Breaking







Tuesday, September 4, 2018

Jharkhand State GK PDF in Bengali-ঝাড়খন্ড রাজ্য সাধারণ জ্ঞান

Jharkhand State GK PDF in Bengali-ঝাড়খন্ড রাজ্য সাধারণ জ্ঞান :

Jharkhand State Gk pdf in bengali

1.ঝাড়খন্ড রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়?
উ: 2000 সালের ১৫ই নভেম্বর 

2.ঝাড়খন্ডের রাজধানী কোথায়?
উ: রাঁচি 

3.ঝাড়খন্ডে কত গুলি জেলা আছে?
উ: ২৪টি


4.ঝাড়খন্ডের সব থেকে বড় শহর কোনটি?
উ: জামশেদপুর 

5.ঝাড়খন্ডের পূর্ব দিকে ভারতের কোন রাজ্যটি অবস্থিত?
উ: পশ্চিমবঙ্গ 

6.ঝাড়খন্ডের প্রধান ভাষা কী?
উ: হিন্দি 

7.ঝাড়খন্ডের অফিসিয়াল ভাষা কী ?
উ: ইংরাজি ও হিন্দি 

8.ঝাড়খন্ডের মোট আয়তন কত?
উ: ৩০,৭৭৮ বর্গ মাইল

9.এই রাজ্যের জনসংখ্যা কত?
উ:৩২,৯৮৮,১৩৪ জন

10.ঝাড়খন্ডের প্রথম রাজ্যপাল কে?
উ: প্রভাত কুমার 

11. ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রী কে?
উ: বাবুলাল মারান্ডি 

12.কে ঝাড়খন্ডে বিখ্যাত কোম্পানি "TISCO" প্রতিষ্ঠা করেন?
উ: জামসেদজি টাটা 

13.ঝাড়খন্ডের উত্তরে কোন রাজ্য?
উ: বিহার 

14.ঝাড়খন্ডের উচ্চতম স্থান কোনটি?
উ: পরেশনাথ পাহাড় 



15.ঝাড়খন্ডের কোন শহর "ইস্পাত শহর" নাম পরিচিত?
উ: টাটানগর 

16.ঝারখন্ডের রাজ্য পাখির কী?
উ: কোকিল 

17.ঝাড়খন্ডের রাজ্য পশু কোনটি?
উ: ভারতীয় হাতি 

18.ঝাড়ন্ডের রাজ্য ফুল কোনটি?
উ:পলাশ 

19.ঝাড়খন্ডের রাজ্য গাছ কোনটি?
উ: শাল

20.ঝাড়খন্ডের হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উ: বিনোদ কুমার গুপ্ত 
দেরী না করে নিচের লিংক থেকে পিডিএফ টি download করে নিন 

File Details:
File Name : Jharkhand GK 
File Format: PDF
File Size: 344KB

Click here To Download

এইরকম আরো Study Materials পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link