Breaking







Monday, October 23, 2023

Indian Polity Question Answer in Bengali PDF | ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন উত্তর

ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন উত্তর PDF | ইন্ডিয়ান পলিটি

ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন উত্তর PDF
ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন-উত্তর | Political Science
হ্যালো ফ্রেন্ডস,
আজ Indian Polity Question Answer in Bengali PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের রাষ্ট্রনীতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে বাংলায়। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন নিশ্চিত। তাই এই গুলি পড়ে নিন অথবা পিডিএফ সংগ্রহ করুন।

ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন উত্তর

1. ‘ধর্মনিরপেক্ষতা (Secularism)’ শব্দের অর্থ কী – কোনাে ধর্মকে মদত দেওয়ার ক্ষেত্রে নিস্পৃহ থাকা।

2. সংসদে আইন করে কবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ বা, বর্জনের (ছেদ বাতিল) শর্ত গৃহীত হয় – ১৯৫৫ সালে।

3. উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে পাঠাবেন – অধ্যক্ষ।

4. ভারতীয় সংবিধান কেন ২৬ জানুয়ারি গৃহীত হয় – ১৯২৯ সালের ২৬ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহােরঅধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয় বলে।

5. লােকসভার সাধারণ সচিবকে কে নিয়ােগ করেন – অধ্যক্ষ।

6. বাজেটের সঙ্গে কোন দুটি বিধেয়ক সংসদে পেশ করা হয় — Finance Bill ও Contingency Bill.

7. ভারতীয় গণ পরিষদের প্রথম অধিবেশন কবে হয় —১৯৪৬ সালের ৯ ডিসেম্বর (নয়া দিল্লিতে)।

৪. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন – উপ-রাষ্ট্রপতি (পদাধিকার বলে)।

9. রাষ্ট্রপতির ইচ্ছার ওপর কার কার্যকালের মেয়াদ নির্ভর করে-রাজ্যপাল।

10. রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন – রাজ্যের বিধানসভার সদস্যরা।

11. সংবিধানের কোন ধারায় অনগ্রসর শ্রেণির জন্য কমিশন নিয়ােগের কথা বলা হয়েছে -৩৪০নং ধারায়।

12. ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয় – সম্পত্তি সংক্রান্ত অধিকার।

13. রাজ্যপালের বেতন ও ভাতা কীভাবে স্থির হয় – সংসদে আইন করে স্থির হয়।

14. একজন রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে কাজ করলে কে তাঁর মাইনে দেবে —ভারতীয় সংবিধানের ১৫৮, ৩ (ক) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যপালের মাইনে ও ভাতার কত অংশ কোন রাজ্য দেবে তা স্থির করবেন রাষ্ট্রপতি।

15. জাতীয় জরুরি অবস্থায় রাষ্ট্রপতি সংসদের আয়ুষ্কাল কত বছর বাড়াতে পারেন—– প্রথম দফায় ১ বছর।

16. সংবিধানের প্রস্তাবনা’ কতবার সংশােধন হয়েছে —১ বার।

17. কোনাে নাগরিক তার মৌলিক অধিকার কীভাবে সুরক্ষিত করতে পারেন –ভারতের সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়ে।

18. কার পরিকল্পনায় ভারতে গণ পরিষদ গড়ে ওঠে – ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন’এর পরিকল্পনা অনুযায়ী।

19. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশােধনের অধিকার একমাত্র কার আছে– ভারতীয় সংসদের।

20. ভারতীয় সংবিধানের মৌলিক ও কর্তব্যগুলি কবে অন্তর্ভুক্ত হয় – ১৯৭৬ সালে ৪২তম সংশােধনীতে।

21. ভারতীয় সংবিধানে রাজ্য শাসন প্রণালীর নির্দেশজ্ঞাপক মূল নীতি কোন-কোন ধারায় আছে —৩৬ থেকে ৫১নং ধারায়।

22. ভারতীয় গণপরিষদের সদস্যদের প্রথম বৈঠক কবে হয়—১৯৪৬ সালের ৯ ডিসেম্বর।

23. রাষ্ট্রপতির বিরুদ্ধে ‘ভৎসনা’ সংসদের কোন কক্ষে তুলতে হয়— রাজ্যসভা বা লােকসভায়।

24. কোন বিষয়ে একমাত্র রাজ্যসভাই কোনাে বিধেয়ক বা, প্রস্তাব তােলার অধিকারী – নতুন সর্বভারতীয় কৃত্যক তৈরির ক্ষেত্রে।

25. ভারতীয় সংবিধানে কোন সংশােধনের মাধ্যমে সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার থেকে বাদ যায় — ৪৪তম সংশােধনে।

26. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কে নিয়ােগ করেন —রাষ্ট্রপতি।

27. সর্বভারতীয় কৃত্যক (U.P.S.C.) কোন বছর সৃষ্টি হয় – ১৯৫১ সালে।

28. ভারতের সংসদ কাদের নিয়ে গড়া —রাষ্ট্রপতি, লােকসভা ও রাজ্যসভা নিয়ে।

29. ভারতবর্ষে কী ধরণের বিচারব্যবস্থা চালু রয়েছে – অখণ্ড বিচারব্যবস্থা।

30. ভারতের সর্বোচ্চ আদালতের নাম কী — সুপ্রিম কোর্ট।

31. কোনাে রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কী – হাই কোর্ট বা, মহাধর্মাধিকরণ।

32. সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত — ২৯ জন।

33. হাই কোর্টের বিচারপতির সংখ্যা কত থাকে – এ বিষয়ে সংবিধানে নির্দিষ্ট করে বলা নেই, তবে ১ জন প্রধান বিচারপতি ও কয়েকজন বিচারপতি থাকেন।

34. সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে কী যােগ্যতা থাকা দরকার – ভারতীয় নাগরিকতা ও সেই সঙ্গে হাই কোর্টে অন্তত ৫ বছর বিচারপতি হিসাবে কাজের অভিজ্ঞতা।

35. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে অপসারণ করতে পারেন — রাষ্ট্রপতি।

36. উচ্চতর কেন্দ্রীয় সরকারি প্রশাসন কীভাবে গড়া হয় —সর্বভারতীয় প্রশাসনিক কৃত্যক, পুলিশ কৃত্যক ও কেন্দ্রীয় কৃত্যকের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মচারী নিয়ে গঠিত ভারতের উচ্চতর কেন্দ্রীয় সরকারি প্রশাসন।

37. রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন —বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা, মাের্চার নেতা বা, নেত্রীকে।

38. ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে, ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধার উল্লেখ আছে -১২৫ নং ধারায়।

39. সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়– সঞ্চিত তহবিল থেকে।

40. সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেওয়ার পর কোন কাজ করতে পারেন না।– আইনজীবীর কাজ।

41. ভারতের কোন প্রধান বিচারপতি পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হন– মহম্মদ হিদায়েতুল্লা।

42. সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে কখন কমানাে যায় —জরুরি অবস্থার সময়।

43. রাষ্ট্রপতি নির্বাচনে বিরােধ দেখা দিলে কে মীমাংসা করে —সুপ্রিম কোর্ট।

44. ‘ভারতীয় সংবিধানের জনক’ বা ‘অভিভাবক’ কাকে বলা হয় - সুপ্রিম কোর্টকে।

45. ভারতের সুপ্রিম কোর্টের ক’টি অধিকারের এলাকা রয়েছে – ৪টি।

46. ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি – সুপ্রিম কোর্ট।

47. ভারতের রাজ্যগুলির রাজ্যপালদের কার্যকাল কত বছর – ৫ বছর।

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name:Indian Polity Bengali Questions Answer Part-1
File Format: PDF
No. of Pages:3
File Size:2.33 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link