইবার ইচ্ছা- ক্ষুধা
❏ পান করার ইচ্ছা- পিপাসা
❏ উপকার করার ইচ্ছা- উপচির্কীষা
❏ অপকার করার ইচ্ছা- অপচির্কীষা
❏ সেবা করার ইচ্ছা- শুশ্রূষা
❏ হরণ করার ইচ্ছা- জিহির্ষা
❏ যা চুষে খাবার যোগ্য- চুষ্য
❏ যা চিবিয়ে খাবার যোগ্য- চর্ব্য
❏ যা চেটে খাবার যোগ্য- লেহ্য
❏ যা পান করার যোগ্য - পেয়
❏ যা খাবার যোগ্য - খাদ্য
❏ যা পাঠ করিবার যোগ্য- পাঠ্য
❏ যা নিন্দার যোগ্য নয়- অনিন্দ্য
❏ বরণ করিবার যোগ্য - বরেণ্য, বরণীয়
❏ ক্ষমার যোগ্য- ক্ষমানস
❏ ঘৃণার যোগ্য- ঘৃণ্য
❏ মান-সম্মান প্রাপ্তির যোগ্য- মাননীয়
❏ যে উপকারীর উপকার স্বীকার করে- কৃতজ্ঞ
❏ উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
❏ যে উপকারীর উপকার স্বীকার করে না- অকৃতজ্ঞ
❏ যা বলা হয়নি- অনুক্ত
❏ যা বলা হয়েছে- উক্ত
❏ যে বেশি কথা বলে- বাচাল
❏ যিনি কম কথা বলেন- স্বল্পভাষী
❏ যা ভবিষ্যতে ঘটবে- ভবিতব্য

☯ অগ্রে জন্মেছে যে- অগ্রজ
☯ দুবার জন্মেছে যে- দ্বিজ
☯ যে জমিতে ফসল জন্মায় না- ঊষর
☯ যে কষ্টে নিবারণ করা যায়- দুর্নিবার
☯ যা সহজে অতিক্রম করা যায় না- দূরতিক্রম্য
☯ যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়
☯ যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য
☯ অক্ষির সমীপে - সমক্ষ
☯ অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ
☯ অক্ষির অগোচরে - পরোক্ষ
☯ দিনের পূর্বভাগ - পূর্বাহ্ন
☯ দিনের মধ্যভাগ - মধ্যাহ্ন
☯ রাত্রির পূর্ব ভাগ - পূর্বিরাত্র
☯ নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর
☯ নষ্ট হওয়াই স্বভাব নয় যার - অবিনশ্বর
☯ ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী
☯ যা পূর্বে দেখা যায়নি - অদৃষ্টপূর্ব
☯ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা
☯ ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক


File Details::
File Name:বাক্য সংকোচন
File Format: PDF
No. of Pages: 2
File Size: 299 KB

Click Here to Download

2 comments:

Dont Leave Any Spam Link