Breaking







Sunday, October 13, 2019

Bengali Math Practice Set Part-12 PDF | গণিত প্র্যাকটিস সেট ১২

গণিত প্র্যাকটিস সেট ১২

Bengali Math Practice Set Part-12 PDF Download
Bengali Math Practice Set
প্রিয় বন্ধুগণ,
NTPC, Group D, WBP, Primary TETসহ সমস্ত পরীক্ষার জন্য Bengali Math Practice Set Part-12 PDFটি আজকে সবার জন্য আপলোড দিলাম , যেটিতে গুরুত্বপূর্ণ মোট ৫৫টি অঙ্ক এবং সঙ্গে উত্তরপত্রও দেওয়া হয়েছে | সরকারি চাকরীর পরীক্ষার কথা মাথায় রেখেই এই ধরনের অঙ্ক গুলি নির্বাচন করা হয়েছে | গণিত অনুশীলনে এই Math Practice Set গুলো বিশাল সাহায্য করবে , এটা জোর দিয়ে বলতেই পারি | তাই দেরী না করে পিডিএফটি নিচে দেওয়া লিংক থেকে সংগ্রহ করুন বিনামূল্যে |

কিছু নমুনা গণিত প্রশ্ন::

যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, তার ঘনফল কত?
[a] 64 ঘনসেন্টিমিটার
[b] 118 ঘনসেন্টিমিটার
[c] 46 ঘনসেন্টিমিটার
[d] 80 ঘনসেন্টিমিটার

14 জন শ্রমিক একটি কাজ 39দিনে করতে পারে | 42 জন শ্রমিক নিয়োগ করা হলে কাজটি কত দিনে শেষ হবে?
[a] 13
[b] 14
[c] 16
[d] 18

3.75×3.75×3.75+3×3.75×3.75×2.25+3×3.75×2.25×2.25+2.25×2.25×2.25=?
[a] 261
[b] 216
[c] 9.5
[d] 111.25

∎∎একটি সংখ্যার অর্ধেক, সংখ্যাটির এক পঞ্চমাংশ অপেক্ষা 6 বেশী | সংখ্যাটি কত?
[a] 21
[b] 20
[c] 18
[d] 16

দুটি সংখ্যার সমষ্টি 42 ও ক্ষুদ্রতরটির 5 গুন বৃহত্তরটির দ্বিগুনের সমান | সংখ্যা দুটি কত?
[a] 30, 12
[b] 40, 12
[c] 8, 34
[d] 40, 2
.
নিচের কোনটি সঠিক?
[a] x÷(x÷x)= x÷x) ÷x
[b] x × y ÷x = x÷x × x
[c] (x ×y)÷=x×(y÷x)
[d] সবগুলি সঠিক


File Details::
File Name: Math Practice Set Part-12
File Format:: PDF
No. of Pages : 6
File Size: 4.05 MB

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link