ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য গুলি কী কী?
![]() |
ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য |
মৌলিক কর্তব্য সমূহ:
✪ সংবিধান মেনে চলা এবং তার ধারণা ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করা|
✪ স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধকারী মহান আদর্শ গুলির লালন এবং অনুসরণ করা
✪ জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির সংরক্ষণ করা
✪ দেশকে রক্ষা করা এবং দেশের প্রয়োজনে ডাক পড়লেই জাতীয় পরিষেবা প্রদান করা
✪ ধর্ম-ভাষা- অঞ্চল-বা কোনও রকম বিভেদকে প্রশ্রয় না দিয়ে দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ও সংহতিকে ঊর্ধ্বে তুলে ধরা- মহিলাদের সম্মানহানিকর যে কোনও অভ্যাস বা প্রথা পরিত্যাগ করা
✪ জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ করা
✪ বন, হ্রদ, নদী, এবং বন্যপ্রাণের মত জাতীয় পরিবেশকে রক্ষা করা ও তার উন্নতিসাধন করা, সমস্ত প্রাণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা
✪ বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসারসাধন
✪ সরকারী বা জনগনের সম্পত্তির সংরক্ষণ করা ও হিংসার পথ ত্যাগ করা
✪ ব্যক্তিগত ও যৌথভাবে সমস্ত ক্ষেত্রে উৎকর্ষের জন্য সংগ্রাম, যাতে দেশের বিকাশ সাধিত হয়
✪ ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুকে পড়াশোনার ব্যবস্থা করা বাবা-মা বা অভিভাবকের দায়িত্ব
ভারতীয় নাগরিকদের জন্য উল্লেখিত মৌলিক কর্তব্য গুলিকে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতি সমূহের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে এগুলি নির্দেশমূলক নীতির ন্যায় আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয়। অর্থাৎ মৌলিক কর্তব্য সংক্রান্ত নিয়ম-নীতির উলঙ্ঘন হলে সেক্ষেত্রে প্রতিকারের জন্য আইনের দ্বারস্থ হওয়া যায়না। তাই এই কর্তব্য গুলিকে শুধুমাত্র সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে চিহ্নিত করা যায়।
This comment has been removed by a blog administrator.
ReplyDeletevery nice article.
ReplyDeleteCurrent affairs er upor online mock test din
ReplyDelete