Breaking







Thursday, May 2, 2019

Indian Geography MCQ in Bengali PDF-ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

Indian Geography MCQ in Bengali PDF-ভারতের ভূগোল প্রশ্ন উত্তর 

Indian Geography MCQ in Bengali PDF-ভারতের ভূগোল প্রশ্ন উত্তর
Indian Geography MCQ in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
Indian Geography MCQ in Bengali PDFটি আপনাকে যেকোনো Competitive বা চাকরির পরীক্ষায় বিশেষ  সাহায্য করবে | কারণ WBCS,SLST,SSC,PSC প্রভৃতি পরীক্ষায় ভারতের ভূগোল থেকে বেশ ভালো রকমই প্রশ্ন এসে থাকে | ভারতের ভূগোল সম্পর্কে অবহিত হতে এই পিডিএফটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে আশা রাখি |

            So, Indian Geography MCQ in Bengali PDF-ভারতের ভূগোল প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন এবং পড়তে থাকুন |

কিছু নমুনা প্রশ্ন-উত্তর::

1.ভারতের বৃহত্তম হ্রদ হল-
[a] উলার
[b] ডাল
[c] কোলেরু
[d] চিল্কা

2.ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল-
[a] মাউন্ট এভারেস্ট
[b] K2
[c] কাঞ্চনজঙ্ঘা
[d] নাঙ্গা পর্বত 

3.কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত-
[a] জাস্কর ও লাদাখ
[b] কারাকোরাম ও লাদাখ
[c] সান্দাকফু ও নাঙ্গা 
[d] পিরপাঞ্জাল ও জাস্কর 

4.দক্ষিন ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়?
[a] তামিলনাড়ু উপকূলকে
[b] মহারাষ্ট্র উপকূলকে
[c] মালাবার উপকূলকে
[d] কোঙ্কন উপকূলকে

5.আঁধি দেখা যায়-
[a] রাজস্থানে
[b] গুজরাটে
[c] উত্তরপ্রদেশে
[d] কর্নাটকে

6.পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান-
[a] অসমের মৌসিনরাম
[b] মনিপুরের মৌসিনরাম
[c] হিমাচল প্রদেশের মৌসিনরাম 
[d] মেঘালয়ের মৌসিনরাম 

7.ভারত সরকারের মৃত্তিকা গবেষনাগার অবস্থিত-
[a] দেরাদুনে 
[b] কটকে
[c] নাসিকে 
[d] কলকাতায় 

8.ভারতের একটি স্থানীয় বায়ু হল-
[a] মৌসুমী বায়ু 
[b] লু
[c] আশ্বিনের ঝড় 
[d] টাইফুন 

9.উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরানো পলিমাটিকে বলে-
[a] খাদার
[b] ভুর
[c] ভাঙ্গর 
[d] লেগুন 

10.ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো-
[a] পশ্চিম যমুনা খাল 
[b] সারদা খাল 
[c] ইডেন খাল 
[d] হুগলী খাল 


File Details:
File Name: Indian Geography MCQ
File Format: PDF
File Size: 3.52 MB
No.of Pages: 9


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link