BreakingTuesday, September 14, 2021

Math Practice Set in Bengali PDF || গণিত প্র্যাকটিস সেট পর্ব-১০

Math Practice Set in Bengali PDF:

Math Practice Set in Bengali PDF
Math Practice Set in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ Math Practice Set in Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে মূলত পাটিগণিতের অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং সঙ্গে উত্তরও থাকছে। অর্থাৎ এটি আসলে Arithmetic Bengali Practice Set যেহেতু সব পরীক্ষাতেই গণিত বিষয়টা আবশ্যিক হয়ে গেছে, তাই এই বিষয়ে নিজেকে পারদর্শী না করতে পারলে Exam Crack করা চাপ হয়ে যাবে।

Math Practice Set in Bengali PDF

গণিতের যে যে অধ্যায় থেকে প্রশ্ন আছে::

➲ ত্রৈরাশিক
➲ সময় এবং দুরত্ব
➲ সমহার বৃদ্ধি
➲ ঘড়ি ও ক্যালেন্ডার
➲ সময় ও কাজ
➲ সংখ্যা
➲ মিশ্রণ
➲ গড়
➲ শতকরা
➲ ঐকিক নিয়ম
➲ অনুপাত ও সমানুপাত
➲ অংশীদার

কিছু নমুনা অঙ্কের প্রশ্ন::

❐ ১৫ জন ক্ষেতমজুর ৫ দিনে ১৮ বিঘা জমি চাষ করতে পারেন| যদি ১০ জন ক্ষেতমজুর ১০ দিন কাজ করেন, তবে কত জমি চাষ করতে পারবেন?
(a) ২৪ বিঘা
(b) ২৬ বিঘা
(c) ৪৮ বিঘা
(d) ১০ বিঘা

❐ কোনো বিশ্রাম ছাড়াই সুমিতা ঘন্টায় ১২ কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রামসহ ঘন্টায় ৮ কিমি গড় গতিবেগে গেলে, সুমিতা ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়?
(a) ২০ মিনিট
(b) ২৫ মিনিট
(c) ১০ মিনিট
(d) ১৮ মিনিট

❐ একটি কারখানার একটি মেশিনের মূল্য বার্ষিক ১০% হ্রাসপ্রাপ্ত হয়| মেশিনটির বর্তমান মূল্য ১,০০০০০ টাকা হলে ৩ বছর পর ঐ মেশিনটির মূল্য কত হবে?
(a) ৭০০০০ টাকা
(b) ৭২০০০ টাকা
(c) ৭২৯০০ টাকা
(d) ৭০৯০০ টাকা

❐ ৪৪ লিটার জলমিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত ১০:২১, তাতে আর কত জল মেশালে দুধ ও জলের অনুপাত ৮:১ হবে?
(a) ২ লিটার
(b) ৪ লিটার
(c) ১ লিটার
(d) ৫ লিটার

❐ একটি খাঁচায় ৫০টি মুরগী আছে| তারা ১০ দিনে মোট ৩৭৫টি ডিম দিলে| দিনে শতকরা কী হারে ডিম পাওয়া গেল?
(a) ৭২%
(b) ৬২%
(c) ৭৫%
(d) ৮০%

সম্পূর্ণ সেটটি পিডিএফে আছে

File Details::
File Name: Math Practice Set 10
File Format: PDF
No. of Pages: 30
File Size: 301 KB

Click Here to Download

2 comments:

Dont Leave Any Spam Link