Breaking







Tuesday, February 27, 2024

ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF|| Important Committees and Commissions in India

ভারতের উল্লেখযোগ্য কমিটি ও কমিশন তালিকা

ভারতের উল্লেখযোগ্য কমিটি ও কমিশন PDF
ভারতের কমিটি ও কমিশন
ডিয়ার ফ্রেন্ডস,
আজ ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDFটি আপনাদের প্রদান করছি, যেটিতে কমিশন ও কমিটির নাম এবং সেগুলির উদ্দেশ্য বা কিসের সঙ্গে সম্পর্কিত তা তুলে ধরা হয়েছে। WBCS-সহ অন্যান্য যাবতীয় পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- কোঠারী কমিশন কিসের সঙ্গে যুক্ত? মুখার্জি কমিশন কিসের সঙ্গে জড়িত? ইত্যাদি।

ভারতের বিভিন্ন কমিটিকমিশন

কমিটি ও কমিশনউদ্দেশ্য
কোঠারী কমিশনশিক্ষা
স্যাডলার কমিশনশিক্ষা
হান্টার কমিশনশিক্ষা
মন্ডল কমিশনঅনগ্রসর শ্রেনীর সংরক্ষণ
নরেশচন্দ্র কমিশনবিমান চলাচল উন্নয়ন
মুখার্জি কমিশননেতাজী অন্তর্ধান রহস্য
অশোক মেহতা কমিশনপঞ্চায়েতরাজ ব্যবস্থা
আর্কওয়ার্থ কমিশনরেল
ম্যানফিল্ড কমিশনপুলিশ সার্ভিস
ড্রাফটিং কমিটিসংবিধানের খসড়া রচনা
নরসিমান কমিটি-১ ও ২ব্যাঙ্কিং বিভাগ সংশোধন
আবিদ হোসেন কমিটিক্ষুদ্র/ কুটির শিল্প
মালহোত্রা কমিটিবীমা
ন্যাশনাল প্ল্যানিং কমিটিআর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা
ভার্মা কমিটিব্যাঙ্কিং
যশপাল কমিটিশিক্ষা
কেলকার কমিটিকর কাঠামো সংস্কার
দিনেশ গোস্বামী কমিটিনির্বাচন সংস্কার
শ্রীকৃষ্ণ কমিশনমুম্বাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গা
ঘোষ কমিটিব্যাঙ্ক জালিয়াতি
ভগবতী কমিটিজনকল্যাণ
ওয়াংচু ও ঝা কমিটিপ্রত্যক্ষ কর
সাচ্চার কমিটিমুসলিমদের আর্থ-সামাজিক উন্নয়ন
জৈন কমিশনরাজীব গান্ধীর মৃত্যু 
অজিত কুমার কমিটিআর্মি বেতনক্রম নির্ধারণ
জানকীরাম কমিশনস্টক এক্সচেঞ্জ সম্পর্কিত
রাজ কমিটিকৃষি বিষয়ক কর
জিলানী কমিটিলোন সিস্টেম
সেকিন কমিশনসৈনিকদের জন্য
হার্সেল কমিশনপ্রচলিত মুদ্রার প্রস্তাবকে গন্য করা
ঠক্কর কমিশনইন্দিরা গান্ধী হত্যা তদন্ত
চেলিয়া কমিটিকর সংস্কার
রঙ্গরাজন কমিটিবেতনের ক্ষেত্রে সমতা
ওয়াই. ভি. রেড্ডি কমিটিসুদের হার
সারকারিয়া কমিশনকেন্দ্র-রাজ্য সম্পর্ক
বলবন্তরাজ মেহতা কমিটিস্থানীয় স্বায়ত্ব শাসন ব্যবস্থা
মীরা শেঠ কমিটিবস্ত্রশিল্প
এস. পি. গুপ্ত কমিটিবেকারত্ব
ওঙ্কার গোস্বামী কমিটিশিল্পে দুর্বলতা কাটানো
দ্য কংগ্রেস এগ্রিয়ান কমিটিদারিদ্র দূরীকরণ

কমিটি ও কমিশনের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:ভারতের কমিটি ও কমিশন
File Format: PDF
No. of Pages:3
File Size:433 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link