Breaking







Sunday, April 16, 2023

জাতি সংঘ প্রশ্ন উত্তর PDF || United Nation GK in Bengali

জাতি সংঘ প্রশ্ন উত্তর PDF

United Nation GK in Bengali PDF
United Nation GK in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ জাতি সংঘ প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে জাতিসংঘ সম্পর্কিত যাবতীয় তথ্য বাংলা ভাষাতে উপস্থাপন করা হয়েছে। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রতিবারেই পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন:- জাতি সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতি সংঘের বর্তমান মহাসচিব কে? ইত্যাদি।

জাতি সংঘ সম্পর্কিত প্রশ্ন উত্তর

কিছু নমুনা::

  1. সন্মিলিত জাতিপুঞ্জ একটি আন্তর্জাতিক সংগঠন যার উদ্দেশ্য হল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।
  2. সন্মিলিত জাতিপুঞ্জের পুর্বসুরী সংস্থার নাম- জাতি সংঘ বা লিগ অফ নেশন্স। 
  3. সন্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল ২৪শে অক্টোবার, ১৯৪৫ সালে।
  4. প্রতিষ্ঠাকালে সদস্য ছিল- ৫১ টি রাষ্ট্র।
  5. বর্তমানে জাতিপুঞ্জে সদস্য সংখ্যা- ১৯৩ । 
  6. নবীনতম (১৯৩ তম) সদস্য রাষ্ট্র- দক্ষিণ সুদান, যোগ দেয় ২০১১ সালে ১৪ই জুলাই। 
  7. সন্মিলিত জাতিপুঞ্জের সদরদপ্তর- নিউ ইয়র্কে। 
  8. সন্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গ ছ'টি- ১)সাধারণ সভা, ২)নিরাপত্তা পরিষদ, ৩)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,৪) অছি পরিষদ, ৫)আন্তর্জাতিক আদালত এবং ৬) সচিবালয়। 
  9. সাধারণ সভা- প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভার সদস্য।
  10. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি, যথা- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স। এছাড়াও ১০ টি অস্থায়ী সদস্য থাকে। 
  11. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য ৫৪ টি রাষ্ট্র যারা সাধারণ সভা কর্তৃক ৩ বছরের জন্য নির্বাচিত হয়।
  12. অছি পরিষদের ভূমিকা শেষ হয়ে গেছে ১৯৯৪ সালে।
  13. আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। বিচারপতি আছেন ১৫ জন। তাদের মেয়াদ ৯ বছর করে। 
জাতি সংঘের সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে

File Details::
File Name: জাতি সংঘ
File Format: PDF
No. of Pages: 17
File Size: 3 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link