Breaking







Wednesday, September 12, 2018

Solved Math PDF in Bengali-গণিত সমাধান for all competitive Exam

অঙ্ক সমাধান-Solved Math PDF in Bengali for all competitive exam:

Solved math trick pdf in bengali for Primary tet,ctet,railway group d,ssc gd,wbcs

Hello,বন্ধুরা কেমন আছেন?
সব চাকরির পরীক্ষাতেই গণিত বা অঙ্ক বিষয়টা থেকেই থাকে,আর বেশিরভাগ জনেরই গণিতে ভীতি আছে ,তাই তাদের জন্য আজ আমরা শেয়ার করছি Solved Math PDF in Bengali-গণিত সমাধান বই পর্ব-২ .যেটি Primary TET,CTET,Railway Group d ,WBCS এছাড়াও অন্যান্য পরীক্ষা গুলিতেও সমানভাবে উপযোগী .

যে যে অঙ্ক গুলির সমাধান এই পিডিএফ এ আছে :
প্রশ্নঃ একটি নৌকার স্থির জলে বেগ 6 কিমি /ঘন্টা স্রোতের বেগ 1.2 কিমি /ঘন্টা হলে তার কোনো স্থানে গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে । স্থানটির দূরত্ব কত ?

প্রশ্নঃ একটি মোটর বোট স্রোতের অনুকূলে 10 কিমি গিয়ে আবার ফিরে আসে 55 মিনিটে স্রোতের বেগ 2 কিমি/ ঘন্ট স্থির জলে মোটর বোটটির বেগ কত ?

প্রশ্নঃ একটি লঞ্চের স্থির জলে বেগ 3 কিমি / ঘন্টা । স্রোতের বেগ 2 কিমি /ঘণ্টা । 10 কিমি স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে ?

প্রশ্নঃ  দুটি নল যথাক্রমে 36 মিনিটে এবং 45 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে তাদের একসাথে খুলে দিলে চৌবচ্চাটি কখন ভর্তি হবে ?

প্রশ্নঃ  একটি নল 15 মিনিটে চৌবাচ্চা ভর্তি করে অপর নল 20 মিনিটে তা খালি করে দুটি নল একসাথে খুলে দিলে চৌবচ্চাটি কখন ভর্তি হবে ?

প্রশ্নঃ  প্রথম নল চৌবাচ্চা ভর্তি করে 15 ঘণ্টায় কিন্তু একটি ছিদ্র থাকায় সময় নেয় 20 ঘন্টা ওই ছিদ্র কখন চৌবাচ্চার অর্ধেক জল খালি করতে পারে । (শুধু ছিদ্র খোলা থাকলে )

প্রশ্নঃ কোন বর্গক্ষেত্রের বাহু 10% বাড়ালে, ক্ষেত্রফলর শতকরা পরিবর্তন কত ?

প্রশ্নঃ আসল ও বার্ষিক সুদের অনুপাত 24ঃ1, বার্ষিক সুদের হার কত ?

প্রশ্নঃ চার বছরে মোট সুদ আসলের 8/11 অংশ। সুদের হার কত ?

প্রশ্নঃ ক্রয়মূল্যের উপর 20% লাভ হলে, বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত ?

প্রশ্নঃ কোন বস্তু x টাকায় বিক্রি করে y% ক্ষতি হয় । বস্তুর ক্রয়মূল্য কত ?

প্রশ্নঃ 40 এর নিকটতম মৌলিক সংখ্যার বৃহত্তম গুণনয়ক কোনটি ?

প্রশ্নঃ কোন সংখ্যার বর্গমূল থেকে 8 বিয়োগ করলে 8 হবে ?

প্রশ্নঃ 5,9,0,2 এই অংকগুলি দিয়ে গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত ?

প্রশ্নঃ 5/7 এর সমান মান বিশিষ্ট এমন একটি ভগ্নাংশ লেখ যার হর ও লবের তফাৎ (পার্থক্য) 20

প্রশ্নঃ জলপূর্ণ একটি পাত্রের ওজন 9.5 কেজি । অর্ধর্পূর্ণ অবস্থায় পাত্রটির ওজন 5.5 কেজি শুধু পাত্রের ওজন কত ?

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ পিডিএফটি Download করে নিন

File Details:
File Name: Solved Math part-2
File Format: PDF
File Size:1.29MB

Click here to Download


4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Algebra, geometry, mensuration part Bengali mathematics pdf book post korli khub upkrito hobo.

    ReplyDelete
  3. Very useful link,sobar jonnoi khubii kajer,sobtheke bhalo sobar je ekhane free PDF version e sob Kichu.

    ReplyDelete
  4. Amar fitter trade .ttechnical question PDF pabo kothai

    ReplyDelete

Dont Leave Any Spam Link