Breaking







Monday, October 3, 2022

250+ সমার্থক শব্দ List PDF || Samarthak Shobdo

বাংলা সমার্থক শব্দ তালিকা PDF

২৫০টি বাংলা সমার্থক শব্দ PDF
বাংলা সমার্থক শব্দ
Hello,
আজ ২৫০টি বাংলা সমার্থক শব্দ তালিকা PDFটি আপনাদের আজ প্রদান করছি, যেটিতে বিগত বছর গুলিতে চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের তালিকাটি দেওয়া হলো| যেসব পরীক্ষা গুলিতে বাংলা বিষয়টি আছে সেখানে বাংলা ব্যাকরণের অংশ হিসাবে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসেই আসে | 

 বাংলা সমার্থক শব্দ PDF

কিছু নমুনা সমার্থক শব্দ

❏মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিষয়ক:

মাথা—মগজ, মস্তক, মস্তিষ্ক, মুণ্ড, শির

মুখ— আনন, আস্য, মুখমণ্ডল, বদন

চোখ—অক্ষি, আঁখি, চক্ষু, দৃষ্টি, নয়ন, নেত্র, লােচন

নাক— ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা

কান— কর্ণ, শ্রবণেন্দ্রিয়, শ্রবণ, শ্রুতি, শ্রোত

হাত— কর, পাণি, ভুজ, বাহু, হস্ত

পা— পদ, পাদ, চরণ

গা— অঙ্গ, অবয়ব, কলেবর, কায়া,গাত্র, তনু, বপু, শরীর

বুক— উরস, বক্ষ, বক্ষঃস্থল, হৃদয়

❏প্রাকৃতিক বস্তু বিষয়ক :

সূর্য—অরুণ, অর্ক, অংশুমালী, আদিত্য, তপন, দিনকর, দীননাথ, দিবাকর, দিনেশ, প্রভাকর, বিভাবসু,ভানু, ভাস্কর, মরীচিমালী, মার্তণ্ড, মিহির, রবি, সবিতা, সুর, সূর

চন্দ্র— ইন্দু, চাদ, তারাপতি, নিশাকর, নিশাজ্যোতি, নিশানাথ, নিশাপতি, বিধু, মৃগাঙ্ক, শশধর, শশাঙ্ক, শশী, শীতাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু

পৃথিবী— অবনী, ক্ষিতি, জগৎ, ধরণী, ধরা, ধরিত্রী, পৃথ্বী, বসুন্ধরা, বসুধা, বসুমতী, বিশ্ব, ভুবন, ভূ, ভূমি, মহী, মেদিনী

নদী— অব্ধি, অর্ণব, উদধি, জলনিধি, পয়ােধি, পাথার, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু

তরঙ্গ— উর্মি, কল্লোল, ঢেউ, লহরী

পর্বত—অচল, অদ্রি, গিরি, নগ, পাহাড়, ভূধর, শিখরী, শৈল

❏পরিবেশ বিষয়ক :

ঘর— আগার, আবাস, আলয়, গেহ, গৃহ, নিকেতন, নিলয়, বাটী, বাড়ি, ভবন, মন্দির, সদন

ফুল— কুসুম, পুষ্প, প্রসূন

পাখি— অণ্ডজ, খগ, খেচর, দ্বিজ, বিহঙ্গ, বিহঙ্গম

ঘােড়া— অশ্ব, ঘােটক, তুরঙ্গ, বাজী, হয়

সাপ— অহি, আশীবিষ, উরগ, কাকোদর, নাগ, পন্নগ, ফণী, বিষধর, ভূজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, সর্প

পুকুর— তড়াগ, দীঘি, পুষ্করিণী, বাপী, সরসী, সরােবর

উঠান— অঙ্গন, আঙ্গিনা, চত্বর, প্রাঙ্গণ

❏পরিজন বিষয়ক :

মা— অম্বা, গর্ভধারিণী, জননী, জনয়িত্রী, জন্মদাত্রী, মাতা, মাতৃদেবী, প্রসূতি

বাবা— জনক, জন্মদাতা, পিতা, পিতৃদেব, বাপ

পুত্র— আত্মজ, ছেলে, তনয়, নন্দন, সুত

কন্যা— আত্মজা, তনয়া, তনুজা, দুহিতা, নন্দিনী, মেয়ে, সুতা

ভাই— ভ্রাতা, সহােদর, সােদর

বোন— ভগিনী, ভগ্নী, স্বসা

বন্ধু—বান্ধব, মিত্র, সখা, সহচর, সুহৃদ

সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সমার্থক শব্দ 
File Format: PDF
No. of Pages:6
File Size:6.14 MB

Click Here to Download

2 comments:

Dont Leave Any Spam Link