Breaking







Tuesday, December 10, 2019

WBP SI Bengali Practice Set Part-3 PDF | Police Sub Inspector

WBP SI Bengali Practice Set Part-3 PDF | Police Sub Inspector :

WBP SI Bengali Practice Set Part-3 PDF Download
WBP SI Bengali Practice Set
Dear Aspirants,
আগত পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য WBP SI Bengali Practice Set Part-3 PDF Download করে নিন কারণ এটি একদম সিলেবাস অনুযায়ী সাধারণ জ্ঞান, রিজনিং ও গণিত-এর প্রশ্ন সমন্বয়ে বানানো হয়েছে | এখানে ১০০টি প্রশ্ন-এর পাশাপাশি সেগুলোর উত্তরপত্রও পিডিএফ-এর একদম নিচে দেওয়া আছে, যারফলে নিজেকে আরো একবার যাচাই বা মূল্যায়ন করার নিশ্চিত সুযোগ পাচ্ছেন বাড়িতে বসেই এবং বিনামূল্যে |

            তাই দেরী না করে WBP Sub-Inspector পরীক্ষায় ভালো ফল করতে WBP SI Bengali Practice Set PDF পর্ব-৩টি সংগ্রহ করে নিন | 

Police Sub Inspector নমুনা প্রশ্ন::

1. ভারতকে স্বাধীনতা প্রদানের মাউন্টব্যাটেন পরিকল্পনার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
[a] জওহরলাল নেহরু
[b] সর্দার প্যাটেল
[c] মৌলানা আজাদ
[d] জে. বি. কৃপালনী

2. ভারতীয় সংসদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন?
[a] ১৮
[b] ২১
[c] ২৫
[d] ২৬

3. নিচের কততম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশের পরিবর্তন করা হয়েছিল?
[a] ৩৮
[b] ৪০
[c] ৪২
[d] ৪৪

4.ইলোরার পাথরে খোদাই করা মন্দিরগুলি কোন ধর্মের নিদর্শন বহন করে ?
[a] হিন্দু ও বৌদ্ধ
[b] বৌদ্ধ ও জৈন
[c] হিন্দু ও জৈন
[d] হিন্দু, বৌদ্ধ ও জৈন

5. তানসেনের আসল নাম কী?
[a] লাল কানোয়ার
[b] বান্দা বাহাদুর
[c] রামতনু পাণ্ডে
[d] মার্কণ্ডেয় পাণ্ডে

6. মহাবলীপুরমের সাতটি প্যাগোডা কোন রাজবংশের সাক্ষ্য বহন করে ?
[a] পল্লব
[b] পাণ্ড্য
[c] চোল
[d] চের

7. সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন?
[a] লর্ড ডালহৌসি
[b] লর্ড ক্যানিং
[c] লর্ড মারো
[d] লর্ড রিপন

8. গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান ?
[a] মৌর্য্য
[b] শাক্য
[c] কুরু
[d] মাৎস্য

9. কোন নদী 'বৃদ্ধ গঙ্গা’ নামে পরিচিত?
[a] কৃষ্ণা
[b] গোদাবরী
[c] কাবেরী
[d] নর্মদা

10. তানজানিয়ার রাজধানীর নাম কী?
[a] নাইরোবি
[b] লুসাকা
[c] কাম্পালা
[d] দার-এস-সালাম

11. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে –
[a] টেন ডিগ্রি চ্যানেল
[b] গ্রেট চ্যানেল
[c] বঙ্গোপসাগর
[d] আন্দামান সাগর

12. আমার জন্মের সময় আমার বাবার 34 বছর বয়স ছিল। আমার বিয়ে হয় 30 বছর বয়সে। এরপর 15 বছর পেরিয়ে গেছে। এখন আমার বাবার বয়স কত বছর?
[a] 40
[b] 50
[c] 79
[d] 80

13. DAD এর কোড 414 হলে PAD এর কোড কত হবে?
[a] 251
[b] 715
[c] 1614
[d] 1624

14. Harmonise শব্দটি থেকে নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
[a] Noise
[b] Roam
[c] Mourn
[d] Sermon

15. 4 × 26 = 100; 5 × 26 = 125 হলে। 6 × 26 কত হবে?
[a] 120
[b] 130
[c] 150
[d] 160

16. পাখী : বায়ুথলি : : মাছ : ?
[a] পাখনা
[b] ফুলকা
[c] মুখ
[d] পটকা

17. একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 48 মিটার ও অপর একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 20 মিটার। তৃতীয় একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওই প্রথম দু'টি ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হলে তার পরিসীমা কত মিটার?
[a] 72
[b] 38
[c] 56
[d] 52

18. একটি শহরের মোট জনসংখ্যার 60% লোক বাংলা খবরের কাগজ, 50% ইংরিজি কাগজ ও 20% উভয় ভাষার কাগজ পড়েন। তাহলে কত শতাংশ লোক কোনো ধরনের কাগজই পড়েন না?
[a] 14%
[b] 10%
[c] 12%
[d] 8%

19. দু’টি রেডিও ও একটি ঘড়ির মূল্য 1,850 টাকা। ঘড়ির দাম রেডিওর তুলনায় 500 টাকা বেশি হলে রেডিওর দাম কত টাকা?
[a] 500
[b] 450
[c] 950
[d] 1,000

20. নারায়ণবাবুর মোট সম্পত্তির পরিমাণ 26,540 টাকা। তাঁর উইলে তিনি তাঁর স্ত্রীর জন্য 9,200 টাকা বরাদ্দ করলেন ও অবশিষ্টাংশ 1: 2: 3 অনুপাতে তার তিন পুত্রের মধ্যে ভাগ করে দিলেন, তাহলে তার প্রথম পুত্র কী পরিমাণ অর্থ পায় ?
[a] 2,890
[b] 5,780
[c] 8,670
[d] 6,720

21. পরপর 12% ও 5% ছাড় দেওয়ার পর একটি পণ্য 209 টাকায় বিক্রি করা হলে পণ্যটির দাম কত?
[a] 327
[b] 251
[c] 250
[d] 215

22.  6 জন পুরুষ ও ৪ জন মহিলা একটি বিশেষ সময়ের মধ্যে 3 জন পুরুষ ও 13 জন মহিলার কাজ সম্পূর্ণ করতে পারে। এক্ষেত্রে পুরুষ ও মহিলার কর্মক্ষমতার অনুপাত কত?
[a] 3 : ৪
[b] 3 : 5
[c] 5 : 3
[d] 5 : ৪


File Details::
File Name:WBP SI Set-3
File Format: PDF
No. of Pages:11
File Size:1.43MB

Click Here to Download

2 comments:

Dont Leave Any Spam Link