Breaking







Thursday, October 19, 2023

ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর PDF || Indian Economy Question Answer in Bengali

ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর pdf

Indian Economy SAQ in Bengali-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর
Indian Economy SAQ in Bengali-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর
হ্যালো বন্ধুরা,
আজ ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর pdf আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলি আগত সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ| WBCS, CGL, MTS, PSC, Bank, Police সহ যেকোনো পরীক্ষাতেই ভারতের অর্থনীতি থেকে প্রশ্ন আসে| তাই এই প্রশ্ন উত্তর গুলি পড়ে নিন এবং মুখস্থ করে নিন |

ভারতের অর্থনীতি প্রশ্ন-উত্তর

১। পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল?
১৯৬১-১৯৬৬

২। পশ্চাৎপদ অর্থনীতিতে আবর্তনশীল পরিকল্পনা প্রবর্তনের সুপারিশ কে করেছেন?
গুন্নার মাইদুয়াল

৩। বিশ্বব্যাক কত সাল থেকে কাজ শুরু করে?
জুন ১৯৪৬

৪। ম্যালথুসিয়াম তত্ত্ব কী সম্পর্কিত?
জনসংখ্যা

৫। ১৯৪৯ সালে প্রণীত ব্যাঙ্কিং কোম্পানি আইন বর্তমানে কী নামে পরিচিত?
Banking Regulating Act

৬। ১৯৭৫ সালে তলােয়ার কমিটি কী উদ্দেশ্যে নিযুক্ত হয়েছিল?
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির গ্রাহক পরিসেবার উৎকর্ষ বৃদ্ধির জন্য

৭। কত সালে রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়?
১লা জানুয়ারি,১৯৪৯

৮। টাকার বাজারে কমার্শিয়াল পেপার মার্কেট জন্ম নিয়েছে?
১৯৯০ সালে

৯। টাকার বাজারে ‘ডিপােজিট সার্টিফিকেট মার্কেট' কত সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রবর্তন করে?
১৯৮৯সালে

১০। ক্যালডরের পদ্ধতি ও এডগার ফীগ দ্বারা কী নির্ধারণ করা হয়?
কালাে টাকার পরিমাণ

১১। কত সালে সরকার টাকার বাজারে লগ্নীপত্রের উপর স্ট্যাম্প ডিউটি তুলে নিয়েছে ?
August, ১৯৮৯ সালে।

১২। CITU(Center of Trade Union) কত সালে তৈরি হয় ?
১৯৭০ সালে

১৩। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (FERA) কত সালে চালু হয়?
১৯৭৩সালে

১৪। কর্মচারী রাজ্যবিমা আইন কত সালে প্রণীত হয়?
➥১৯৪৮ সালে

১৫। “কমিটি অন ট্যাক্সেশন অব এগ্রিকালচারাল ওয়েলথ এন্ড ইনকাম' কার সভাপতিত্বে তৈরি হয়েছিল ?
কে.এন. রাজ

১৬। কবে থেকে সম্পত্তি কর তুলে দেওয়া হয়েছে ?
১লা এপ্রিল ১৯৮৫ সাল

১৭। চেলিয়া কমিটির কাজ কী ছিল?
কাঠামাের সংস্কার করা

১৮। কোন কমিটির সুপারিশে ভারত সরকার Agricultural Price Commission নিয়ােগ করে?
ঝা কমিটি

১৯। Lead Bank Scheme' কোন কমিটি সুপারিশ করে?
নরিম্যান কমিটি

২০। নীচের কোনটি রাজ্য কর?
(a) বহিঃশুল্ক (b) বিক্রয় কর
(c) অন্তঃশুল্ক   (d) ভ্যাট
উঃ (b) বিক্রয়কর

২১। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি (1997) কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
এস.এস.টাডাপােডে

২২। ভারতে ঘূর্ণায়মান পরিকল্পনা কে চালু করেন?
জনতা সরকার

২৩। প্রথম ফিসক্যাল কমিশনের সভাপতি কে ছিলেন?
স্যার ইব্রাহিম রহিমাতুল্লা

২৪। দাম বাড়ার জন্য cost push উপাদানগুলি কী কী?
উৎপাদন ও জোগানের পরিবর্তন

২৫। কোনটি ক্রমবর্ধমান শুষ্ক ?
আয়কর

২৬। দেশের উৎপাদনে বেশিরভাগটি ব্যবহৃত হয় –
প্রাইভেট কনসামসন

২৭। এগুলির মধ্যে কোনটি রাষ্ট্রের ধার হিসাবে গণ্য করা হয় ?
(a) Lorig term Government bonds
(b) NSC
(C) Life Insurance Policies
(d) PrcVident fund
উঃ (d) Provictlant fund

২৮। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটিকে সব সময় সাম্য রাখতে হয়?
Balance of Payment

২৯ | ডাঙ্কল ড্রাফট প্রথম পেশ করা হয়-
ডিসেম্বর, ১৯৯১

৩০। কোন দেশ থেকে ভারতে সবথেকে বেশি পণ্য আমদানি হয়?
চীন

৩১) মহাত্মা গান্ধির ছবি ও অশােক স্তম্ভের ছাপযুক্ত ৫০০ টাকার নোট কবে থেকে চালু হয়?
অক্টোবর ১৯৮৭

পরের পর্বটি শীঘ্রই আপলোড করা হবে | আর এই পর্বে কোনো রূপ পিডিএফ প্রদান করা হলো না কারণ প্রশ্ন সংখ্যা খুবই সীমিত 

2 comments:

  1. Corrency related question please upload

    ReplyDelete
  2. Sir , please upload PSC miscellaneous related gk topic like Bengal and Bengali, art and culture

    ReplyDelete

Dont Leave Any Spam Link