Breaking







Thursday, November 8, 2018

Math Solved in Bengali Part-8 PDF For Competitive Exam

গণিত সমাধান/Math Solved in Bengali Part-8 PDF For Competitive Exam:

Solved Math in bengali PDF download
Solved Math in bengali PDF
Hello বন্ধুরা কেমন প্রস্তুতি চলছে?
আপনারা জানেন চাকরির পরীক্ষায় অঙ্ক বা গণিত সমাধান পর্ব চলছে ,তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব Math Solved in Bengali Part-8 PDF,যেটি গণিতে দুর্বল এবং গণিতে আগ্রহী উভয়ের কাছেই সাহায্যে আসবে ,সুতরাং দেরী না করে পিডিএফটি ডাউনলোড করে নিন.

যে অঙ্ক গুলি সমাধান করা হলো:

প্রশ্নঃ একটি চোর 1-30 টায় একটি গাড়ি চুরি করে 45 কিমি বেগে পালায় । চুরি ধরা পরে বেলা 2টায় তারপর গাড়ির মালিক 50 কিমি বেগে গেলে চোরটিকে ধরে ফেলবে কটার সময় ?

প্রশ্নঃ একজন লোককে স্কুটারে অফিসে যায় গড়ে 30 কিমি/ঘন্টা বেগে গেলে তার 10 মিনিট দেরি হয় এবং 40 কিমি/ঘন্টা গেলে সে 5 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত ?

প্রশ্নঃ একটি 160 মিটার লম্বা ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে কত সময় 140 মিটার লম্বা প্লাটফর্ম অতিক্রম করবে ?

প্রশ্নঃ তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে 50 বেশি। সংখ্যা তিনটির নির্ণয় কর ।




প্রশ্নঃ একজন লোক চিনির দাম ক্রয়মূল্যের উপর 25% বাড়ালো এবং ধার্যমূল্যের ওপর ক্রেতাকে 16% ছাড় দিল। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে ।


প্রশ্নঃ একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করে কর্মরত অবস্থায় মারা যান, তিনি যদি তাঁর জীবিতকালীন বয়সের 4/7 অংশ চাকরি করেন, তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন ?

প্রশ্নঃ এক ব্যক্তি বাড়ি থেকে কোন স্থানে ঘণ্টায় 15 কিমি বেগে গিয়ে ঘণ্টায় 10 কিমি বেগে ফিরে এলো। এই যাতায়তে ঐ ব্যক্তির গড় গতিবেগ কত ?

 প্রশ্নঃ দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 18 সংখ্যা দুটি কি কি ?

প্রশ্নঃ 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার দীর্ঘ একটি সেতুতে 6 সেকেন্ডে অতিক্রম করে 200 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। (সেকেন্ডে প্রকাশ কর )

File Details:
File Name: Math Solved in Bengali
File Formast: PDF
File Size:702kb



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link