Breaking







Sunday, March 17, 2019

500 General Science Bengali PDF-সাধারণ বিজ্ঞান

500 General Science Bengali PDF-সাধারণ বিজ্ঞান 

500 General Science Bengali PDF
 General Science-সাধারন বিজ্ঞান 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি 500 General Science Bengali PDF,কারণ যেকোনো Competitive Exam যেমন-WBCS,MTS,CGL,PSC,UPSC,RRB প্রভৃতি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে | তাই এই বিষয়ে ভালো মার্কস পেতে সাধারণ বিজ্ঞানে ভালো রকম প্রস্তুতি রাখা আবশ্যক |আর এটাতে জীবন বিজ্ঞান,ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে |

                  সুতরাং দেরী না করে 500 General Science Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

নমুনা প্রশ্ন উত্তর::

১। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয় – বলয় পরীক্ষা।

২। পটাশিয়াম ফেরোসায়ানাইড কী — একধরণের জটিল লবণ।

৩। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি, না হাল্কা– সামান্য ভারি।

৪। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে – আম্লিক অক্সাইড।

৫। অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০° সেন্টিগ্রেড।

৬। হাইড্রোজেনশব্দের অর্থ কী – জল উৎপাদক।

৭। হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় – বাণিজ্যিক দস্তার ছিবড়া।

৮। অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত – ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড।

৯। অন্তধৃতি কাকে বলে – কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্ভূতি বলে।

১০। কোনো বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কী বলে — জায়মান হাইড্রোজেন।

১১। অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন – প্রিস্টলি, ১৭৭৪ সালে।

১২। মিউটেশন নামকরণ করেন কোন বিজ্ঞানী – Hugo De Vries.

১৩। জীবাণুর ক্রিয়ায় মৃত পাতাকীসে পরিণত হয় – হিউমাসে (Humus)।

১৪। কোন প্রাণীর রক্তের রঙ বেগুনি – গোলকৃমি।

১৫। কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন – ভাইসম্যান।

১৬। চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়— লাইসোজাইম।

১৭। সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃৎস্পন্দন কত বার – ১২০ বার।

১৮। মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কী – মেনিনজেস।

১৯। অ্যান্টিজেন কোথায় পাওয়া যায় – মানুষের দেহে ও দেহের বাইরে।

২০। পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে – বহরমপুরে।

২১। মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত -২৮০ গ্রাম।

২২। নিউক্লিওলাসে কোনগুলি বেশি পরিমাণে পাওয়া যায় – RNA, DNA ও প্রোটিন।

২৩। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না ?- প্লীহা।

২৪। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?- ভেগাস।

২৫। গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ?- পাকস্থলী।

২৬। কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?- আড্রিনালিন

২৭। লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?- ২৪ টি ভাগে

২৮। প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?- বেন্থাম ও হুকার

২৯। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?- প্লাস্টিড

৩০। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?- অ্যানাবিনা ,নস্টক।


File Details:
File Name: 500 General Science
File Format: PDF
File Size: 3.54 MB

14 comments:

  1. Pdf গুলি ইংলিশে পেলে সুবিধা হয় ।

    ReplyDelete
  2. ThankT...... .Kichu matg Din..

    ReplyDelete
    Replies
    1. welcome.... r Math er pdf already amader site e ache

      Delete
  3. Please give me political science suggestions for class B.A part-1 2019

    ReplyDelete
  4. Sir It would have been good to have a mcq question just above physics.only for technical exam

    ReplyDelete
  5. Dear Sir, all science er chapter dhore dhore multiple question kora jete pare??

    ReplyDelete
  6. Well done sir..plz more q update plz sir..

    ReplyDelete
  7. Sir art, culture & literature rail er janno pdf din.... Khub subidha hoy jodi ek sathe den..

    ReplyDelete
  8. All subjects porte valo lakche,,aamar aro gk chai.

    ReplyDelete

Dont Leave Any Spam Link