Breaking







Monday, October 14, 2019

Nobel Prize 2019 : Complete Winners List in Bengali PDF

Nobel Prize 2019 : Complete Winners List in Bengali PDF

Nobel Prize 2019  Complete Winners List in Bengali PDF Download
Nobel Prize 2019
নমস্কার বন্ধুরা,
Nobel Prize 2019 : Complete Winners List in Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলা ভাষায় |এটিতে ২০১৯ নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা সুন্দরভাবে দেওয়া হলো | আপনারা নিশ্চয়ই জানেন সুইডিস একাডেমী প্রতিবছর সাহিত্য, শান্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ,শরীর ও চিকিৎসা বিজ্ঞান এবং অর্থবিজ্ঞানে অবদানকারীদের এই Nobel Prize প্রদান করে থাকে | সুতরাং এবছরের বিজয়ীদের তালিকাটি নিচ থেকে পড়ে নিন এবং PDF ডাউনলোড করুন |

২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী Abiy Ahmed Ali | ১৯৯৮ সাল থেকে পার্শ্ববর্তী দেশ ইরিত্রিয়ার সাথে ইথিওপিয়ার সীমান্তগত যে শত্রুতার সম্পর্কের ধারা বজায় ছিল তারই অবসান ঘটিয়ে শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সহাবস্থান স্থাপন করেন ২০১৮ সালে | আর সেই কৃতিত্বকেই সম্মান জানাতে চূড়ান্তভাবে Nobel Peace Prize-এ মনোনীত হলেন এই মহান মানব |

২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন অস্ট্রিয়ার প্রখ্যাত লেখক Peter Handke | মূলত মানুষের অভিজ্ঞতার পরিধি ও নিপুণ ভাষাগত দক্ষতার অপরূপ মেলবন্ধনের কারণেই তিনি এই অন্যতম পুরস্কারের চূড়ান্ত তালিকায় নিজেকে লিপিবদ্ধ করতে পেরেছেন |

                   ❖এছাড়া ২০১৮ সালের সাহিত্যে অঘোষিত নোবেল পুরস্কার পেলেন পোল্যান্ডের সাহিত্যিক Olga Tokarczuk | সাহিত্যে কল্পনার অসাধারণ বুনন কৌশলের জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন | উল্লেখ্য, যৌন নির্যাতনের অভিযোগের কারণে ২০১৮ সালের সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষণা করতে পারেনি সুইডিশ অ্যাকাডেমি।

এবছর বিশ্ব বিখ্যাত নোবেল পুরস্কার ২০১৯-এ পদার্থবিজ্ঞান বিভাগে জয়ী তিন জ্যোতির্বিজ্ঞানী হলেন Jim Peebles, Michel Mayor, Didier Queloz, যারা প্রধানত একাধিক বিশ্বজগৎ সংক্রান্ত তাত্ত্বিক আবিষ্কার ও সৌরজগতের বাইরে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কারের জন্য যৌথভাবে এই পুরস্কার পেলেন | Michel Mayor ও Didier Queloz হলেন সুইজারল্যান্ডের বাসিন্দা  এবং Jim Peebles আমেরিকান-কানাডিয়ান বাসিন্দা |

রসায়ন বা কেমিষ্ট্রি বিভাগে 2019 Nobel Prize যৌথভাবে পাচ্ছেন Akira Yoshino, M. Stanley Whittingham এবং John B. Goodenough | প্রধানত মোবাইল, কম্পিউটার ও গাড়িতে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারী সংক্রান্ত গবেষণা ও আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান ও দিশা দেখানোর জন্য এই সম্মানজনক পুরস্কার পাচ্ছেন তারা | M. Stanley, ও John B. Goodenough আমেরিকার বিজ্ঞানী এবং Akira Yoshino হলেন জাপানের রসায়নবিদ |

∎2019  সালের শরীরবিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে  Nobel Prize পাচ্ছেন William G. Kaelin, Gregg L. Semenza এবং Peter J. Ratcliffe | অক্সিজেনের উপলব্ধিতে কোষের কীরূপ প্রতিক্রিয়া হয়, সেই ব্যাপারে গবেষণা করেন তারা, যা ক্যান্সারের মতো বিভিন্ন মারণ ব্যাধির চিকিৎসাকে অনেকটাই সহজ করে তুলবে |

এবছর Economics Science-এ যৌথভাবে নোবেল পাচ্ছেন Abhijit Banerjee, Esther Duflo এবং  Michael Kremer | বিশ্বব্যাপী দারিদ্রতা মোচনের গবেষণা এবং উপায় উন্মোচন করার কৃতিত্বের জন্যই তাদের ভাগ্যে জুটলো এই সম্মান | অভিজিত ব্যানার্জী ভারতের, Esther Duflo ফ্রান্সের এবং Michael Kremer আমেরিকার বাসিন্দা |


File Details::
File Name: 2019 Nobel Prize Winners List
File Format: PDF
No.of Pages:1
File Size:764 KB

Click Here to Download


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link