বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা তালিকা PDF
![]() |
| বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা |
আজ বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা তালিকা PDFটি আপনাদের প্রদান করছি, যেটিতে ভারতের ঐতিহাসিক রাজবংশের সরকারি ভাষার নাম দেওয়া আছে। WBCS সহ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে| যেমন- মোঘল আমলে সরকারী ভাষা কী ছিল? মৌর্য সাম্রাজ্যের সরকারী ভাষা কী ছিল? ইত্যাদি।
বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা
| রাজবংশ | সরকারী ভাষা |
|---|---|
| গুপ্ত | সংস্কৃত |
| চোল | তামিল |
| চম্পা | সংস্কৃত |
| চালুক্য | তেলেগু |
| পল্লব | প্রাকৃত |
| বিজয়নগর | তেলেগু |
| মৌর্য | প্রাকৃত |
| মোঘল | ফার্সি |
| শাক্য | পালি |
| রাষ্ট্রকুট | কন্নড় |
| সুলতানি | ফার্সি |
| সাতবহন | প্রাকৃত |
| সঙ্গম | তামিল/ব্রাহ্মী |
সরকারি ভাষার তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name:বিভিন্ন রাজবংশের সরকারী ভাষা
File Format: PDF
No. of Pages:1
File Size:254KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link