Breaking







Thursday, March 21, 2019

History MCQ Part-2 in Bengali PDF-ইতিহাস প্রশ্ন উত্তর

History MCQ Part-2 in Bengali PDF-ইতিহাস প্রশ্ন উত্তর 

History MCQ Part-2 in Bengali PDF-ইতিহাস প্রশ্ন উত্তর
History MCQ Part-2 in Bengali PDF-ইতিহাস প্রশ্ন উত্তর 
নমস্কার বন্ধুরা,
আজ শেয়ার করছি History MCQ Part-2 in Bengali PDF,কারণ যেকোনো চাকরির পরীক্ষায় ইতিহাস থেকে MCQ প্রশ্ন এসেই থাকে | তাই ইতিহাসে ভালো মার্কস নিয়ে পাস করতে হলে ইতিহাস MCQ পড়তেই হবে |

                  সুতরাং দেরী না করে History MCQ Part-2 in Bengali PDFটি ডাউনলোড করে নিন প্রস্তুতির ধারা অব্যাহত রাখুন |


নমুনা প্রশ্ন-উত্তর::

Q.5 বৌদ্ধ ধর্মের ত্রিশূল প্রতীকটি কীসের প্রতিনিধিত্ব করে না?
[A] সঙ্ঘ
[B] নির্বাণ
[C] বুদ্ধ
[D] ধম্ম

ব্যাখ্যা : বৌদ্ধ ধর্মের ত্রি-রত্ন হল: বুদ্ধ, ধম্ম, সংঘ।

Q.3 আকবরের শাসনকালে মীর বক্সী কী দেখাশোনার জন্য থাকত?
[A] সামরিক বিষয়
[B] রাজ্য কোষাগার
[C] রাজকীয় পরিবার
[D] জমি রাজস্ব ব্যবস্থা

ব্যাখ্যা : সামরিক বাহিনীর প্রধানকে মীর বক্সী বলা হত, যিনি আদালতের নেতৃস্থানীয় নেতাদের মধ্যে থেকে নিযুক্ত হতেন।

Q.14 কলিঙ্গ যুদ্ধ কখন হয়েছিল?
[A] 321 খ্রিষ্টপূর্বাব্দ
[B] 301 খ্রিষ্টপূর্বাব্দ
[C] 261 খ্রিষ্টপূর্বাব্দ
[D] 241 খ্রিষ্টপূর্বাব্দ

ব্যাখ্যা : কলিঙ্গ যুদ্ধ খ্রিষ্টপূর্ব ২৬১ সালে সংগঠিত হয়, যখন মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানির ঘটনায় অশোক মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন।

Q.23 দ্বিতীয় পুলকেশী কোন বংশের শাসক ছিলেন?
[A] চালুক্য
[B] চোল
[C] পল্লব
[D] সাতবাহন

ব্যাখ্যা : দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। দ্বিতীয় পুলকেশী প্রায় সমগ্র দক্ষিণ ভারত তার রাজ্যভুক্ত করেন। দুর্ভাগ্যক্রমে তিনি ৬৪২ খ্রিস্টাব্দে কাঞ্চির পল্লব বংশীয় রাজা নরসিং বর্মণের সঙ্গে যুদ্ধে পরাজিত ও নিহত হন।

Q.27 সাপ্তাহিক সংবাদপত্র "The Commonweal" (কমনউইল) কে প্রতিষ্ঠা করেন?
[A] অ্যানি বেসান্ত
[B] বিপিনচন্দ্র পাল
[C] বাল গঙ্গাধর তিলক
[D] সরোজিনী নাইডু

ব্যাখ্যা : অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তিনি ছিলেন সমাজবিজ্ঞানী, ধর্মতাত্ত্বিক, সমাজ সংস্কারক ও ভারতের স্বাধিকার আন্দোলনের সমর্থক। লোকমান্য তিলকের সঙ্গে একত্রিত ভাবে বেসান্ত অল ইন্ডিয়া হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন।



File Details:
File Name: History MCQ P-2
File Format: PDF
File Size: 1.31 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link