Breaking







Monday, April 17, 2023

সার্ক প্রশ্ন উত্তর PDF || SAARC GK in Bengali

সার্ক সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

সার্ক সম্পর্কিত জিকে || সার্কের বিভিন্ন সম্মেলন
SAARC সম্পর্কিত জিকে 
নমস্কার বন্ধুরা,
আজ সার্ক(SAARC) প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে সার্ক সম্পর্কে যাবতীয় তথ্য এবং প্রশ্ন উত্তর বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটি বিষয় হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন  আসে; যেমন:- সার্ক এর সদস্য দেশ কয়টি? সার্ক কবে গঠিত হয়? ইত্যাদি।

সার্ক সম্পর্কিত প্রশ্ন উত্তর


❏ সার্ক বা SAARC-এর পুরো কথা কী?
Ans:- South Asian Association for Regional Co-operation, যার বাংলা অর্থ- 'দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা'

❏ সার্কের ধারণা প্রথম কে দেন?
Ans:-১৯৭৯ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান

❏ কবে আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়?
Ans:-১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর

❏ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans:-নেপালের কাঠমান্ডুতে

❏ সার্কের সদর দপ্তর কবে এবং কে উদ্বোধন করেন?
Ans:-১৯৮৭ সালের ৭ই জানুয়ারী নেপালের প্রখ্যাত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব

❏ সার্কের উদ্দেশ্য কী?
Ans:-দক্ষিন এশিয়ার জনগনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে তাদের জীবনের মান উন্নয়ন ঘটানো

❏ সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
Ans:-বাংলাদেশের আবুল আহসান

❏ সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
Ans:-এইচ. এম. এরসাদ

❏ সার্কের সদস্য সংখ্যা কত এবং করা সার্কের সদস্য?
Ans:-সার্কের সদস্য সংখ্যা ৮ | তারা হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান

❏ সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি ?
Ans:-আফগানিস্তান (২০০৭ সালের ৩রা এপ্রিল)

❏ সার্কের পর্যবেক্ষক মর্যাদা প্রদান করা হয়েছে কোন কোন দেশ বা সংস্থাকে?
Ans:-চীন, জাপান,যুক্তরাষ্ট্র,দ.কোরিয়া, ইরান,মরিশাস, মিয়ানমার,অষ্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নকে

❏ সার্ক তার সদস্য দেশ গুলিকে কত গুলি ক্ষেত্রে সহযোগিতা করে?
Ans:-১৩টি ক্ষেত্রে

❏ বাংলাদেশে মোট কতবার সার্কের অধিবেশন বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
Ans:-মোট ৩ বার (১৯৮৫, ১৯৯৩ এবং ২০০৫)

❖সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ এবং তাদের অবস্থান

►কৃষিবিষয়ক কেন্দ্র➜ঢাকা, বাংলাদেশ
►আবহাওয়া গবেষণা কেন্দ্র➜ঢাকা, বাংলাদেশ
►যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্রকাঠমুন্ডু, নেপাল
►নথিপত্রকরণ কেন্দ্র➜নয়া দিল্লি, ভারত
►মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র➜ইসলামাবাদ, পাকিস্তান
►উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রমালদ্বীপ
►তথ্য কেন্দ্রনেপাল
►শক্তি কেন্দ্র➜পাকিস্তান
►দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র➜ভারত
►বন গবেষণা কেন্দ্র➜থিম্পু,ভুটান
►সাংস্কৃতিক কেন্দ্র➜কলম্বো,শ্রীলঙ্কা

সার্কের মহাসচিবগনের তালিকা 


নংমহাসচিবদেশসময়কাল
১.আবুল আহসানবাংলাদেশ   ১৬ জানুয়ারি, ১৯৮৫-
১৫ অক্টোবর, ১৯৮৯
২.কান্ত কিশোর ভার্গবভারত১৭ অক্টোবর, ১৯৮৯-
৩১ ডিসেম্বর, ১৯৯১
৩.ইব্রাহীম হুসাইন জাকীমালদ্বীপ১ জানুয়ারি, ১৯৯২-
৩১ ডিসেম্বর, ১৯৯৩
৪.যাদব কান্ত সিলওয়ালনেপাল১ জানুয়ারি, ১৯৯৪-
৩১ ডিসেম্বর, ১৯৯৫
৫.নাঈম ইউ. হাসানপাকিস্তান১ জানুয়ারি, ১৯৯৬-
৩১ ডিসেম্বর, ১৯৯৮
৬.নিহাল রডরিগোশ্রীলঙ্কা১ জানুয়ারি, ১৯৯৯-
 ১০ জানুয়ারি, ২০০২
৭.কিউ. এ. এম. এ. রহিমবাংলাদেশ১১ জানুয়ারি, ২০০২-
২৮ ফেব্রুয়ারি, ২০০৫
৮.লিয়নপো চেনকিয়াব দর্জিভুটান১ মার্চ, ২০০৫-
২৯ ফেব্রুয়ারি, ২০০৮
৯.শীল কান্ত শর্মাভারত১ মার্চ, ২০০৮-
২৮, ফেব্রুয়ারি, ২০১১
১০.ফাতিমা দিয়ানা সাঈদমালদ্বীপ১ মার্চ, ২০১১-
১১ মার্চ, ২০১২
১১.আহমেদ সেলিমমালদ্বীপ১২ মার্চ, ২০১২-
২৮ ফেব্রুয়ারি, ২০১৪
১২.অর্জুন বাহাদুর থাপানেপাল১ মার্চ ২০১৪
১৩.আমজাদ হোসেন সিয়ালপাকিস্তান১ মার্চ ২০১৭-
২৯শে ফেব্রুয়ারি, ২০২০
১৪.এসালা রোয়ান ওয়েরাকুনশ্রীলঙ্কা৩রা মার্চ ২০২০-বর্তমান

সার্কের বিভিন্ন সম্মেলন বা অধিবেশন 


নংস্থানতারিখ
১.ঢাকা৭-৮ ডিসেম্বর, ১৯৮৫
২.ব্যাঙ্গালোর১৬-১৭ নভেম্বর, ১৯৮৬
৩.কাঠমান্ডু২-৪ নভেম্বর, ১৯৮৭
৪.ইসলামাবাদ২৯-৩১ ডিসেম্বর, ১৯৮৮
৫.মালে২১-২৩ নভেম্বর, ১৯৯০
৬.কলম্বো২১ ডিসেম্বর, ১৯৯১
৭.ঢাকা১০-১১ এপ্রিল, ১৯৯৩
৮.নয়াদিল্লি২-৪ মে, ১৯৯৫
৯.মালে১২-১৪ মে, ১৯৯৭
১০.কলম্বো২৯-৩১ জুলাই, ১৯৯৮
১১.কাঠমান্ডু৪-৬ জানুয়ারি, ২০০২
১২.ইসলামাবাদ২-৬ জানুয়ারি, ২০০৪
১৩.ঢাকা১২-১৩ নভেম্বর, ২০০৫
১৪.নয়াদিল্লি৩-৪ এপ্রিল, ২০০৭
১৫.কলম্বো১-৩ আগস্ট, ২০০৮
১৬.থিম্পু২৮-২৯ এপ্রিল, ২০১০
১৭.আদ্দু১০-১১ নভেম্বর, ২০১১
১৮.কাঠমান্ডু২৬-২৭ নভেম্বর, ২০১৪
১৯.ইসলামাবাদ১৫-১৯ নভেম্বর ২০১৬
(কাশ্মীর হামলার কারণে বাতিলহয়)

সার্ক সম্পর্কিত তথ্য গুলি পিডিএফে আছে

File Details::
File Name: সার্ক জিকে
File Format: PDF
No.of Pages:4
File Size: 499 KB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link