গণিত সমাধান পর্ব-৭-Math Solved in bengali PDF
![]() |
Solved Math in Bengali PDF |
আপনারা সবাই জানেন প্রতিটা Competitive Exam-এ অঙ্ক থাকেই থাকে,তাই আমরা গণিত বা অঙ্ক সমাধানের পর্ব শুরু করেছিলাম.সেই পর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Math Solved in Bengali PDF-গণিত সমাধান পর্ব-৭ .সুতরাং দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে পিডিএফটি ডাউনলোড করে নিন.
যে ধরনের অঙ্কের সমাধান করা হলো:
1. একটি ঘড়ির বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি হলে, ক্রয়মূল্যের উপর ক্ষতি কত শতাংশ?2. একজন ভদ্রলোকের একটি অর্ধবৃত্তাকার পার্কের চারিপাশ একবার ঘুরতে সময় লাগে 18 সেকেণ্ড। লোকটির গতিবেগ 7.2 কিমি. হলে, পার্কটির ক্ষেত্রফল কত?
3. অনন্যাদের চৌবাচ্চাটিতে 100 লিটার জল ধরে। অনন্যা 6.5 লিটার জল ধরে এইরূপ একটি বালতি নিয়ে 10 বালতি জল ঢেলে গেছে। পরে তার বোন পৌলমি এসে 10 বালতি জল ঢালায় চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হলে, পৌলমির বালতিতে কত লিটার জল ধরে?
4.রামবাবু তার মেয়ের জন্মের সময় 50,000 টাকা ব্যাঙ্কে জমা রাখেন। তার মেয়েকে 20 বছর বয়সে বিয়ে দেওয়ার সময় তিনি ব্যাঙ্ক থেকে দ্বিগুণ টাকা পান। ব্যাঙ্ক যদি সরল সুদের হারে টাকা দিয়ে থাকে, তাহলে ব্যাঙ্কে সুদের হার কত?
5. দেবুর জন্মের সময় দেবুর বাবার বয়স ছিল 30 বছর। দেবু 20 বছর বয়সে বিয়ে করে। 3 বছর পর দেবুর ছেলের জন্ম হয়। এখন দেবুর ছেলের বাস 15 বছর হলে, দেবুর বাবার বর্তমান বয়স কত?
6. 150 মিটার লম্বা একটি ট্রেন 7x1/2 সেকেণ্ডে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে। আবার 20 সেকেণ্ডে একটি ব্রিজকে অতিক্রম করে। তাহলে ব্রীজটির দৈর্ঘ্য কত?
7. (0.01× 0.02) × (0.01× 0.01-0.0002+0.02× 0.02) =?
8. D.A.P সারের মধ্যে নাইট্রোজেন ও পটাশ 3:2 অনুপাতে আছে। 25 কেজি D.A.P-র সঙ্গে কত কেজি পটাশ মেশালে, নাইট্রোজেন ও পটাশ-এর নতুন অনুপাত হবে 2:3?
9. দৈনিক 125 টি যন্ত্রাংশ তৈরি করতে কত শ্রমিক লাগবে? যদি দৈনিক তৈরি যন্ত্রাংশের এবং কর্মে নিযুক্ত শ্রমিকের সংখ্যাদ্বয়ের অনুপাত 5:2 হয়।
File Details:
File Name: solved math in Bengali
File Format: PDF
File Size:884 KB
Click here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link