Breaking







Friday, October 7, 2022

1000+ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা PDF

বাংলা শুদ্ধ বানান PDF

বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা PDF
শুদ্ধ ও অশুদ্ধ বানান
সুধী বন্ধুগণ,
আজ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটি Primary TET, CTET, Abgari Police, SSC-সহ বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী হবে। এই সমস্ত পরীক্ষাতে বাংলা সাহিত্য ও বাংলা  ব্যাকরণের অংশ হিসাবে শব্দ শুদ্ধিকরণ তালিকা থেকে প্রশ্ন এসেই থাকে, তাই নীচ থেকে কিছু নমুনা দেখে নিন এবং পিডিএফটি সংগ্রহ করে নিন বিনামূল্যে। 

বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান pdf

অশুদ্ধ---শুদ্ধ
❏ অগ্রহায়ন-অগ্রহায়ণ
❏ অথিতি-অতিথি
❏ অনুভুতি-অনুভূতি
❏ উদ্ধিগ্ন-উদ্বিগ্ন
❏ ঐক্যতান-ঐকতান
❏ কনিষ্ট-কনিষ্ঠ
❏ কর্মচারি-কর্মচারী
❏ কল্যান-কল্যাণ
❏ গনিত-গণিত
❏ চলচিত্র-চলচ্চিত্র
❏ ধুলি-ধূলি
❏ দুর্ঘটনা-দূর্ঘটনা
❏ পুরষ্কার-পুরস্কার
❏ প্রনাম-প্রণাম
❏ ফলপ্রসু-ফলপ্রসূ
❏ বানিজ্য-বাণিজ্য
❏ বিলাসি-বিলাসী
❏ ব্যপক-ব্যাপক
❏ ভূবন-ভুবন
❏ মনিষি-মনীষী
❏ মুল-মূল
❏ যন্ত্রনা-যন্ত্রণা
❏ লুন্ঠন-লুণ্ঠন
❏ শষ্য-শস্য
❏ শক্র-শত্রু
❏ সার্থ-স্বার্থ
❏ হৈমন্তি-হৈমন্তী

বানানের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা
File Format: PDF
No. of Pages:10
File Size:6.79 MB

Click Here to Download

4 comments:

Dont Leave Any Spam Link