Breaking







Saturday, August 29, 2020

বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতা -Writers of Ramayana in different languages

বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতা -Writers of Ramayana in different languages 

বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতা -Writers of Ramayana in different languages
বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতা
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতাদের নামের তালিকা প্রকাশ করছি| মূল রামায়নকে সকল ভাষাভাষী মানুষের বোধগম্য করে তোলার জন্য বিভিন্ন ভাষার লেখকগণ রামায়নকে নিজস্ব ভাষায় অনুবাদ করেছেন| আর এখানে সেই সমস্ত লেখকদের তালিকা দেওয়া হলো| পরীক্ষাতেও এই বিষয়ে প্রশ্ন আসে, যেমন- হিন্দি ভাষায় রামায়ন কে লিখেছেন?সমীয়া ভাষায় রামায়নের রচনাকার কে?

         সুতরাং, এই সমস্ত প্রশ্নের মুখোমুখী হতে এই তালিকাটি পড়ে নেওয়া বাঞ্ছনীয় বলে আমরা মনে করি|

রামায়নের ভাষারচয়িতা
বাংলা রামায়নকৃত্তিবাস ওঝা
হিন্দি রামায়নতুলসী দাস
সংস্কৃত রামায়নবাল্মীকি
ওড়িয়া রামায়নবলরাম দাস
অসমীয়া রামায়নমাধব কন্ডালি
মারাঠী রামায়নভাবার্থ
তেলেগু রামায়নরঙ্গনাথ
কন্নড় রামায়নপম্পা
তামিল রামায়নকম্ব

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link