Breaking







Sunday, July 14, 2019

Math Practice Set in Bengali Part-9 PDF-গণিত প্র্যাকটিস সেট পর্ব-৯

Math Practice Set in Bengali Part-9 PDF-গণিত প্র্যাকটিস সেট পর্ব-৯:

Math Practice Set in Bengali Part-9 PDF Download-গণিত প্র্যাকটিস সেট পর্ব-৯
Math Practice Set in Bengali Part-9-গণিত প্র্যাকটিস সেট পর্ব-৯
নমস্কার বন্ধুরা,
গণিতের প্রস্তুতির জন্য আজ Math Practice Set in Bengali Part-9 PDF Download-গণিত প্র্যাকটিস সেট পর্ব-৯টি আপনাদের সকলের জন্য ফ্রীতে প্রদান করছি | এটিতে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মত অঙ্ক গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও রইলো | যেগুলি বিভিন্ন Competitive Exam যেমন ICDS,Fire Operators,NTPC,CGL,WBHRB সহ সমস্ত পরীক্ষার জন্য উপযোগী | তাই এই Math Practice Set Bengali পিডিএফটি সংগ্রহে রাখা আবশ্যক |

         সুতরাং Math Practice Set in Bengali Part-9 PDF Download-গণিত প্র্যাকটিস সেট পর্ব-৯ টি ডাউনলোড করে নিন এবং প্র্যাকটিস করতে থাকুন |

কিছু নমুনা গণিত::

1. একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত ৪: 5 এবং মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা 286 জন, যদি 22 জন ছাত্রী স্কুলে ভর্তি হয়, তাহলে ছেলে ও মেয়ের অনুপাত হবে -
a) 12:7 
b) 10:7 
c) ৪:7 
d) 4:3

2. একটি পার্টিতে পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যার অনুপাত 3 : 2। যদি 20 জন পুরুষ ঐ পার্টিতে যোগ দেয়, তাহলে অনুপাতটি 2: 3 হয়ে যায়, তাহলে পার্টিতে কতজন মহিলা আছে?
a) 36 
b) 32 
c) 24 
d) 16

3. কোনো দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে 5 টাকা বেশি আয় হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
a) 100 টাকা 
b) 105 টাকা
c) 50 টাকা
d) 110 টাকা

4. যদি 176 জন লোকের মোট আয় 80,800 টাকা হয়, ও একজনের আয় গড় আয়ের 120% হয়, তাহলে তার আয় হল -
a) 5050 টাকা 
b) 6060 টাকা
c) 6160 টাকা 
d) 6600 টাকা

5. কোন পরীক্ষায় কমল 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করল এবং ,মোহন 40% নম্বর পেয়ে পাশ নম্বর থেকে 35 নম্বর বেশী পেল। পরীক্ষায় পাশ নম্বর শতকরা কত?
a) 33% 
b) 40% 
c) 43% 
d) 47%

6. 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে তার পরিমাণ হবে
a) 3 লিটার 
b) 4 লিটার 
c) 5 লিটার 
d) 6 লিটার

7. প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা। ভাড়া 50% বাড়ানো হল, কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত?
a) 100 টাকা 
b) 130 টাকা 
c) 120 টাকা 
d) 150 টাকা

8. কিছু টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হয় 169 টাকা যখন সুদের হার 4%, আসল কত?
a) 156.25 টা
b) 150.25 টা
c) 165.70 টা
d) 170.15 টা

9. A ও B দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 ও 2:3। পাত্র দুটি থেকে কী অনুপাতে তরল মেশালে নতুন পাত্রটিতে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে?
a) 6:5 
b) 7:8 
c) ৪:5
d) 7:5

10. 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্লাটফর্ম 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্লাটফর্ম এর দৈর্ঘ্য কত?
a) 320 মিটার 
b) 650 মিটার
c) 350 মিটার 
d) 250 মিটার


File Details:
File Name: Math Practice Set Part-9 
File Format: PDF
No. of Pages: 4
File Size: 2.78 MB

3 comments:

  1. PLS,Math.problem so slove kore din.

    ReplyDelete
  2. 19 er math tar 3 ans h66e sir,ektu solve kre deben please.

    ReplyDelete

Dont Leave Any Spam Link