Breaking







Sunday, September 2, 2018

Bihar State GK In Bengali -বিহার রাজ্য সাধারণ জ্ঞান PDF

Bihar State GK In Bengali -বিহার রাজ্য সাধারণ জ্ঞান PDF:

Bihar state gk in bengali pdf

১.বিহারের কত গুলি জেলা আছে?
=৩৮টি

২.বিহারের মোট জনসংখ্যা কত?
=১০৩,৮০৪,৬৩৭

৩.বিহারে সাক্ষরতার হার কত ?
=৬৩.৮ %

৪.বিহারের অফিসিয়াল ভাষা কী?
=হিন্দি 

৫.আয়তনের বিচারে ভারতে বিহারের স্থান কত?
=১৩তম

৬.বিহারের আইনসভার কয়টি কক্ষ বিশিষ্ট?
=দ্বিকক্ষ বিশিষ্ট 

৭.উচ্চ কক্ষের নাম কী?
= বিহার বিধান পরিষদ

৮.নিম্ন কক্ষের নাম কী?
= বিহার বিধান সভা 

৯.বিহার বিধান পরিষদে কত গুলি পদ আছে?
=৭৫টি

১০.বিহার বিধান সভায় কত গুলি পদ আছে?
=২৪৩টি

১১.বিহার রাজ্যটি কবে গঠিত হয়?
=১৯৫০ সালের ২৬শে জানুয়ারী 

১২.বিহারের রাজধানী কোথায় ?
=পাটনা 

১৩.বিহারের রাজ্য পাখি কী?
=House Sparrow

১৪.বিহারের রাজ্য পশুর নাম কী?
=Gaur (ষাঁড় জাতের বন গরু বা বাইসন)

১৫.বিহার দিবস কবে পালন করা হয়?
=২২শে মার্চ

১৬.বিহারের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল?
=কৃষির উপর

১৭.এশিয়ার সব থেকে বড় পশু মেলা কোথায় হয়?
=বিহারের সোনপুরে

১৮.নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল?
=বিহারে

১৯.বিহারে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ?
=৭৮৩ সালে 

২০.বিশ্বের অন্যতম পর্যন্তকেন্দ্র হিসাবে মহাবোধি মন্দির কোথায় আছে?
=বিহারে

২১.মুঘল সম্রাট শের শাহ সুরিয়ার কবর কোথায় ?
=সাসরাম,বিহার 

২২.বিহারের প্রথম হিন্দি সংবাদ পত্র কোনটি?
= বিহারবন্ধু 

২৩.ভারতের কোন চিত্রশিল্প "মধুবনী শিল্প" নাম পরিচিত?
=মিথিলা চিত্রশিল্প

২৪. ২০০১ সালে বিহারের কোন ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন?
=উস্তাদ বিসমিল্লাহ খাঁ 

২৫.কে "মৈথিলি কবি কোকিল"  নাম পরিচিত?
=বিদ্যাপতি

২৬. ১৯৬১ সালে কোন ভোজপুরি সিনেমা প্রথম মুক্তি পেয়েছিল?
=গঙ্গা যমুনা 

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি Download করে নিন 

File Details:
File Name: Bihar State GK
File Format: PDF
File Size:478KB

Click Here To Download

এইরকম আরো Study Materials পাওয়ার জন্য আমাদের সাইট ভিজিট করুন 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link