বিভিন্ন ধরনের স্নায়ুর কাজ ও প্রকৃতি সমূহ
বিভিন্ন প্রকার স্নায়ু |
Hello Aspirants,
আজ বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে মানব মস্তিষ্কের বিভিন্ন প্রকার স্নায়ুর কাজ উল্লেখিত রয়েছে। জীবন বিজ্ঞানের একটি প্রধান অধ্যায় হলো স্নায়ু বা নার্ভ। পরীক্ষাতে প্রায়ই এখান থেকে প্রশ্ন আসে; যেমন- দেখতে বা দর্শনে সাহায্য করে কোন স্নায়ু? ভেগাস কী ধরনের স্নায়ু? ইত্যাদি।
আজ বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে মানব মস্তিষ্কের বিভিন্ন প্রকার স্নায়ুর কাজ উল্লেখিত রয়েছে। জীবন বিজ্ঞানের একটি প্রধান অধ্যায় হলো স্নায়ু বা নার্ভ। পরীক্ষাতে প্রায়ই এখান থেকে প্রশ্ন আসে; যেমন- দেখতে বা দর্শনে সাহায্য করে কোন স্নায়ু? ভেগাস কী ধরনের স্নায়ু? ইত্যাদি।
স্নায়ুর কাজ ও প্রকৃতি
স্নায়ুর নাম | প্রকৃতি | কাজ |
---|---|---|
অলফ্যাক্টরি | সংবেদী | ঘ্রাণ |
অপটিক | সংবেদী | দর্শন |
অকুলোমোটর | চেষ্টীয় | অক্ষিগোলাকের সঞ্চালন |
ট্রকলিয়ার | চেষ্টীয় | অক্ষিগোলকের সঞ্চালন |
ট্রাইজেমিনাল | মিশ্র | নেত্রপল্লব, ওষ্ঠ ও চোয়ালের সঞ্চালনে সহায়তা, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহণ |
অ্যাবডুসেন্স | চেষ্টীয় | অক্ষিগোলকের সঞ্চালন |
ফেসিয়াল | মিশ্র | মুখবিবরের সঞ্চালন, লালা ও অশ্রু ক্ষরণ, আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা |
অডিটরী | সংবেদী | শ্রবণ ও ভারসাম্য রাখা |
গ্লসোফ্যারিঞ্জিয়াল | মিশ্র | স্বাদগ্রহণ ও জিহ্বার সঞ্চালন |
ভেগাস | মিশ্র | হৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী ও স্বরনালীর সঞ্চালন এবং নানা প্রকার অনুভূতি গ্রহণ |
স্পাইনাল অ্যাকসেস্রি | চেষ্টীয় | মাথা ও কাঁধের সঞ্চালন |
হাইপোগ্লোসাল | চেষ্টীয় | জিহবার বিচলন |
স্নায়ুর কাজ ও প্রকৃতির তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: স্নায়ুর কাজ ও প্রকৃতি
File Format: PDF
No. of Pages: 1
File Size: 347 KB
Click Here to Download
Khub valo
ReplyDelete