Breaking







Friday, September 30, 2022

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF

Primary TET Practice Set-3 Bengali PDF
Primary TET Practice Set
Dear Friends,
আজ প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF পর্ব-৩ শেয়ার করছি, যেটিতে TET Syllabus অনুযায়ী পাঁচটি বিষয় যেমন- শিশুশিক্ষা ও মনস্তত্ব(Child Study), বাংলা, ইংরাজী, গণিত ও পরিবেশ বিজ্ঞান থেকে মোট ১৫০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্রও দেওয়া হয়েছে। সুতরাং WB Primary TET Exam-এ ভালো মার্কস পেতে গেলে প্র্যাকটিস করাটা খুবই দরকারী।

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 

কিছু নমুনা প্রশ্ন::

1. বৃদ্ধি হল
[a] গুণগত পরিবর্তন
[b] পরিমাণগত পরিবর্তন
[c] (A) এবং (B) দুটোই
[d] উপরের কোনোটিই নয়

2. পিয়াঁজে ছিলেন একজন
[a] সুইস মনোবিদ
[b] আমেরিকান মনোবিদ
[c] আফ্রিকান মনবিদ
[d] উপরের কোনোটিই নয়

3. যে অভীক্ষা একজন মানুষের বিশেষ কার্য শেখার সম্ভাবনা মূল্যায়ন করে তাকে বলে
[a] সম্ভাবনার অভীক্ষা
[b] মনোভবের অভীক্ষা
[c] পারদর্শিতার অভীক্ষা
[d] উপরের কোনোটিই নয়

4.জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি উদ্ভাবন করেন
[a] ডব্লু. জি. কোহলার
[b] বি. এফ. স্কিনার
[c] জিন পিয়াঁজে
[d] এঁদের কেউই নন

5. থার্স্টোন______ প্রাথমিক মানসিক ক্ষমত চিহ্নিতকরণ করেছেন।
[a] সাতটি
[b] পাঁচটি
[c] তিনটি

6. The effects of cigarette smoking_____ been proven to be extremely harmful.
[a] is
[b] are
[c] has
[d] have

7. Sourav, along with twenty friends,_____ planning a party.
[a] are
[b] have
[c] is
[d] has

8. Sourav sent a letter to his university after he _____ his scholarship.
[a] receives
[b] was received
[c] had received
[d] were received

9.  ‘দীপ ও ধূপ’ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন
[a] কামিনী রায়
[b] দ্বিজেন্দ্রলাল রায়
[c] কুমুদরঞ্জন মল্লিক
[d] যতীন্দ্রমোহন বাগচী

10. দ্বিজেন্দ্রলাল রচিত কাব্যগ্রন্থটি হল
[a] ‘শতদল’
[b] ‘তীর্থরেণু
[c] ‘একতারা’
[d] ‘মন্দ্র’

11. রবীন্দ্রনাথের ‘বলাকা' কাব্যটি মুখ্যত
[a] স্বদেশপ্রেমোদ্দীপক কাব্য
[b] আত্মজিজ্ঞাসা ও শৈশব স্মৃতিচারণমূলক কাব্য
[c] গতিতত্ত্বমূলক কাব্য
[d] ইতিহাস-চেতনামূলক কাব্য

12. ‘বনতুলসী’ কাব্যটির রচয়িতা হলেন
[a] কুমুদরঞ্জন মল্লিক
[b] সুকুমার রায়
[c] অতুলপ্রসাদ সেন
[d] কালিদাস রায়

13. পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হল
[a] বায়ু
[b] জল
[c] মাটি
[d] (A) এবং (B) উভয়ই

14. নিম্নলিখিত কোনটি দেহের বৃদ্ধি এবং নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য ?
[a] কার্বোহাইড্রেট
[b] খনিজ পদার্থ
[c] প্রোটিন
[d] ফ্যাট

15. একটি বাস্তুতন্ত্রে, শক্তি
[a] নির্গত হয়
[b] শোষিত হয়
[c] প্রবাহিত হয়
[d] উপরের কোনোটিই নয়

16. গ্রীনবেঞ্চ কি ?
[a] উচ্চ আদালতের একটি বিভাগ যা পরিবেশ সম্পর্কিত মামলাগুলির মীমাংসা করে
[b] সরকারের মন্ত্রকের একটি বিভাগ যা পরিবেশের সঙ্গে সম্পর্কিত
[c] ইহা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি বিভাগ
[d] উপরের কোনোটিই নয়

17. ‘ইকোলজি’ শব্দটির প্রবক্তা হলেন
[a] আর্নস্ট হেকেল
[b] ই. পি. ওডাম
[c] এ. জি. ট্যান্সলে
[d] রামদেও মিশ্র

18. 221 ও 340 এদের লসাগু 4420, এদের গসাগু কত?
[a] 17
[b] 18
[c] 22
[d] 21

19. বার্ষিক 5% হার সুদে 2,000 টাকার 2 বছরের সুদ কত ?
[a] 150 টাকা
[b] 200 টাকা
[c] 400 টাকা
[d] 600 টাকা

১৫০টি প্রশ্নের জন্য পিডিএফটি সংগ্রহ করুন

File Details::
File Name: Primary TET Practice Set-3
File Format: PDF
No. of Pages:16
File Size:2.65 MB

Click Here to Download

9 comments:

  1. Many many thnx...we want Primary TET related erokom aro practice set more..

    ReplyDelete
  2. Please upper primary tet er practice sets din continuously.....plz plz plz Sir...I desperately need it

    ReplyDelete
  3. erakom amader r o practice set provide korte thakun,apnader ei set gulo peye amra khubi upakrito..

    ReplyDelete
  4. r o practice set din erokom .set 1,2,3,4..... onek upokrato hobo.. Thank you...

    ReplyDelete
  5. Please give me more information to success in our life

    ReplyDelete
  6. Importent Bengali Books and Writers name plz share korun sir


    ReplyDelete
  7. Thank you for providing such a great practice set

    ReplyDelete

Dont Leave Any Spam Link