WB Primary Tet Practice Set in Bengali Part-4 PDF | প্রাইমারী টেট প্র্যাকটিস সেট
![]() |
WB Primary Tet Practice Set |
প্রাইমারী টেটের প্রস্তুতির জন্য WB Primary Tet Practice Set in Bengali Part-4 PDFটি আপনাদের বিনামূল্যে প্রদান করছি| এটি শিশুশিক্ষা ও মনস্তত্ব, পরিবেশ বিজ্ঞান, গণিত, ইংরাজি ও বাংলা বিষয় থেকে প্রশ্নের সমন্বয়ে বানানো হয়েছে| পশ্চিমবঙ্গের সাথে সাথে এটি Assam TET এবং Tripura TET-এর জন্যও উপযোগী হবে|
তাই দেরী না করে নীচ থেকে WB Primary Tet Practice Setটি ডাউনলোড করে নিন অথবা এখান থেকে একবার নিজেকে যাচাই করে নিন|
WB Primary Tet Practice Set
1.শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা কে?গ্যাগে
টোলম্যান
স্কিনার
থর্নডাইক
2.নিম্নের কোনটি শিখনের ফলাফল নয়?
মনোভাব
পরিনমন
ধারণা
জ্ঞান
3. IQ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ?
মেরিল
বিনে
টারম্যান
স্টানফর্ড
4. কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়?
শৈশব
সদ্যোজাত
কৈশোরকাল
বাল্যকাল
5.বয়সন্ধিকালের একটি পরিচিত সমস্যা হল-
ভ্রম প্রত্যক্ষণ
স্কুল পালানো
প্রবঞ্চিত হবার ভ্রান্তি
অনিদ্রা
6.নীচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে?
সবিনয় নিবেদন
সব পশু তৃণভোজী
কেবল মাত্র শুধু মেয়েরা বসবে
ব্যাথায় টনটন করছে
7.নীচের কোনটি তৎসম শব্দের উদাহরণ?
ডাক্তার
প্রভাত
বায়না
লুচি
8.সহজ পাঠ বইয়ের ছবি গুলি কে এঁকেছেন?
অবনীন্দ্রনাথ ঠাকুর
রামকিংকর বেইজে
নন্দলাল বসু
গগনেন্দ্রনাথ ঠাকুর
9.কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়?
ফেলুদা
ঘনাদা
পিন্ডিদা
টেনিদা
10.নীচের কোনটি স্বরলোপের উদাহরণ?
বড্ড
দহ
নস্যি
জানলা
11. If I____ a bird. (choose correct alternative)
am
were
was
shall
12.'A Passage to India' is a novel written by-
E.M Forster
Emily Bronte
Walter Scott
Marry Shelly
13. Urbar (find antonym)
modern
rapid
rural
remote
14. I usually go to bed____ midnight. (preposition)
in
at
on
to
15. mould (synonym)
shape
calculate
argue
blow
16.একটি ব্যাটারি কোষ কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত করে?
সৌর
তাপ
যান্ত্রিক
রাসায়নিক
17.ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস কোনটি?
মিথেন
ফসজিন
মিথাইল আইসোসায়ানেট
মিথাইল অ্যামিন
18.চিপকো আন্দোলন শুরু করেন কে?
কিরণ বেদী
সুন্দরলাল বহুগুনা
মেধা পাটেকর
কৈলাশ সত্যার্থী
19.ভূমিকম্প কিসে পরিমাপ করা হয়?
বিউফোর্ড স্কেল
ডেসিবেল
নিউটন
রিখটার স্কেল
20.বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
৫ই নভেম্বর
৫ই জানুয়ারী
৫ই জুন
৫ই সেপ্টেম্বর
21.৫ টাকায় ৬টি লেবু কিনে ৩ টাকায় ৪টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে
১০% ক্ষতি
১০% লাভ
১২% লাভ
১২.৫% ক্ষতি
22.A ও B দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 ও 2:3। পাত্র দুটি থেকে কী অনুপাতে তরল মেশালে নতুন পাত্রটিতে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে?
6:5
7:8
৪:5
7:5
23.একটি ট্রেন 45 কিমি বেগে হাওড়া থেকে বর্ধমান যায়। পরে গড়ে 36 কিমি বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় বেগ কত?
30 কি./ঘ.
40 কি./ঘ.
45 কি./ঘ.
60 কি./ঘ.
24.বার্ষিক 5% হার সুদে 600 টাকার 1 বছরের সুদ কত?
40 টাকা
50 টাকা
30 টাকা
60 টাকা
25.একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
৬০১
৬০২
৬০৩
৬০৫
মকটেস্টটির পিডিএফটি সংগ্রহ করে নিন
File Details::
File Name:TET set-4
File Format: PDF
No. of Pages:3
File Size:533 KB
Click Here to Download
ভালো
ReplyDelete