Breaking







Sunday, September 29, 2019

WB Primary TET Model Practice Set Part-2 Bengali PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পর্ব-২

WB Primary TET Model Practice Set Part-2 Bengali PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পর্ব-২:

WB Primary TET Model Practice Set Part-2 Bengali PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পর্ব-২
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট -WB Primary TET Practice Set 
নমস্কার বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রস্তুতির জন্য WB Primary TET Model Practice Set Part-2 Bengali PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পর্ব-২ পিডিএফটি আপনাদের একদম বিনামূল্যে এবং বাংলা ভার্সনে শেয়ার করছি | এটিতে টেটের সিলেবাস অনুযায়ী শিশুমনস্তত্ব, বাংলা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান ও গণিত থেকে ৩০টি করে মোট ১৫০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্রও দেওয়া হলো, যার দ্বারা নিজেকে খুব সহজেই মূল্যায়ন করার সুযোগ থাকছে | এটি Assam TET এবং Tripura TET পরীক্ষার প্রস্তুতিতেও কাজে আসবে |

                  তাই দেরী না করে WB Primary TET Model Practice Set Part-2 Bengali PDFটি ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখুন এবং যখন খুশি প্র্যাকটিস করতে থাকুন বাড়িতে বসে |

প্রাইমারি টেটের কিছু নমুনা প্রশ্ন::

বাংলা
1. সময়ের সঙ্গে সঙ্গে কী পরিবর্তিত হয় ?
(A) ধ্বনি 
(B) শব্দ 
(C) সুর 
(D) ভাষা

2. কোন ভাষার চরিত্রটি নিচের কোন। উপাদানটির ওপর নির্ভর করে?
(A) বক্তা 
(B) শ্রোতা
(C) উপলক্ষ্য 
(D) সব ক'টিই

3. এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা
করা হলে তাকে কী বলে?
(A) বিষয় অভিধান
(B) ইতিহাসভিত্তিক অভিধান
(C) একভাষিক অভিধান
(D) দ্বিভাষিক অভিধান 

4. ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একককে কী।
বলা হয় ?
(A) বাগধ্বনি 
(B) বিভাজ্য ধ্বনি
(C) অবিভাজ্য ধ্বনি 
(D) কোনোটিই নয়

5. ‘ল’ ধ্বনিটি কী জাতীয় ধ্বনি?
(A) পার্শ্বিক ধ্বনি 
(B) নাসিক্য ধ্বনি
(C) কম্পিত ধ্বনি 
(D) উষ্ম ধ্বনি

শিশুশিক্ষা ও মনস্তত্ব
1. শিখনের ক্ষেত্রে নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তা কে?
(A) প্যাভলভ 
(B) লিউইন।
(C) মাসলাে 
(D) ব্রুণার

2. শিখন সম্পর্কে ভাইগটস্কি প্রবর্তিত তত্ত্বটির নাম কী?
(A) সংযোজনবাদ 
(B) প্রজ্ঞামূলক তত্ত্ব
(C) অন্তদৃষ্টি 
(D) সামাজিক নির্মিতিবাদ

3. ‘প্রতিটি শিখনের মূলে আছে প্রত্যক্ষণ’কে বলেন?
(A) পিয়াজ 
(B) ডেভিড অসবেল।
(C) ভাইগটস্কি 
(D) কেউ নয়

4. ‘প্রোগ্রাম শিখন’হল______এর প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ।
(A) ডিউই 
(B) স্কিনার।
(C) থর্নডাইক 
(D) প্যাভলভ

5. ম্যাকডুগাল মতে --- হলো সুপ্ত মনােযােগ।
(A) বুদ্ধি 
(B) প্রেষণা 
(C) শিখন 
(2) আগ্রহ

পরিবেশ বিজ্ঞান
১.পঞ্চম শ্রেণিতে EVS ক্লাসে জ্বালানি সংরক্ষণ’অধ্যায় পড়ানোর সময় নিচের কোন উৎসটি শিক্ষকের কাছে অধিকতর ফলপ্রসূ হবে?
(A) সংবাদপত্র 
(B) পাঠ্যবই
(C) রেফারেন্স বই 
(D) পােস্টার

২.নিচের কোন জোড়াটি সঠিক?
(A) তামিলনাড়ু-ছৌ 
(B) অসম-বিহু
(C) ওড়িশা-ভরতনাট্যম।
(D) কর্ণাটক কথক

৩.পৃথিবীর সবথেকে কঠিন খনিজ পদার্থ কোনটি?
(A) পাথর 
(B) হীরা
(C) বরফ 
(D) প্লাটিনাম

৪.বাটনা বাটা শিল_____এর হয়।
(A) কাদাপাথর 
(B) চুনাপাথর।
(C) বেলেপাথর 
(D) কোনােটিই নয়

৫.জলীয় বাষ্প বায়ুর থেকে_____হয়।
(A) হালকা 
(B) ভারী
(C) সমান 
(D) সমানুপাত

English
Buck (Change the gender)
(a) Bucks
(b) Doe
(c) Daush
(d) Drake

You must account_____what you spend.
(a) for
(b) on
(c) with
(d) of

How the language was used first of all?
(a) oral
(b) written
(c) symbolic
(d) all

He told me that he____watching the movie.
(a) is finished
(b) was finished
(c) had finished
(d) not finished

Bleaker (opposite)
(a) Hopeful
(b) Warm
(c) Cozy
(d) Shelter

গণিত
1. কোনো একটি অর্থ রাশি ৪% সরল সুদের হারে 9 মাসের শেষে হয় 1,200 টাকা। মূল অর্থ রাশিটি কত ?
(A) ৪64 টাকা 
(B) 1,132 টাকা ৪ পয়সা
(C) 1,172 টাকা 
(D) কোনােটিই সঠিকনয় ।

2.পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খুঁজে বের করুন যেটিকে 6, 7, ৪ ও 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ দাঁড়াবে যথাক্রমে 4, 5, 6 ও 7.
(A) 99792 
(B) 99790
(C) ৪9563 
(D) 99892

3. ধার দেওয়া একটি অর্থ রাশিকে চক্রবৃদ্ধি হারে খাটালে 3বছরে সেটি হবে ৪০০ টাকা ও 4বছরে হবে ৪40 টাকা। সুদের হার গণনা করুন।
(A) 5% 
(B) 2.58%
(C) 4.76% 
(D) 3.72%

4. 3টি পাইপের সাহায্যে একটি চৌবাচ্চাকে 3 ঘন্টায় খালি করা যায়। যদি ওকে শুধুমাত্র প্রথম পাইপটি দিয়ে 6 ঘন্টায় ও শুধুমাত্র দ্বিতীয়টি দিয়ে 9 ঘন্টায় খালি করা যায়, তাহলে শুধুমাত্র তৃতীয় পাইপটি ব্যবহার করে ওকে খালি করতে কত ঘন্টা সময় লাগবে?
(A) 12 
(B) 18 
(C) 6 
(D) 9

5. কোনো পরীক্ষায় 42% হিন্দিতে, 52% ইংরেজিতে ও 17% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাশ করে?
(a) 22%
(b) 23%
(c) 33%
(d) 42%


File Details::
File Name: Primary TET Practice Set-2 in Bengali
File Format: PDF
No. of Pages: 14
File Size: 1.96 MB

12 comments:

  1. Amader erokom aro primary Tet practice set chai....👌👌👌

    ReplyDelete
    Replies
    1. সঙ্গে থাকুন নিশ্চয়ই দেওয়া হবে

      Delete
  2. Hi I am Amit mandal

    This pdf is good for us

    ReplyDelete
  3. Sir please share more as much possible... thanks

    ReplyDelete
  4. It is very helpful ... i hope they qill carry on this.... thank u for supporting us..

    ReplyDelete
  5. Pollution theke ekta pdf deoa hok.

    ReplyDelete
  6. Sir pls submit the questions with answar

    ReplyDelete
  7. প্রাইমারি প্র্যাকটিস set alada kore dile valo hoi jemon dhorun sudhu math akta , English set akta poribesh set

    ReplyDelete

Dont Leave Any Spam Link