Breaking







Friday, April 5, 2019

Statement and Conclusion Reasoning in Bengali PDF-বিবৃতি ও সিদ্ধান্ত

Statement and Conclusion Reasoning in Bengali PDF-বিবৃতি ও সিদ্ধান্ত 

Statement and Conclusion Reasoning in Bengali PDF
Statement and Conclusion Reasoning in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ  শেয়ার করছি Statement and Conclusion Reasoning in Bengali PDF-এর পর্ব-২| এর আগে আমরা  বিবৃতি ও সিদ্ধান্ত রিজনিং এর পর্ব-১ প্রকাশ করেছি | বিভিন্ন Competitive Exam বিশেষত Railway Group Dতে 
Statement and Conclusion বা বিবৃতি ও সিদ্ধান্ত Reasoning থেকে প্রশ্ন এসেই থাকে |

           তাই সময় নষ্ট না করে Statement and Conclusion Reasoning in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারা অব্যাহত রাখুন |


নমুনা:

1.প্রশ্ন:
L,M,N,O এবং P কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে | L এর ডানদিকে কে দাঁড়িয়ে আছে?

বিবৃতি:
ক. L এর পাশে দাঁড়িয়ে আছে P এবং M
খ. O দাঁড়িয়ে আছে P এর ডানদিকে 
গ. O দাঁড়িয়ে আছে N এর বাঁদিকে 

উত্তর::
a)বিবৃতি গুলি যথেষ্ট নয় 
b)বিবৃতি ‘ক’ এবং ‘খ’ যথেষ্ট নয় 
c)বিবৃতি ‘ক’ একা যথেষ্ট 
d)বিবৃতি ‘ক’ ও ‘খ’ একসাথে যথেষ্ট 


2.বক্তব্য:
সব G হলো I
কিছু I হলো D
সব D হলো T

সিদ্ধাম্ত:
ক. অন্তত কিছু T হলো I 
খ. সব T গুলির G হবার একটি সম্ভবনা রয়েছে 

উত্তর:
a)শুধুমাত্র ‘ক’ সিদ্ধান্ত অনুসরণ করে 
b)‘ক’ এবং ‘খ’ উভয় সিদ্ধান্তই অনুসরন করে 
c)‘ক’ অথবা ‘খ’ কোনটিই অনুসরণ করে না 
d)হয় সিদ্ধান্ত ‘ক’ অথবা ‘খ’ অনুসরণ করে 

3.বিবৃতি::
ক. জলের pH মান হল ৭,যারফলে এটি হল প্রশমিত 
খ. সমস্ত প্রশমিত পদার্থ নীল্ লিটমাসকে লাল করে দেয় 

সিদ্ধান্ত:
a)‘ক’ মিথ্যা ‘খ’ সত্য 
b)‘ক’ সত্য ‘খ’ মিথ্যা 
c)‘ক’ এবং ‘খ’ উভয়ই সত্য 
d)উভয়ই মিথ্যা 

4.প্রশ্ন: 
N,R এবং S এর মধ্যে কে সারির সুদুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে?

বিবৃতি::
ক. S মাঝখানে এবং N কাউন্টারে দাঁড়িয়ে আছে 
খ. N এবং R এর চেয়ে S-এর বয়স বেশি 

উত্তর::
a)বিবৃতি ‘ক’ এবং ‘খ’ একসঙ্গে যথেষ্ট 
b)বিবৃতি ‘ক’ এককভাবে যথেষ্ট 
c)বিবৃতি ‘খ’ এককভাবে যথেষ্ট 
d)বিবৃতি ‘ক’ এবং ‘খ’ একসঙ্গে অপর্যাপ্ত 

5.বিবৃতি:: (বাক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো)
ক. বাক্সে কিছু নীল্,হলুদ আর সাদা ঘনক আছে 
খ. নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুন এবং সাদা ঘনকের পরিমান হলো ১২ 

সিদ্ধান্ত::
a)শুধুমাত্র ‘ক’ যথেষ্ট 
b)উভয় ‘ক’ এবং ‘খ’ যথেষ্ট নয় 
c)হয় ‘ক’ অথবা ‘খ’ যথেষ্ট
d)শুধুমাত্র ‘খ’ যথেষ্ট

File Details:
File Name: Statement & Conclusion Reasoning P-2
File Format: PDF
File Size: 2.16 Mb


20 comments:

  1. Thank for daily updated question and answer

    ReplyDelete
  2. পর্ব 3টা কবে পাবো????

    ReplyDelete
  3. পর্ব 3টা কবে পাবো????

    ReplyDelete
  4. পর্ব 3টা কবে পাবো????

    ReplyDelete
  5. Synonym & antonym r question a 4 ti aki parts of speech thakle ki korbo PDF din

    ReplyDelete
  6. Voice change o narration change r PDF din

    ReplyDelete
  7. Apnar video gulo amr kub valo lage thanks carry on

    ReplyDelete
  8. Data entry operator er jonno previous qestion answer ta pele khub valo hoto

    ReplyDelete
  9. Reasoning r mental abilityr tricks and solutiongulo pele khub valo hoto

    ReplyDelete
  10. RPF bangla practice set din plz

    ReplyDelete

Dont Leave Any Spam Link