Breaking







Tuesday, March 17, 2020

Child Study SAQ Part-1 Bengali PDF for Primary TET & CTET

Child Study SAQ Part-1 Bengali PDF for Primary TET & CTET

Child Study SAQ Part-1 Bengali PDF for Primary TET & CTET
Child Study-শিশুশিক্ষা ও মনস্তত্ব
নমস্কার বন্ধুরা,
আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য Child Study SAQ Part-1 Bengali PDFটি শেয়ার করছি | পরবর্তীতে এর পার্ট গুলি আসতে থাকবে | Primary TET Syllabus অনুযায়ী ৩০টি প্রশ্ন থাকবে শিশুশিক্ষা ও মনস্তত্ব থেকে, তাই এই বিষয়টিকে ভালোভাবে না পড়লে স্কোর করা একটু চাপের বিষয় | তাই দেরী না করে নীচ থেকে বাছাইকরা ১০০টি Child Study প্রশ্ন-উত্তর পিডিএফটি ডাউনলোড করে নিন বিনামূল্যে |

শিশুশিক্ষা ও মনস্তত্ব নমুনা প্রশ্ন-উত্তর::

1. Psychology (মনোবিজ্ঞান) এটি কোন প্রকার শব্দ?
উ: গ্রিক শব্দ।

2. Psychology শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী ?
উ: Psychology = Psycho+Logos.
Psycho কথার অর্থ আত্মা। Logos কথার অর্থ বিজ্ঞান।

3. Principles of Psychology' বইটির লেখক কে?
উ: উইলিয়াম জেমস।

4. কে প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার স্থাপন করেন এবং কোথায় ?
উ: উইলিয়াম ভুণ্ড জার্মানির লাইপজিগ শহরে

5. উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যকার বন্ধনকে কী বন্ধন বলে ?
উ: S-R বন্ধন বলে।

6. কোন দার্শনিক প্রথম শিশুর ব্যক্তিত্ব বিকাশে গৃহের ভূমিকার কথা উল্লেখ করেন?
উ: দার্শনিক ডেমোক্রিটাস

7. কয়েকজন আচরণবাদী মনোবিজ্ঞানীর নাম লিখুন।
উ: ম্যাকডুগাল, ওয়াটসন, স্কিনার, উডওয়ার্থ প্রমুখ

8. কয়েকজন প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানীর নাম লিখুন।
উ: পিঁয়াজে, ব্রুনার, আসুবেল প্রমুখ

9. জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন প্রতিক্রিয়া পরিবর্তনকে কী বলা হয়?
উ: আচরণের পরিবর্তন বলা হয়

10. কোন বিজ্ঞানী শিশুর বিকাশ অনুযায়ী শিক্ষা পরিকল্পনার কথা বলেন ?
উ: বিজ্ঞানী রুশো।

11. শিশুর বৃদ্ধি বলতে কী বোঝায় ?
উ: শিশুর দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে মনোবিজ্ঞানে বৃদ্ধি বলে।

12. জন্মের পর দেহের বৃদ্ধি কোন কোন সময় দ্রুত হয়?
উ: জন্মের পর  বৎসর পর্যন্ত এবং বয়ঃসন্ধিক্ষণের ২-২.৫ বৎসর পূর্বে পর্যন্ত।

13. বৃদ্ধি কখনও থেমে গিয়ে আবার শুরু হতে পারে কি ?
উ: না

14. শিশুর বিকাশ বলতে কী বোঝায় ?
উ: বিকাশ হল শিশুর ক্ষমতার সূচনা বা শক্তিশালী হওয়া বা উৎকর্ষতা বৃদ্ধি।

15. বালক-বালিকার মধ্যে কে আগে পরিণত হয় ?
উ: বালিকা।

16. বিকাশ সর্বদা সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, তথ্যটি সঠিক না ভুল?
উ: সঠিক।

17. বিকাশ নিচের (পা) দিক থেকে উপরের (মস্তিস্ক) দিকে ঘটে—উক্তিটি ঠিক না ।
উ: ভুল।

18. ব্যক্তির বিকাশ কতদিন পর্যন্ত চলে ?
উ: আমৃত্যু।

19. বৃদ্ধি আমৃত্যু চলে কি ?
উ: না, নির্দিষ্ট সময় পর্যন্ত চলে।

20. দেহের উচ্চতা, ওজন, পেশি ও অস্থির বৃদ্ধি-কে একত্রে কী বলে ?
উ: শারীরিক বিকাশ বলে।

21. প্রথম বাল্যকালে দেহের বৃদ্ধি কোন অংশে বেশি ঘটে ?
উ: পায়ের দিকে বৃদ্ধি বেশি ঘটে।

22. প্রথম বাল্য কালে ছেলে-মেয়ের মধ্যে কাদের উচ্চতা কম হয় ?
উ: মেয়েরা ছেলেদের তুলনায় ছোট ও হালকা হয়।

23. কোন স্টেজে মস্তিষ্কের বেশির ভাগ অংশ গঠিত হয় ?
উ: প্রথম বাল্যকালে প্রাপ্তবয়স্কের মস্তিঙ্কের ৯০% গঠিত হয়ে যায়।

24. কোন বয়সে মুখমণ্ডলের আমূল পরিবর্তন ঘটে ?
উ: ৬ বছর থেকে ১২ বছরের মধ্যে।

25. শৈশবের দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত ওঠে কখন ?
উ: ৬ বছর থেকে ১২ বছরের মধ্যে।


File Details::
File Name: Child Study Bengali Part-1
File Format: PDF
No. of Pages:5
File Size:4.05 MB

Click Here to Download

3 comments:

Dont Leave Any Spam Link