Breaking







Tuesday, November 9, 2021

রাসায়নিক ধর্ম অনুসারে হরমোনের প্রকারভেদ PDF

রাসায়নিক ধর্ম অনুসারে হরমোনের প্রকারভেদ:

রাসায়নিক ধর্ম অনুসারে হরমোনের প্রকারভেদ PDF
হরমোনের প্রকারভেদ 
Hello বন্ধুরা,
জীবন বিজ্ঞানের অংশ হিসাবে রাসায়নিক ধর্ম অনুসারে হরমোনের প্রকারভেদ PDFটি ডাউনলোড করে নিন। মাধ্যমিক পরীক্ষা এবং যেকোনো চাকরীর পরীক্ষাতে হরমোন অধ্যায় থেকে প্রশ্ন আসে। এখানে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোন এর তালিকা প্রকাশ করা হল।

রাসায়নিক ধর্ম অনুসারে হরমোনের প্রকারভেদ:


রাসায়নিক প্রকৃতিহরমোনের নাম
প্রোটিন ধর্মীTSH, ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, প্যারাহরমোন, গ্লুকাগন
অ্যামাইনো অ্যাসিডধর্মী       থাইরক্সিন, ট্রাই-আয়োডোথাইরোনিন
স্টেরয়েডধর্মীইস্ট্রোজেন, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, কার্টিসোল, কার্টিকোস্টেরন, প্রোজেস্টেরন
ক্যাটকোলামাইনধর্মীঅ্যাড্রিনালিন, নর-অ্যাড্রিনালিন, ডোপামাইন
পেপটাইডধর্মীইনসুলিন, ভেসোপ্রেসিন, মেলাটোনিন
গ্লাইকোপ্রোটিন ধর্মীTSH, FSH, LH, ICSH
লিপিড ধর্মীপ্রোস্টাগ্ল্যান্ডিন
অ্যাসিড ধর্মীঅক্সিন, জিব্বেরেলীন
ক্ষারধর্মীসাইটোকাইনিন
পলিপেপটাইডধর্মী ADH, MSH, ACTH, অক্সিটোসিন, থাইমোসিন, অ্যারিথ্রোপোয়েটিন
নাইট্রোজেনঘটিত জৈব অম্লঅক্সিন
নাইট্রোজেন বিহীনজিব্বেরেলীন
নাইট্রোজেনঘটিত জৈব সারকাইনিন

হরমোনের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:হরমোনের প্রকারভেদ
File Format: PDF
No. of Pages:1
File Size: 389 KB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link