PSC Miscellaneous Preliminary Bengali Practice Set-3 PDF
![]() |
Miscellaneous Bengali Practice Set-3 |
আগত মিসলেনিয়াস প্রিলিমিনারী পরীক্ষার জন্য PSC Miscellaneous Preliminary Bengali Practice Set-3 PDFটি ডাউনলোড করে নিন | কারণ এতে পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল স্টাডিজ থেকে ৭৫টি এবং গণিত থেকে ২৫টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্রও প্রদান করা হলো একদম বিনামূল্যে | নিজের প্রস্তুতির মাত্রা আর একটু বৃদ্ধি করতে Practice Setটি সংগ্রহ করতেই হবে |
তাই দেরী না করে PSC Miscellaneous Preliminary Bengali Practice Set-3 পিডিএফটি ডাউনলোড করে নিন বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন যখন খুশী|
Miscellaneous কিছু নমুনা প্রশ্ন::
∎ ভারতের কোন রাজ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থােরিয়াম সঞ্চিত আছে?[a] আসাম
[b] কর্নাটক
[c] কেরালা
[d] অন্ধ্রপ্রদেশ
∎ বিশ্ব আবহাওয়া দিবস কোন দিন পালন করা হয় ?
[a] 23 শে মার্চ
[b] 22 শে এপ্রিল
[c] 23 শে জুন
[d] 22 শে জুলাই
∎ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল?
[a] জার্মানি
[b] রাশিয়া
[c] আমেরিকা
[d] সুইডেন
∎ A bend in the river' গ্রন্থটি কার লেখা?
[a] কিরণ দেশাই
[b] ভি এস নইপাল
[c] অনিতা দেশাই
[d] চেতন ভগৎ
∎ 2019 সালের BAFTA পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে?
[a] রােমা
[b] দ্য ফেবারিট
[c] এস্টার ইজবন
[d] গ্রীন বুক
দিয়ে বিক্রয়মূল্য হলে ব্যাগটির ধার্যমূল্য কত ?
(ক) 26 টাকা
(খ) 28 টাকা
(গ) 30 টাকা।
(ঘ) 32 টাকা
∎ A ও B একত্রে একটি কাজ 5 দিনে করতে পারে। A তার দ্বিগুণ গতিতে এবং B তার অর্ধেক গতিতে কাজ করলে কাজটি শেষ করতে
তাদের 4 দিন সময় লাগবে। A র একার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে?
(ক) 10 দিন
(খ) 12 দিন
(গ) 15 দিন
(ঘ) 18 দিন
File Details::
File Name:Miscellaneous Set-3
File Format: PDF
No. of Pages:10
File Size:6.32 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link