Breaking







Wednesday, May 1, 2019

Bengali Current Affairs: April 2019 Full Month PDF

Bengali Current Affairs: April 2019 Full Month PDF

Bengali Current Affairs April 2019 Full Month PDF
Bengali Current Affairs April 2019 Full Month PDF
হ্যালো বন্ধুরা,
আজ শেয়ার করছি Bengali Current Affairs: April 2019 Full Month PDF,কারণ আগত যেকোনো Competitive Exam-এ এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন আসতে পারে আশা করা যায় | তাই April 2019-এর Bengali Current Affairs পিডিএফটি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন |

                 তাই দেরী না করে Bengali Current Affairs: April 2019 Full Month PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকুন |

কিছু নমুনা::

১লা এপ্রিল ২০১৯
1.ভেনিজুয়েলাতে হেলিকপ্টার ট্রেনিং সেন্টার খুললো রাশিয়া 
2.নির্বাচনে প্রথমবার অন্ধদের জন্য ব্রেইল-ব্যালট পেপার ব্যবহার করবে মেঘালয়
3.আসাম প্রথমবার ভোটারদের জন্য “সংকল্প” মোবাইল অ্যাপ লঞ্চ করবে 
4.Miami Open 2019 title জিতলো Roger Federer
5.স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন Zuzana Caputova
6.ICICI Securities-এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন বিজয় চন্দক
7.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(ICC) CEO হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন Manu Sawhney
8.ভারতকে হারিয়ে Azlan Shah Hockey Cup জিতলো দক্ষিন কোরিয়া 
9.উড়িষ্যা তার ৮৪তম প্রতিষ্ঠা দিবস পালন করলো ১লা এপ্রিল ২০১৯, এবং এই দিনটি “উত্কল দিবস” হিসাবেও পরিচিত 
10.‘Woman CEO Of The Year’ অ্যাওয়ার্ড পেলেন Alice G. Vaidyan
২রা এপ্রিল ২০১৯
1.World Autism Awareness Day পালন করা হয় ২রা এপ্রিল,এবারে থিম ছিল “Assistive Technologies, Active Participation”
2.চীন লঞ্চ করলো ‘Tianlian II-01’-নামে 2nd Generational Data Relay স্যাটেলাইট
3.Google India-এর প্রধান রঞ্জন আনন্দন পদত্যাগ করলেন 
4.12th Asian Airgun Championships-এ ভারত মোট ২৫টি পদক জিতেছে যারমধ্যে ১৬টি সোনার,৫টি রুপোর এবং ৪টি ব্রোঞ্জের 
5.ভারতের প্রতিরক্ষা স্যাটেলাইট ‘EMISAT’ সফলভাবে লঞ্চ করা হলো ISRO-এর দ্বারা 
6.Bahrain Grand Prix 2019 শিরোপা জিতলো Lewis Hamilton
7.প্রথম ভারতীয় পুরুষ স্কোয়াস খেলোয়াড় হিসাবে latest PSA world rankings-এর শীর্ষ ১০জনের তালিকায় স্থান পেল সৌরভ ঘোষাল 
8.অর্থ মন্ত্রালয় মার্চ মাসে ১.০৬ লক্ষ কোটি টাকা GST সংগ্রহ করেছে 
9.তামিল সিনেমা ডিরেক্টর J. Mahendran মারা গেলেন 
10.Eicher Motors Ltd. বিনোদ কুমার দেশারীকে Royal Enfield-এর MD এবং CEO পদে নিযুক্ত করলো 
৩রা এপ্রিল ২০১৯
1.গুগল তার Google+ প্লাটফর্মটিকে অফিসিয়ালী ২রা এপ্রিল বন্ধ করে দিলো 
2.দক্ষিন উড়িষ্যার কন্ধমাল হলদি GI ট্যাগ পেল 
3.‘John Dirks Canada Gairdner Global Health Award’ পেলেন বিক্রম প্যাটেল 
4.ভারতীয় বই প্রকাশন কোম্পানি Garuda Prakashan লঞ্চ করলো ‘Modi Again’ এবং ‘Saffron Swords’ শিরোনামে দুটি বই 
5.বিশ্বে প্রথম রাষ্ট্রীয় 5G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে দক্ষিন কোরিয়া 
6.আলজেরিয়ার রাষ্ট্রপতি Abdelaziz Bouteflika পদত্যাগ করলেন 
7.ভুল খবর প্রচার বন্ধের জন্য Whatsapp লঞ্চ করলো 'Checkpoint Tipline'
8.LIC-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন বিপিন আনন্দ
9.উড়িষ্যার প্রখ্যাত নাট্যকার কার্তিক রথ মারা গেলেন 
10.লে-লাদাখে সিন্ধু নদীর উপর ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্মিত “মৈত্রী ব্রিজ” জনসাধারণের জন্য উন্মুক্ত করা হল
৪ঠা এপ্রিল ২০১৯
1.নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Zayed Medal’ দ্বারা সম্মানিত করলো সংযুক্ত আরব আমিরাত(UAE)
2.International Mine Awareness Day পালন করা হয় ৪ঠা এপ্রিল,এবারের থিম ছিল "United Nations Promotes SDGs – Safe Ground – Safe Home"
3.চিকাগোর প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা মেয়র হিসাবে নির্বাচিত হলেন Ms.Lori Lightfoot
4.বিমান ফ্লাইটে ইন্টারনেট ও মোবাইল পরিসেবা প্রদানের জন্য BSNL লাইসেন্স পেল 
5.Bank of Maharashtra-তে ২০৫ কোটি টাকা বিনিয়োগ করলো সরকার 
6.রাজস্থান হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন মোহাম্মদ রফিক 
7.ভারতের প্রথম প্রফেশনাল খো-খো লীগ ‘Ultimate Kho-Kho’ লঞ্চ করা হল 
8.২০১৯ জুলাই মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামরিক অনুশীলন “Exercise — Western Shield,” পরিচালনা করবে বলে ঘোষণা করলো শ্রীলংকা 
9.ভারতে অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত 
10.ভারত NuGen Mobility summit 2019 আয়োজন করবে নভেম্বর মাসে
৫ই এপ্রিল ২০১৯
1.National Maritime Day পালন করা হয় ৫ই এপ্রিল, এবারের থিম ছিল “Indian Ocean-An Ocean of opportunity”.
2.রিপাবলিক অফ ক্যামেরুন-এ ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন রাকেশ মালহোত্রা 
3.প্রাক্তন বলিয়ুড অভিনেত্রী ময়ূরী কঙ্গো Google India-এর Industry Head হিসাবে নিযুক্ত হলেন 
4.ভারত এবং ইতালির মধ্যে 7th Foreign Office Consultations অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে 
5.জম্মু-কাশ্মীরের নির্বাচন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হবেন Femina Miss India 2017-এর রানার আপ Sana Dua
6.লন্ডনের ইউনিভার্সিটি অফ ল থেকে Philanthropy-তে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন শাহ রুখ খান 
7.Latest FIFA Rankings-এ ভারতীয় ফুটবল দলের র্যা ঙ্ক ১০১তম 
8.Kotak Mahindra Bank এবার থেকে UPI ট্রানসাকশানের জন্য টাকা নেবে 
9.পদ্মশ্রী প্রাপক অর্থনীতিবিদ বিহারীদাস গোপালদাস প্যাটেল মারা গেলেন ৭৯ বছর বয়সে,যিনি ‘Father of
Entrepreneurship Movement’ হিসাবে পরিচিত 
10.মনিপুরের ফায়েং গ্রামকে ভারতের প্রথম carbon-positive settlement হিসাবে চিহ্নিত করা হল
৬ই এপ্রিল ২০১৯
1.ওয়ার্ল্ড ব্যাঙ্ক-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন David Malpass
2.প্রথম ভারতীয় হিসাবে FIFA Executive Council-এর সদস্য হলেন প্রফুল প্যাটেল 
3.Hashemite Kingdom of Jordan-এ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন Anwar Haleem
4.সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন T. B. N. Radhakrishnan
5.বিচারপতি প্রদীপ নন্দ্রজগ বোম্বে হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন
6.বলিযুড অভিনেতা করণ জোহর সিঙ্গাপুরে তার মোমের মূর্তি উন্মোচন করলেন 
7.জম্মু-কাশ্মীরের রাজউরি জেলায় প্রবীণদের ভোট দেয়ার লক্ষ্যে ‘Sahulat’-নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে
8.ভারতীয় জ্যোতিষী ডাঃ সোহিনী শাস্ত্রীকে ‘‘D. Litt’ সম্মান প্রদান করলো ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি 
9.পাকিস্তানী ক্রিকেটার সাহিদ আফ্রিদির বায়োগ্রাফি ‘Game Changer’ লঞ্চ হবে ৩০শে এপ্রিল এবং এই বইটা লিখছেন Wajahat Saeed Khan
10.FIFA world football rankings-এ প্রথম স্থানে আছে বেলজিয়াম
৭ই এপ্রিল ২০১৯
1.বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় ৭ই এপ্রিল ,এবারের থিম ছিল ‘Universal Health Coverage: Everyone, Everywhere’.
2.অশ্লীল ভিডিওর জন্য মাদ্রাজ হাইকোর্ট ব্যান করলো TikTok মোবাইল অ্যাপ 
3.৬টি নতুন মাকড়শা প্রজাতির সন্ধান পাওয়া গেল কেরালায় 
4.এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি হিসাবে মনোনীত হলেন শেখ সলমন 
5.Lakshmi Vilas Bank, Indiabulls Housing Finance-এর সাথে একত্রিত(Merge) হলো 
6.মরক্ক-যুক্তরাষ্ট্র যৌথ সেনা অনুশীলন "AFRICAN LION 2019" শেষ হলো
7.‘Global Slag Company of the Year’ অ্যাওয়ার্ড পেল Tata Steel কোম্পানী 
8.তামিলনাড়ু Chennai Central Railway Station-এর নাম পরিবর্তন করে রাখল Puratchi Thalaivar Dr MGR Central Railway Station
9.Ghana Junior & Cadet Open-এ ভারত ৭টি সোনা,৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জের পদক জিতলো 
10.Malaysia Open 2019 জিতলেন Lin Dan এবং Tai Tzu Ying
৮ই এপ্রিল ২০১৯
1.National Handloom Week পালন করা হচ্ছে ৭ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল ২০১৯ 
2.নাগাল্যান্ড কোহিমা যুদ্ধের ৭৫তম বার্ষিকী পালন করলো 
3.ESPN India Multi-Sport Awards 2018-তে পিভি সিন্ধু এবং নিরাজ চোপড়া ‘স্পোর্টস পারসন অফ দ্যা ইয়ার’শিরোপা পেলেন 
4.ক্ষুদ্র বিক্রেতাদের জন্য ‘Amazon Wings’ নামে একটি প্লাটফর্ম লঞ্চ করলো Amazon India 
5.Army Commanders’ Conference অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে 
6.নোবেলজয়ী বায়োলজিস্ট Sydney Brenner মারা গেলেন ৯২ বছর বয়সে 
7.জম্মু-কাশ্মীর থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে IPL খেলছে Rasikh Salam Dar
8.Presidential Award of Maharshi Badrayan Vyas Samman 2019 পেলেন ড. জ্ঞানাদিত্য সাক্ষ্য 
9.৩দিন ব্যাপী National Cardiology Conference অনুষ্ঠিত হলো লক্ষ্ণৌতে,এবং এটির উদ্বোধন করেছিলেন উপরাষ্ট্রপতি ভেন্খাইয়া নাইডু 
10.ভারতীয় সেনাবাহিনীতে প্রথম স্বদেশী দীর্ঘ-দৈর্ঘ্য আর্টিলারি বন্দুক(artillery gun) ‘ধনুশ’ অন্তর্ভুক্ত করা হয়েছে
৯ই এপ্রিল ২০১৯
1.ভারতে প্রথম গুয়াহাটি রেলওয়ে স্টেশন ISO সার্টিফিকেট পেতে চলেছে 
2.পুদুচেরীর নির্বাচন বিভাগ লঞ্চ করলো  DEO Puducherry app
3.ভারতীয় সাঁতারু Kushagra Rawat ,২০২০ অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলো 
4.ভারত-সিঙ্গাপুর যৌথ সেনা অনুশীলন ‘Bold Kurukshetra–2019’ শুরু হল ঝাঁসিতে
5.প্রায় পাঁচ হাজার নাগা কনিয়াক মহিলা নাচ নাগাল্যান্ডে গিনিস রেকর্ড করেছে
6.দুই ভারতীয় নৌসেনা জাহাজ INS 'Kolkata' এবং 'Shakti'  চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উপলক্ষে অংশ নেবে 
7.Iran force-কে বিদেশী সন্ত্রাসবাদী সংস্থা হিসাবে ঘোষণা করলো যুক্তরাষ্ট্র 
8.Central Reserve Police Force(CRPF) ৫৪তম Valour Day পালন করলো 
9.ভারত-শ্রীলংকা যৌথ সেনা অনুশীলন ‘মিত্র শক্তি VI’ শেষ হলো 
10.UK বিশ্বে প্রথম online safety regulations চালু করলো
১০ই এপ্রিল ২০১৯
1.রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শহীদ পরিবারদের জন্য লঞ্চ করলেন ‘CRPF বীর পরিবার’ অ্যাপ 
2.Google প্রথম অস্ট্রেলিয়াতে ড্রোন ডেলিভারি সার্ভিস লঞ্চ করলো 
3.‘Wisden Almanack's 'Leading Cricketer of the Year’ শিরোপা পেলেন বিরাট কোহলী
4.Dream11 হলো ভারতের প্রথম বিলিয়ন-ডলার গেমিং স্টার্টআপ
5.World Homoeopathy Day পালন করা হয় ১০ই এপ্রিল 
6.17th MENA World Economic Forum অনুষ্ঠিত হলো জর্ডানে 
7.আলজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হলেন Abdelkader Bensalah
8.Canara Bank-এর  MD এবং CEO পদে নিযুক্ত হলেন R. A. Sankara Narayanan
9.Shot Putter মানপ্রিত কাউরকে চার বছরের জন্য ব্যান করা হলো 
10.কেরালার প্রাক্তন অর্থমন্ত্রী  K. M. Mani মারা গেলেন ৮৬ বছর বয়সে

➪এইভাবেই সম্পূর্ণ ২০১৯ এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এই পিডিএফে দেওয়া হলো 

File Details:
File Name: April 2019 CA
File Format: PDF
No.of Pages: 13
File Size: 2.55 MB

16 comments:

  1. নমস্কার স্যার, আপনার দেওয়া প্রতিটি পিডিএফ সত্যি আমাদের খুবই উপকারে লাগছে। তাছাড়া আজকের দিনে যেখানে নিজেদের স্বার্থে পিডিএফ বিক্রি করতে ব্যস্ত , সেখানে আমাদের মতো মধ্যবিত্ত প্রতিযোগিদের কথা মাথায় রেখে অবিশ্রান্ত নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। যেটা কখনো ভাবা যায়না! ধন্যবাদ দিয়ে আপনার পরিকল্পনা, পরিশ্রমের যথার্থতার সার্থকতা প্রকাশ করা সম্ভব নয়। যাইহোক এভাবেই আমাদের জন্য প্রয়াস অব্যাহত রাখুন - এই আশা রাখি যাতে আগামি দিনে সফলতা অর্জন পারি ------ ধন্যবাদ ।।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকেও এত সুন্দর একটি মন্তব্য করার জন্য .....আর আমরা অবশ্যই আপনাদের জন্য কাজ করে যাবো ,,,,আপনাদের উত্সাহ আমদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে...তাই পাশে থাকবেন

      Delete
  2. sir, your each and every pdf valuable to us. very nice . thank you

    ReplyDelete
  3. সব ভালো কিন্তু কোনো একদিন মিস করে গেলে ডেইলি আপডেট পাওয়া যায় না নেক্সট দিন, এটা ঠিক না। হতেই পারে কাজের ফাঁকে একদিন ভুলে গেছি বা মাথা থেকে বেরিয়ে গেছে তাই বলে সেই নেক্সট দিন আর পাব না কিছুতেই সেটা ঠিক না । ☹️

    ReplyDelete
  4. Dhonnyobad sir.Apnar eto sundar prochesta amader safolya arjon er pothe birat ek prapti.Sobsamoy pashe achi. Safolyer mukh dekhei apnar ei mahot chesta k somman janabo. Osonkhyo Dhonnyobad .

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকেও.......

      Delete
  5. Thanks you sir for your help.i apreseat that this pdf are very helpful for me.i am daily reading your pdf.your pdf is very interesting question .you are genious .I am very glad to you that your pdf is good thing.

    ReplyDelete
  6. Sir please give me. A Indian economy book Bengali version pdf

    ReplyDelete
  7. Sir please give me west bengal government latest minister list pdf

    ReplyDelete
  8. Osomvob sundr page . dhonnobad sir

    ReplyDelete
  9. Thank you guys for providing such valuable PDF
    Free of cost
    Thank You so much..

    ReplyDelete
  10. সত্যি আপনি খুব ভালো কাজ করছেন। sir

    ReplyDelete

Dont Leave Any Spam Link