Breaking







Thursday, August 18, 2022

রসায়ন বিজ্ঞান MCQ PDF || Chemistry Questions Answers in Bengali

রসায়ন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF

রসায়ন বিজ্ঞান MCQ PDF
রসায়ন বিজ্ঞান MCQ
নমস্কার বন্ধুরা,
আজ রসায়ন বিজ্ঞান MCQ PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive Exam-এ General Science-এর অংশ হিসাবে রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে।

রসায়ন বিজ্ঞান MCQ

1.টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত?
[a] ১
[b]
[c] ৩
[d] ৪

2.কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদান গুলি পৃথক করা যায়?
[a] কোমাটোগ্রাফি
[b] আংশিক পাতন
[c] বিয়োজী ফানেল
[d] সব কটি

3.ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
[a] ধাতুর
[b] অধাতুর
[c] ধাতু ও অধাতুর
[d] কোনটাই নয়

4.দুধ কোন ধরনের দ্রবণ?
[a] সাশপেনসন
[b] প্রকৃত দ্রবণ
[c] কলয়ডিয় দ্রবণ
[d] কোনটাই নয়

5.পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল?
[a] প্রথম
[b] দ্বিতীয়
[c] পঞ্চম
[d] চতুর্থ

6.অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়?
[a] ১টি
[b] ২টি
[c] ৩টি
[d] ৪টি

7.কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে?
[a] ইথেন
[b] মিথেন
[c] অ্যাসিটিলিন
[d] ওজোন

8.সোডিয়াম সিলিকেট কী নামে পরিচিত?
[a] কোয়ার্টজ
[b] ক্যান্ডিফ্লুইড
[c] অ্যাসপিরিন
[d] কারবোনাডো

9.কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী?
[a] রেডন
[b] সেলেনিয়াম
[c] জেনন
[d] হিলিয়াম

10.কোনটি সবচেয়ে হালকা গ্যাস?
[a] হাইড্রোজেন
[b] অক্সিজেন
[c] নাইট্রোজেন
[d] সালফার-ডাই-অক্সাইড

11.নিচের কোন ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয়?
[a] রুপা
[b] সোনা
[c] তামা
[d] পারদ

12.নিচের কোন রাসায়নিক পদার্থটি পিপড়ের হুলে পাওয়া যায়?
[a] ফর্মিক অ্যাসিড
[b] ম্যালিক অ্যাসিড
[c] সাইট্রিক অ্যাসিড
[d] কার্বলিক অ্যাসিড

13.বেকিং পাউডার আসলে কী?
[a] সোডিয়াম নাইট্রেট
[b] সোডিয়াম বাই কার্বনেট
[c] সোডিয়াম অক্সালেট
[d] সোডিয়াম হাইড্রোক্সাইড

14.কস্টিক সোডা আসলে কী?
[a] সোডিয়াম-বাই-কার্বনেট
[b] সোডিয়াম সালফেট
[c] সোডিয়াম ক্লোরেট
[d] সোডিয়াম হাইড্রোক্সাইড

15.প্রথম তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন?
[a] মাদাম কুরি
[b] বেকেরেল
[c] রাদারফোর্ড
[d] নীলস বোর

16.নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়?
[a] জলকে বাষ্পে পরিনত করা
[b] খাদ্য পরিপাক
[c] শ্বসন
[d] কয়লার দহন

17.কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায়?
[a] সমযোজী যৌগ
[b] তরিতযোজী যৌগ
[c] কোনটিই নয়
[d] উভয়ই

18.কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেক্ট্রনই সুস্থিত?
[a] Fe
[b] He
[c] Mg
[d] H

19.কোনটি সবচেয়ে হালকা ধাতু?
[a] Na
[b] Hg
[c] Be
[d] Li

20.নিচের কোনটি তড়িত ধনাত্মক অধাতু?
[a] S
[b] Cl2
[c] H2
[d] C

21.কোন দ্রবনে টিন্ডাল ইফেক্ট দেখা যায়?
[a] প্রকৃত দ্রবণ
[b] সাসপেন্সন
[c] কলডিয় দ্রবণ
[d] কোনটাই নয়

22.পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে?
[a] লোহা
[b] দস্তা
[c] সীসা
[d] তামা

23.নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়?
[a] টেফলন
[b] হীরা
[c] গ্রাফাইট
[d] লোহা

24.তড়িত লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
[a] রুপা
[b] জিঙ্ক
[c] নিকেল
[d] টিন

25.কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়?
[a] ক্যাটিনেশন
[b] গঠনগত সমবয়তা
[c] আলোকীয় সমবয়তা
[d] কোনটিই নয়

26.ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উত্পন্ন হয়?
[a] সীসা
[b] বিসমাথ
[c] লোহা
[d] গ্রাফাইট

27.টেট্রাইথাইল লেড পেট্রোলে যোগ করা হয়,কারণ-
[a] হিমায়ন প্রতিহত করার জন্য
[b] ফ্লাস পয়েন্ট বাড়ানোর জন্য
[c] ফ্লাস পয়েন্ট কমানোর জন্য
[d] অ্যান্টিনকিং রেটিং বাড়ানোর জন্য

28.অ্যাসপিরিন হলো-
[a] ফেনল
[b] স্যালিসাইক্লিক অ্যাসিড
[c] অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
[d] বেনজয়িক অ্যাসিড

29.কোনটি শর্করা?
[a] গ্লিসারল
[b] ন্যাপথালিন
[c] গ্লুকোজ
[d] ময়দা

30.TNT হল-
[a] সার
[b] বিস্ফোরক
[c] কীটনাশক
[d] শ্যাওলা নিবারক

রসায়নের সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: Chemistry MCQ
File Format: PDF
File Size:1.78 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link