Breaking







Tuesday, June 9, 2020

Abgari Constable Main Bengali Practice Set 2 PDF | WBP Excise

Abgari Constable Main Bengali Practice Set 2 PDF | WBP Excise 

Abgari Constable Main Bengali Practice Set 2 PDF
Abgari Constable Main
Hi Friends,
আবগারী পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার জন্য Abgari Constable Main Bengali Practice Set 2 PDFটি ডাউনলোড করে নিন | এটিতে  WBP Excise Constable Main-এর সিলেবাস অনুযায়ী বাংলা জিকে, ইংরাজি, গণিত এবং রিজনিং থেকে প্রশ্ন নিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে | আশা করি এই মডেল সেট গুলি আপনাদের প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে |

     তাই সময় অতিবাহিত না করে নীচ থেকে নমুনা দেখে নিন এবং Excise Constable Main Bengali Practice Setটি সংগ্রহ করে একদম বিনামূল্যে |

কিছু নমুনা::

1. নিম্নলিখিত কোনটি স্থানীয় বায়ুর অন্তর্গত নয়?
(a) লু
(b) ফন
(c) কালবৈশাখী
(d) প্রতীপ ঘূর্ণবাত

2.যে যন্ত্রের সাহায্যে ভূ-কম্পন তরঙ্গের গতিবিধির রেখাচিত্র পাওয়া যায় তাকে বলে-
(a) সিসমােগ্রাফ
(b) অক্রানােমিটার
(c) আইসােক্রোন

3.এশিয়ার সর্বোচ্চ হ্রদটির নাম কী?
(a) বি সি
(b) নামসসা
(c) সিটিনাে
(d) ওলাে.

4. একটি ব্যাগে 25 পয়সা ও 50 পয়সা দুই প্রকার সমান মুদ্রা মিলিয়ে মোট 75 টাকা আছে। প্রত্যেক প্রকার মুদ্রাক’টি করে আছে?
(a) 25
(b) 50
(c) 75
(d) 100

5. দু’টি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 120 মিটার ও 105 মিটার ও তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। তাদের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 36 কিলোমিটার ও 45 কিলোমিটার। কত সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে?
(a) ৪
(b) 10
(c) 12
(d) 16

6. We saw a ........... of deer in the forst.
(a) flock
(b) swarm
(c) herd
(d) None of these

7. মাসের 2 তারিখ রবিবার হলে 29 তারিখের আগের দিন কী বার হবে?
(a) শনিবার
(b) শুক্রবার
(c) রবিবার
(d) সোমবার
সম্পূর্ণ সেটটির জন্য পিডিএফটি দেখুন


File Details::
File Name:Abgari Main set-2
File Format: PDF
No. of Pages:9
File Size:5.64 MB

Click Here to Download

2 comments:

Dont Leave Any Spam Link