Breaking







Thursday, October 10, 2019

WB Abgari Police Constable Practice Set in Bengali PDF | Excise Constable Exam

WB Abgari Police Practice Set in Bengali PDF

WB Abgari Police Constable Practice Set in Bengali PDF Download | Excise Constable Exam
WB Abgari Police Constable Practice Set
Hello Friends,
আগত আবগারী পুলিশ বা Excise Constable Exam পরীক্ষার জন্য WB Abgari Police Practice Set in Bengali PDFটি আপনাদের বিনামূল্যে প্রদান করছি | এটিতে সিলেবাস অনুযায়ী ৫০টি বাংলা ব্যাকরণ এবং বাকি ৫০টি General Awareness & Reasoning দেওয়া হয়েছে MCQ ফরম্যাটে | তাছাড়া এখানে সমস্ত প্রশ্নের উত্তরপত্রও দেওয়া হয়েছে, যা পরীক্ষা প্রস্তুতিতে ব্যাপক সাহায্য করবে | আজকে কেবল ১টা প্র্যাকটিস সেট শেয়ার করা হলো বাকি গুলো ক্রমান্বয়ে আসবে , শুধু সময়ের অপেক্ষা |

           দেরী না করে WB Abgari Police Practice Set in Bengali PDFটি  Download করে নিন এবং প্রস্তুতির মাত্রা একটু বাড়িয়ে নিন |

কিছু Abgari Police Exam Set নমুনা প্রশ্ন 

1.‘অ’ স্বরে কোন প্রকারের?
a)দীর্ঘস্বর
b)হ্রস্বস্বর
c)প্লুতস্বর
d)সংবৃত স্বর

2.স্পর্ধা থেকে ‘আস্পর্ধা’ কোন প্রকার পরিবর্তন?
a)অভিশ্রুতি
b)স্বরাগম
c)অপিনিহিতি
d)সমাসবদ্ধপদ

3.‘ছন্দোলিপি’র সন্ধি বিচ্ছেদ করুন:
a)ছন্দঃ+লিপি
b)ছন্দ+লিপি
c)ছন্দল+পি
d)ছন্দ+লি+পি

4.ধাতুর সঙ্গে প্রত্যয় ও বিভক্তি যোগ করে যা তৈরি হয় তাকে কী বলে?
a)ক্রিয়াপদ
b)নামপদ
c)তদ্বিৎপদ
d)বক্রপদ

5. ‘রাজাকে ডাকো’ কোন কারকের কোন বিভক্তি?
a)কর্মকারকে ‘কে’ বিভক্তি
b)করণ কারকে ‘কে’ বিভক্তি
c)দ্বন্দ্বে কে বিভক্তি
d)অপাদান কারকে ‘এ’ বিভক্তি

6.কোন ধনাত্মক শব্দটি হাসি বুঝায়?
a)খিলখিল
b)কুচকুচ
c)ঝরঝর
d)ছলাৎ ছলাৎ

7.‘লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে
a)জাপানী
b)বর্মী
c)চীনা
d)তামিল

8.‘হেডপন্ডিত’ কেমন শব্দ
a)মিশ্রশব্দ
b)সঙ্কট শব্দ
c)বিদেশী শব্দ

9.পাঠক’শব্দটির প্রকৃতিপ্রত্যয় নির্ণয় করুন:
a)পাঠ+ক
b)পঠ+নক
c)পাঠ+অক
d)পা+ঠ+ক

10.সংস্কার’শব্দে কোন উপসর্গ ব্যবহার করা হয়?
a)সম
b)কার
c)ঞ
d)অব

11.‘হাতে গরম’ – কোন সমাস?
a)দ্বন্দ্ব সমাস
b)দ্বিগু সমাস
c)অব্যয়ীভাব সমাস
d)অলুক তৎপুরুষ

12.‘তৈল বিনা কৈলু স্নান”—বাক্যে কোনটি অব্যয় ?
a)বিনা
b)তৈল
c)স্নান
d)কৈলু

13.“আমাতে’ শব্দটির বহুবচন লিখুন:
a)আমাদিগতে
b)আমাতে তোমাতে
c)তাহাদের
d)আমাদের জন্য

14.‘যা সর্বাপেক্ষা লঘু’ – এককথায় প্রকাশ করুন:
a)লঘিমা
b)লঘিষ্ঠ
c)লঘু
d)লাঘব

15.আমিশাষী’— শুদ্ধরূপ লিখুন:
a)আমিসাষী
b)আমিষাশী
c)আমিষাসী
d)আমিষী

16.জ’ কোন প্রকার বর্ণ?
a)তালব্য বর্ণ
b)দন্ত্য বর্ণ
c)উষ্ম বর্ণ
d)হ্রস্ববর্ণ

17.‘কাক থেকে কাগ’ কোন প্রকার পরিবর্তন?
a)অভিশ্রুতি
b)সমীভবন
c)ঘোষীভবন
d)দ্বন্দ্বী ভবন

18.মহর্ষি’ সন্ধি বিচ্ছেদ করুন:
a)মহ+ষি
b)মহা+ঋষি
c)মহৎ+ঋষি
d)মহান+ঋষি

19.শব্দকে অর্থের দিক দিয়ে কোন তিন ভাগে ভাগ করা যায় ?
a)যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়
b)যৌগিক, সরল, জটিল
c)যম, অব, নির
d)বাদ, প্রতিবাদ, সম্বাদ

20.‘চলৎ’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
a)চল+ শতৃ (অৎ)
b)চল্‌+অত্র
c)চলৎ+অ
d)চলন+শক

21.‘ধার্মিকা’ – শুদ্ধ রূপ লিখুন:
a)ধার্মিকায়
b)ধার্মিকেয়
c)ধার্মিকেত্র
d)ধার্মিকী

22.এক কথায় প্রকাশ করুন : ‘ধোয়ার জল’
a)পদ্য
b)পাদ্য
c)পিত্র
d)পাও

23.‘কেউকেটা’ মানে কী?
a)গণ্যমান্য ব্যক্তি
b)গণ্যের মান্য
c)মান্যবর
d)মাননীয় জনগণ

24.‘বৃষ্টি’-পদ পরিবর্তন করুনঃ
a)বর্ষিত
b)বৃষ্টিত
c)বিঘ্নিত
d)বর্ষণমুখর

25.‘সিংহ’ শব্দের প্রকৃত প্রত্যয় নির্ণয় করুন;
a)সিংহ+ত
b)হিনস+অ
c)সিং + হ
d)সিংহ+শতৃ

26.Camera : Lense :: Flash : ?
a)Bulb
b)Night 
c)Light 
d)Shutter

27.NUMBER : UNBMRE :: GHOST : ?
a)HOGST
b)HOGTS
c)HGSOT
d)HGOST

28.নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা :-
a)Paper : Pencil
b)Head : Cap
c)Ink : Inkpot
d)Present : Wrapper

29.সেট: (4,10,15) –নিচের কোন বিকল্পটির সঙ্গে প্রশ্নের মিল আছে?
a)(3,6,12)
b)(2,8,10)
c)(5,12,8)
d)(7,10,18)

30.সম্প্রতি কোন প্রাক্তন বলিউড অভিনেত্রী গুগল ইন্ডিয়া এজেন্সি বিজনেসের ইন্ডাস্ট্রি হেড হিসাবে নিযুক্ত হলেন
a)ময়ূরী কঙ্গো 
b)হেনা মাতেন্ডকার
c)প্রিয়া বসু
d)কোনটিই সঠিক নয়

31.সম্প্রতি কোন দেশে সর্বপ্রথম ৫-জি ইন্টারনেট পরিষেবা চালু হল?
a)জাপান 
b)চিন 
c)মার্কিন যুক্তরাষ্ট্র 
d)দক্ষিণ কোরিয়া

32.২০১৯ সালে ভারতের কোন শহরে ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে?
a)নয়াদিল্লি 
b)লক্ষ্ণৌ 
c)নাগপুর 
d)এলাহাবাদ


File Details::
File Name: Abgari Police Practice set 1 in Bengali
File Format : PDF
No. of Pages: 10
File Size: 5.70 MB

2 comments:

  1. আবগারি পুলিশ কনস্টেবল এর আরো practice set deben naki oi 1 tai set thakbe

    ReplyDelete
  2. ei page er Telegram link ta din

    ReplyDelete

Dont Leave Any Spam Link