Breaking







Tuesday, January 28, 2020

WBPSC Miscellaneous Preliminary Exam Practice Set Part-2 Bengali PDF

WBPSC Miscellaneous Preliminary Exam Practice Set Part-2 Bengali PDF

WBPSC Miscellaneous Preliminary Exam Practice Set Part-2 Bengali PDF
WBPSC Miscellaneous Practice Set in Bengali 
Hello Dear,
পশ্চিমবঙ্গের মিসলেনিয়াস পরীক্ষার জন্য WBPSC Miscellaneous Preliminary Exam Practice Set Part-2 Bengali PDFটি দিচ্ছি, যেটিতে সিলেবাস অনুযায়ী ৭৫টি সাধারণ জ্ঞান বা জিকে এবং ২৫টি গণিত দেওয়া হয়েছে এবং সব শেষে এগুলোর উত্তরপত্রও প্রদান করা হয়েছে | যেহেতু এটি বাংলা ভাষায় তৈরী করা হয়েছে, সেহেতু সমস্ত চাকরীপ্রার্থীর কাছে এটি গ্রহণযোগ্যতা লাভ করবে বলে আমরা আশাবাদী | 

          তাই দেরী না করে WBPSC Miscellaneous Preliminary Exam Practice Set  Bengali PDFটি Download করে নিন এবং নিজেকে মূল্যায়ন করুন বাড়িতে বসেই |

কিছু নমুনা প্রশ্নসমূহ::

1. ভারতের কোন বিচারপতি ফিজি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে
[a] মদন লোকুর 
[b] অর্জন কুমার সিক্রি
[c] আলতামাস বীর 
[d] অশোক ভূষণ

2. ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস কোনটি ছিল ?
[a] ভারত সরকার আইন, 1919
[b] ভারত সরকার আইন, 1935
[c] ভারত স্বাধীনতা আইন, 1947
[d] উপরের কোনোটিই নয়

3. নীচের কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী নয় ?
[a] বিদ্যাধরী 
[b] চূর্ণী 
[c] কালিন্দী 
[d] হুগলি

4. ভারতে ‘কর্মের অধিকার’ হল একটি-
[a] মৌলিক অধিকার 
[b] নির্দেশমূলক নীতি
[c] সাংবিধানিক কর্তব্য 
[d] কোনোটিই নয়।

5.হাতের সাহায্যে বস্তু তোলার সময়, হাত কীভাবে কাজ করে?
[a] প্রথম শ্রেণির লিভার 
[b] দ্বিতীয় শ্রেণির লিভার
[c] তৃতীয় শ্রেণির লিভার 
[d] সরল যন্ত্র।

6. মাদ্রাজে আইন অমান্য আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিলেন?
[a] আব্দুল গফফর খান 
[b] চক্রবর্তী রাজা গোপালাচারী
[c] গোপবন্ধু চৌধুরি 
[d] সরলাবালা দেবী

7. ভারতের একটি পুনঃরপ্তানির বন্দরের নাম কী?
[a] পারাদ্বীপ
[b] কলকাতা
[c] কোচি
[d] বিশাখাপত্তনম

8. ডক্টর আম্বেদকর কোনটিকে ভারতীয় সংবিধানের প্রাণ ও আত্মা বলে আখ্যায়িত করেছেন?
[a] শিক্ষার অধিকার 
[b] প্রস্তাবনা
[c] কর্মের অধিকার 
[d] সংবিধান সংশোধন

9. নর্মাল স্যালাইন’ হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, যার মাত্রা
[a] 1%
[b] 0.84%
[c] 1.00 মোলার 
[d] 0.84 নর্মাল

10. ওজনের পরিমাণে মানবদেহের শতকরা কতটা জল থাকে?
[a] 66%
[b] 50% 
[c] 33% 
[d] 10%

11. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?
[a] ওডিশা 
[b] অন্ধ্রপ্রদেশ 
[c] তামিলনাড়ু 
[d] গোয়া

12. কে হান্টার কমিশন গঠন করেছিলেন?
[a] লর্ড রিপন
[b] লর্ড ক্যানিং
[c] লর্ড ডাফরিন 
[d] লর্ড ওয়েলেসলি

13. উত্তর ভারতে শীতকালে কীসের প্রভাবে বৃষ্টিপাত হয়?
[a] উত্তর-পূর্ব মৌসুমী বায়ু 
[b] প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু
[c] পশ্চিমী ঝঞ্জা 
[d] দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু

14. একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘণ্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায়—
[a] 150 লিটার
[b] 200 লিটার
[c] 300 লিটার
[d] 340 লিটার

15. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না?
[a] প্রধানমন্ত্রী
[b] লোকসভার অধ্যক্ষ
[c] অর্থমন্ত্রী
[d] রাষ্ট্রপতি

16. কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়?
[a] চিনাবাদাম 
[b] নারকেল 
[c] সর্ষে 
[d] তিল

17. ‘জগতের আলো’ বলে কাকে অভিহিত করা হয়?
[a] মেহেরউন্নিসা 
[b] গুলবদন বেগম
[c] মমতাজ বেগম 
[d] জাহানারা বেগম

18. পারদের কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়?
[a] তাপের সুপরিবাহী 
[b] ঘনত্ব বেশি
[c] তড়িৎ সুপরিবাহী 
[d] সহজলভ্য


File Details::
File Name:Miscellaneous Preliminary Exam Practice Set Part-2
File Format: PDF
No. of Pages:11
File Size:7.38 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link