Breaking







Monday, January 15, 2024

Life Science MCQ in Bengali Part-5 PDF || জীবন বিজ্ঞান

Life Science MCQ in Bengali PDF

Life Science MCQ in Bengali PDF
Life Science MCQ in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ Life Science MCQ in Bengali Part-5 PDFটি দিচ্ছি, যেটিতে জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি বাংলায় দেওয়া হয়েছে। যারা বিভিন্ন সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষায় অংশ গ্রহণ করেন, তারা এগুলি একবার চোখ বুলিয়ে রাখতে পারেন।

Life Science MCQ in Bengali

1. কোন্ কলায় রক্তবাহ থাকে না?  
(a) যােগকলা
(b) আবরণী কলা 
(e) পেশিকলা 
(d) স্নায়ুকলা 

2.লালাগ্রন্থিতে কোন্ আবরণী কলা থাকে?
(a) আঁইশাকার আবরণী কলা 
(b) ঘনকাকার আবরণী কলা 
(c) স্তম্ভকার আবরণী কলা।
(d) সিলিয়াযুক্ত আবরণী কলা 

3. আবরণী কলার কার্য হল—
(a) প্রতিরক্ষা 
(b) রেচন 
(c) শােষণ
(d) সবগুলিই 

4. মূলে কোন্ ধরনের নালিকা বান্ডিল দেখা যায় ?
(a) অরীয় 
(b) সমপর্শীয় 
(c) সমদ্বিপার্শ্বীয় 
(d) কেন্দ্রীয় 

5. কাণ্ডের জাইলেমের প্রকৃতি হল—
(a) এন্ডার্ক
(b) এক্সার্ক 
(c) মেসার্ক
(d) কোনােটিই নয় 

6. পেশিকোশের সংকোচন-প্রসারণে সাহায্যকারী প্রােটিন হল-
(a) অ্যাকটিন ও মায়ােসিন 
(b) অ্যাকটিন ও হিমােগ্লাবিন 
(C) মায়ােসিন ও হিস্টোন
(d) ট্রপােনিন ও ট্রপােমায়ােসিন 

7. উদ্ভিদকোশে অনুপস্থিত অঙ্গাণু হল—
(a) মাইটোকনড্রিয়া 
(b) গলগিবস্তু
(c) সেন্ট্রোজোম 
(d) নিউক্লিয়াস 

8. ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরে সাহায্য করে-
(a) রাইবােজোম 
(b) লাইসােজোম 
(c) গলগিবস্তু
(d) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম 

9. কোন্ কোন্ কোশীয় অঙ্গাণুতে রাইবোেজাম থাকে?  
(a) ক্লোরােপ্লাস্ট 
(b) মাইটোকনড্রিয়া | 
(c) নিউক্লিয়াস 
(d) সবগুলিই 

10. পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে—  
(a) মাইটোকনড্রিয়া 
(b) গলগিবস্তু 
(c) রাইবােজোম 
(d) ক্লোরোপ্লাস্ট

11. রক্তের প্রতিরক্ষা প্রদানকারী প্রােটিন —
(a) অ্যালবুমিন 
(b) গ্লোবিউলিন  
(c) প্রােথ্রম্বিন 
(d) ফ্রাইব্রিনােজেন

12. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা-
(a) 10 লক্ষ  
(b) 20 লক্ষ 
(c) 30 লক্ষ 
(d) 1 লক্ষ 

13. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ-
(a) ৪ লিটার 
(b) 5 লিটার।
(c) 6 লিটার 
(d) 4 লিটার 

14.লসিকায় কোন্ শ্বেত রক্তকণিকা থাকে? 
(a) নিউট্রোফিল 
(b) লিম্ফোসাইট
(c) মনােসাইট
(d) ইয়ােসিনােফিল 

15. মানবদেহের সবথেকে কঠিন বস্তু কোনটি?
(a) এনামেল
(b) ডেন্টাইন
(c) অস্থি
(d) তরুণাস্থি 

16. কোন্ রেশমমথের পােষক-উদ্ভিদ শাল ও কুল? 
(a) তুঁতজাত
(b) তসর
(C) মুগ
(d) এরি 

17. আমেরিকান পােলট্রি ব্রিড হল-
(a) লেগহর্ন 
(b) অরপিংটন 
(c): ব্রামা
(d) রােড আইল্যান্ড রেড়

18. সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ হল— 
(a) স্ট্রিকনিন 
(b) রেসারপিন  
(c) ডাটুরিন
(d) কুইনাইন 

19. রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়?
(a) কাণ্ড 
(b) মূল
(c) পাতা
(d) ফুল 

20. মরফিনের উৎস হল-
(a) আফিং গাছের কাঁচা ফলের ত্বক
(b) কুচিলা গাছের বীজ
(c) সিঙ্কোনার ছাল
(d) সর্পগন্ধার মূল 

21. মানুষের মূত্রে উপস্থিত প্রধান রেচন পদার্থ হল— 
(a) ইউরিয়া
(b) অ্যামােনিয়া 
(c) ইউরিক অ্যাসিড 
(d) কার্বন ডাইঅক্সাইড 

22. মানবদেহের ভারসাম্য রক্ষা করে-
(a) গুরুমস্তিষ্ক 
(b) মধ্যমস্তিষ্ক
(c) লঘুমস্তিষ্ক 
(d) সুষুম্নাকাণ্ড 

23. মােচার ন্যায় খােলক কোন্ প্রাণীর বৈশিষ্ট্য? 
(a) স্থল শামুক 
(b) স্পঞ্জ 
(c) হাইড্রা
(d) তারামাছ 

24. নালিকাতন্ত্র কোন্ প্রাণীর বৈশিষ্ট্য? 
(a) হাইড্রা
(b) প্রজাপতি 
(c) স্পঞ্জ
(d) তারামাছ 

25. টিউবফিট কোন্ প্রাণীর গমনাঙ্গ ?
(a) আরশােলা 
(b) স্পঞ্জ 
(c) তারামাছ 
(d) স্থলশামুক

26. মানুষের পৌষ্টিকনালির দৈর্ঘ্য কত? 
(a) 3 মিটার 
(b) ৪-10 মিটার 
(c) 20 মিটার
(d) 15-25 মিটার 

27. মানুষের ক্ষুদ্রান্ত্রের মধ্য অংশ হল — 
(a) ইলিয়াম 
(b) জেজুনাম
(c) ডিয়ােডেনাম 
(d) কোনােটিই নয় 

28. লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল -
(a) 12 দিন 
(b) 18 দিন
(c) 120 দিন 
(d) 40 দিন 

29. কোন্ খাদ্য শক্তির চাহিদা মেটায়?
(a) শর্করা
(b) প্রােটিন 
(c) ফ্যাট
(d) সবগুলি

30. মানুযের পৌষ্টিকতন্ত্রের কোন্ অংশে খাদ্যের পরিপাক বা শােষণ হয় না? 
(a) গ্রাসনালি 
(b) পাকস্থলী 
(c) ক্ষুদ্রান্ত্র
(d) বৃহদন্ত্র 

31. কোন্ উৎসেচক রােগজীবাণু ধ্বংস করে? 
(a) লাইপেজ 
(b) টায়ালিন 
(c) লাইসােজাইম 
(d) পেপসিন 

32. প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন -
(a) 200–250 gm 
(b) 300-350 gm।
(c) 500 gm 
(d) 750 gm 

33. মানবশিশুর অস্থায়ী দাঁতের সংখ্যা -
(a) 20
(b) 32 
(c) 28
(d) 24 

34. উদ্ভিদের সর্বাধিক বাপমােচন হয়-
(a) পত্ররন্ধ্র দ্বারা 
(b) কাণ্ডর দ্বারা 
(c) কিউটিকল দ্বারা 
(d) কোনােটিই নয় 

35. রুই মাছের আঁশের নাম হল-
(a) টিনয়েড 
(b) গ্যানয়েড
(c) সাইক্লয়েড 
(d) গ্ল্যাকয়েড 

36. হাঙরের আঁশের নাম হল-
(a) টিনয়েড 
(b) গ্যানয়েড
(c) সাইক্লয়েড 
(d) প্ল্যাকয়েড 

37. একটি ব্যক্তবীজী উদ্ভিদ হল-
(a) ড্রায়পটেরিস 
(b) পােগোনেটাম
(c) পাইনাস 
(d) আগারিকাস 

38. জলজ রেশম' কোন্ উদ্ভিদের সাধারণ নাম? 
(a) ভলভক্স
(b) স্পাইরােগাইরা 
(c) ক্ল্যামাইডােমােনাস 
(d) মিউকর 

39. ব্যাঙের ছাতা' নীচের কোন্ উদ্ভিদটি ?
(a) ইস্ট 
(b) পেনিসিলিয়াম 
(c) অ্যাগারিকাস
(d) মিউর 

40. সরীসৃপের আঁশ -
(a) শুষ্ক
(b) এপিডারমিসজাত 
(c) মােচিত হয় 
(d) সবকটিই 

41. পুং ও স্ত্রী রেণুপত্রমঞ্জরী কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য?
(a) ড্রায়পটেরিস 
(b) পাইনাস
(c) পােগােনেটাম 
(d) রিকসিয়া 

42. সােরাস কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য?
(a) পােগােনেটাম 
(b) পাইনাস 
(c) ড্রায়পটেরিস 
(d) বট

43.নীচের কোন্‌টি ক্যাট ফিশস ? 
(a) রুই মাছ 
(b) হাঙ্গর 
(c) শিঙি মাছ 
(d) কই মাছ 

44. নীচের কোন্‌টি কার্প নামে পরিচিত?
(a) রুই মাছ 
(b) হাঙ্গর 
(৫) শিঙি মাছ 
(d) কই মাছ 

45. নীচের কোটি ডগ ফিশ নামে পরিচিত? 
(a) হাঙ্গর 
(b) রুই মাছ
(c) শিঙি মাছ 
(d) কই মাছ 

46.বায়ুথলি কোন্ প্রাণীর বৈশিষ্ট্য?
(a) পায়রা
(b) কেউটে সাপ 
(c) সােনা ব্যাং 
(d) বাদুড়

47. প্যাটাজিয়াম কোন্ প্রাণীর বৈশিষ্ট্য? 
(a) বাদুড় 
(b) বানর
(c) তারামাছ 
(d) পায়রা 

48. মানুষের লােহিত রক্তকণিকার সমসারক দ্রবণ হল-
(a) 0.5% NaCl দ্রবণ
(b) 1.2% NaCl দ্রবণ
(c) 0.9%, NaCl দ্রবণ 
(d) 0.1% NaCl দ্রবণ 

49. ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযােগস্থলে থাকে-
(a) ত্রিপত্রক কপাটিকা 
(b) দ্বিপত্ৰক কপাটিকা। 
(c) অর্ধচন্দ্রাকার কপাটিকা।
(d) থেবেসিয়ান কপাটিকা 

50. ম্যালেরিয়া রােগের জীবাণু বহন করে— 
(a) অ্যানােফিলিস মশা 
(b) কিউলেক্স মশা
(c) এডিস মশা 
(d) মাছি 

51. ফাইলেরিয়া রােগের জীবাণু বহন করে-
(a) অ্যানােফিলিস মশা 
(b) কিউলেক্স মশা
(c) এডিস মশা 
(d) মাছি 

52. একটি অসস্যল বীজ হল— 
(a) মটর
(b) ধান 
(c) গম
(d) ভুট্টা 

53. শৈবাল ও ছত্রাককে একত্রে বলে-
(a) থ্যালােফাইটা 
(b) ব্রায়ােফাইটা 
(c) টেরিডােফাইটা 
(d) জিমনােস্পার্ম

54. পিওরস উৎপন্ন হয়-
(a) পিত্তাশয়ে
(b) যকৃতে
(c) অগ্ন্যাশয়ে 
(d) লালাগ্রন্থীতে 

জীবন বিজ্ঞানের প্রশ্ন গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: Lsc MCQ P-5
File Format: PDF
File Size: 680 KB

2 comments:

  1. Pathale used kar rahahu..arahahe maja

    ReplyDelete
  2. স্যার যদি কভার পেজে টপিক গুলার নাম দিতেন তাহলে ভালো হতো। টপিক গলু দেখে পড়লে ভালো মনে থাকবে। ধন্যবাদ।

    ReplyDelete

Dont Leave Any Spam Link