Breaking







Tuesday, January 15, 2019

Chemistry MCQ in Bengali PDF Download-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

Chemistry MCQ in Bengali PDF Download-রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর:

Chemistry MCQ in Bengali PDF for wbcs
Chemistry MCQ in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Chemistry MCQ in Bengali PDF,যেটিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে | আপনারা সবাই জানেন বিভিন্ন Competitive Exam-এ রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন আসে|সুতরাং পিডিএফটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতি শুরু করে দিন |



1.বাতাস কোন ধরনের পদার্থ?
[a] মৌলিক
[b] যৌগিক
[c] মিশ্র
[d] কোনটিই নয়

2.আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
[a] অক্সিজেন
[b] নাইট্রোজেন
[c] কার্বন ডাই অক্সাইড
[d] কার্বন মনোক্সাইড

3.আধুনিক দীর্ঘ পর্যায় সুত্র কে প্রকাশ করেন?
[a] নিউল্যান্ড
[b] মেন্ডেলিভ
[c] প্ল্যাঙ্ক'
[d] বোর

4.নিচের কোনটি বিজারক পদার্থ?
[a] H2S
[b] SO2
[c] CO
[d] সব কটি

5.পারদ সংকর কোন ধরনের দ্রবনের উদাহরণ?
[a] দ্রাবক ও দ্রাব উভয় তরল
[b] দ্রাবক কঠিন দ্রাব তরল
[c] দ্রাবক তরল দ্রাব কঠিন
[d] উভয় দ্রাবক এবং দ্রাব কঠিন

6.অসম্পৃক্ত দ্রবনকে কীভাবে সম্পৃক্ত দ্রবনে পরিনত করা যায়?
[a] দ্রাবক যোগ করে
[b] আরো দ্রবণ যোগ করে
[c] দ্রাব যোগ করে
[d] সব কটি

7.নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত?
[a] ক্লোরোফর্ম
[b] ইথার
[c] বেঞ্জিন
[d] জল

8.৫০০ গ্রাম দ্রাবকে সর্বোচ্চ ৪৫ গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে ,দ্রাবটির দ্রাব্যতা কত?
[a] ৪৫
[b] ২৫
[c]
[d] ৫

9.কোনো নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমানুর কোন পরিবর্তন ঘটে?
[a] তড়িত ঋনাত্বকতা কমে
[b] ধাতব ধর্ম বাড়ে
[c] আকার কমে
[d] অধাতব ধর্ম বাড়ে

10.অ্যাসিড দ্রবনে কোনটি দেখা যায়?
[a] মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়
[b] ফেনলপথ্যালিন গোলাপী বর্ণের হয়
[c] মিথাইল রেড হলুদ বর্ণের হয়
[d] ফেনলপথ্যালিন বর্ণহীন হয়

11.অন্তর্ধৃতি দেখায় কোন ধাতু গুলি?
[a] আয়রন
[b] প্যালাডিয়াম
[c] নিকেল
[d] সব কটি

12.বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়?
[a] NO2
[b] H2S
[c] CO2
[d] SO2

13.নিচের কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত?
[a] NO2
[b] H2S
[c] SO2
[d] CO2

14.সমুদ্রে সাদা ধোঁয়া তৈরীর জন্য কোন যৌগ ব্যবহার করা হয়?
[a] H2S
[b] PH3
[c] Co2
[d] NH3

15.নিচের কোনটি ক্যালশিয়ামের আকরিক?
[a] কার্নালাইট
[b] ফ্লুওস্পার
[c] ম্যাগনেটাইট
[d] ক্যালামাইন

16.সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে?
[a] ক্লোরিন
[b] হাইড্রোজেন
[c] অক্সিজেন
[d] সালফার

17.গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে?
[a] মিথেন
[b] ইথেন
[c] CFC
[d] কার্বন মনোক্সাইড

18.দুধের ফ্যাটের পরিমান কোন সময়ে কমে যায়?
[a] বর্ষাকালে
[b] গরমকালে
[c] শীতকালে
[d] সব সময় একই থাকে

19.নিচের কোনটি সমযোজী যৌগ?
[a] CaC2
[b] CCl4
[c] NaCl
[d] NaF

20.জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে?
[a] তামা
[b] দস্তা
[c] সিলভার
[d] নিকেল

21.এক লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবন থাকে?
[a] ৫০
[b] ২৫
[c] ২০
[d] ১০

22.ওজোন গ্যাসের বর্ণ কী?
[a] নীল
[b] লাল
[c] হলদে
[d] বাদামী

23.কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়?
[a] তেঁতুল
[b] ভিনিগার
[c] টারটারিক অ্যাসিড
[d] ল্যাকটিক অ্যাসিড

24.কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব?
[a] স্টিল
[b] কাস্ট আয়রন'
[c] রট আয়রন
[d] কোনটিই নয়

25.সম পরিমান আইসোমার যুক্ত মিশ্রনকে কি বলে?
[a] বরডিয়াক্স মিশ্রণ
[b] রেক্সিন মিশ্রণ
[c] সেরামিক মিশ্রণ
[d] রেসিমিক মিশ্রণ

26.প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন?
[a] লিবিগ
[b] সিম্পসন
[c] এডমন্ড ডেভি
[d] বার্থেলো

27.কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়?
[a] নাইট্রোজেন
[b] কার্বন মনোক্সাইড
[c] মিথেন
[d] সালফার ডাই অক্সাইড

28.নিচের কোনটি বক্সাইট থেকে উত্পন্ন হয়?
[a] লোহা
[b] অ্যালুমিনিযাম
[c] মাইকা
[d] তামা

29.ফরম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরী হয়?
[a] ক্লোরোফর্ম
[b] ন্যাপথালিন
[c] ফেনল
[d] বেঞ্জিন

30.কোন মিশ্রনকে অম্লরাজ বলা হয়?
[a] তিনভাগ H2SO4 এর সাথে একভাগ HCL এর মিশ্রণ
[b] তিনভাগ HNO3 এর সঙ্গে একভাগ HCL এর মিশ্রণ
[c] একভাগ H2SO4 এর সাথে তিনভাগ HCL এর মিশ্রণ
[d] একভাগ HNO3এর সাথে তিনভাগ HCLএর মিশ্রণ 


File Details:
File Name: Chemistry MCQ-2 in Bengali
File Format: PDF
File Size: 397 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link