Breaking







Monday, March 4, 2024

পশ্চিমবঙ্গের নদ নদীর তালিকা PDF || কোন জেলা দিয়ে কোন নদী প্রবাহিত

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদী তালিকা PDF

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদীর অবস্থান PDF || District Wise Rivers List of West Bengal || West Bengal Geography in Bengali
পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদীর অবস্থান
নমস্কার বন্ধুরা,
আজ পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদীর তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন কোন নদী আছে সেই তথ্য রয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষাতে শ্চিমবঙ্গের সমস্ত জেলার বিভিন্ন নদীর তালিকা থেকে প্রশ্ন আসে। যেমন:- তিস্তা কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গঙ্গা নদী রয়েছে? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা

জেলানদ-নদী
দার্জিলিংতিস্তা, জলঢাকা, গিস,মেচি, নবুচ, মহানন্দা
জলপাইগুড়িতিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, কালজানি, সংকোষ, মুজনাই, করুনা, করলা, নেওড়া, মহানন্দা
কোচবিহারতিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা, কালিন্দী, সংকোষ, কালজানি
উত্তর দিনাজপুরমহানন্দা, কুলিক, আন্নাই, নাগর, গামর
দক্ষিন দিনাজপুরমহানন্দা, আত্রাই, পুনর্ভবা, অঙ্গন, টাঙ্গন
মালদাগঙ্গা, কালিন্দী, মহানন্দা, পাগল, হিরমতী, টাঙ্গন, নাগরা, পুনর্ভবা
মুর্শিদাবাদভাগীরথী, ভৈরব, জলঙ্গী, ময়ুরাক্ষী, দ্বারকা, পিয়ালমারা, ব্রাহ্মণী
বীরভুমবক্রেশ্বর, দ্বারকেশ্বর, ব্রাহ্মণী, ময়ুরাক্ষী, পাগলা, কুলা, শাল, হিংলা, অব্যয়, দ্বারকা
বর্ধমানভাগীরথী, বাঁকা, ব্রাহ্মণী, অজয়, দামোদর, বরাকর
নদিয়াইছামতি, চুর্নী, জলঙ্গী, ভাগীরথী, ভৈরব, মাথাভাঙ্গা
উত্তর ২৪ পরগনাইছামতি, যমুনা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল
দক্ষিন ২৪ পরগনামাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, গোসাবা, হাঁড়িভাঙ্গা, কালিন্দী, রায়মঙ্গল
হুগলিদামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, হুগলি, সরস্বতী, কুন্তি, বেহুলা
বাঁকুড়াদামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, গন্ধেশ্বরী, শিলাবতী
পুরুলিয়াদ্বারকেশ্বর, কংসাবতী, দুধভরিয়া, ঢাকা,কুমারী, দামোদর, কুবরু, হনুমতী
পূর্ব মেদিনীপুররূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, ধালডেল, দ্বারকেশ্বর, রসুলপুর
পশ্চিম মেদিনীপুরসুবর্ণরেখা, দ্বারকেশ্বর, শিলাই, কাঁসাই
হাওড়াহুগলি, রূপনারায়ণ, দামোদর
কলকাতাহুগলি

নদ-নদীর তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: পশ্চিমবঙ্গের নদ-নদী
File Format: PDF
No. of Pages:2
File Size:579 KB

Click Here to Download 

5 comments:

  1. বর্ধমান এর নদী অজয় এর পরিবর্তে অব্যয় ছাপা হয়েছে।

    ReplyDelete
  2. শেষে 'পাই' দিয়ে নদীর নাম কি কি হতে পারে?

    ReplyDelete
  3. Apnader Ayojon gulo satyi khub valo ,a lot of thanks

    ReplyDelete

Dont Leave Any Spam Link