Asian Games 2018-একনজরে এশিয়ান গেমস ২০১৮ :
→এটি ছিল ১৮তম এশিয়াড,যা প্রথমবার দুটি শহরের দ্বারা আয়োজিত হয়।
→ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং এ এটি আয়োজিত হয়।
→প্রথমে এটি আয়োজিত হওয়ার কথা ছিল- হ্যানয়,ভিয়েতনাম এ (আর্থিক অসুবিধাজনিত কারণে পরে পরিবর্তন করা হয়)
→উদ্বোধনী অনুষ্ঠান- ‘গ্যালোরা বাং কারনোমেইন স্টেডিয়াম’,জাকার্তা।
→উদ্বোধন করেন-ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো।
→মোট অংশগ্রহণকারী দেশ- ৪৫ টি,খেলোয়াড়- ১১,৭২০ জন,ইভেণ্ট-৪৬২ টি,খেলা- ৪০ টি।
→প্রদশর্নী খেলা (ম্যাডেল ইভেন্ট নয়) হিসাবে প্রথমবারের জন্য চালু করা হয়- ‘ই স্পোর্টস’ ও ‘ক্যানোয়ি পোলো’।
→নতুন খেলা হিসাবে ১০ টি খেলা শুরু করা হয় (ম্যাডেল ইভেন্ট)।
→নতুন খেলা- পেনকেক সিল্যাট, জুজুৎসু, স্যাম্বো,প্যারাগ্লাইডিং,রক ক্ল্যাইম্বিং,রোলার স্পোর্টস, জেট স্কিয়িং,কনট্র্যাক্ট ব্রিজ,কুর্যাশ ও বাস্কেটবল (৩*৩)
→বহুপ্রচলিত টর্চ রিলে ইভেণ্ট শুরু হয় ১৫-ই জুলাই ২০১৮ নতুন দিল্লীর ‘মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম’ থেকে।
যা শেষ হয় ১৭-ই আগস্ট (ইন্দোনেশিয়ার ৭৩ তম স্বাধীনতা দিবস) ইন্দোনেশিয়া তে।
→টর্চ লাইটার- সুসি সুশান্তি (ইন্দোনেশিয়ার প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার)
→অফিসিয়াল মিউজিক অ্যালবাম- “এশিয়ান গেমস ২০১৮ঃ এনার্জি অফ এশিয়া।”।
→ম্যাসকট- ৩ টি।
১) ভিন ভিন- একটি পাখি, কৌশল ও কার্যপদ্ধতি এর প্রতীক।
২)আতুং- একটি হরিণ, গতি ও হাল না ছাড়ার প্রতীক।
৩)কাকা- একটি গণ্ডার,শক্তির প্রতীক।
আসুন, এরপর দেখে নেওয়া যাক #ভারতের_প্রদর্শন
→অংশগ্রহণকারী খেলোয়াড়- ৫৭২ জন।
→খেলা- ৩৬ টি।
→উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলনকারী- নিরজ চোপড়া (জেভলিন থ্রোয়ার,হরিয়ানা)।
→সমাপনী অনুষ্ঠানে পতাকা উত্তোলনকারী- রানী রামপাল (জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক)।
→সোনা- ১৫ টি।
রুপো- ২৪ টি।
ব্রোঞ্জ- ৩০ টি।
→মোট- ৬৯ টি।
→ম্যাডেল ট্যালি এর দিক থেকে এটি এখনও পর্যন্ত এশিয়াডে ভারতের সেরা প্রদর্শন। এর আগে ২০১০ এ গুয়াংঝাও এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত পদক সংখ্যা ৬৫ টি।এর আগে ভারত ১৫ টি সোনা পেয়েছে প্রথম এশিয়ান গেমস নিউদিল্লীতে যা ১৯৫১ সালে অনুষ্ঠিত হয়।
→পদক তালিকায় ভারতের স্থান- অষ্টম।
প্রথম- চিন।
দ্বিতীয়-জাপান।
তৃতীয়-দক্ষিণ কোরিয়া।
চতুর্থ- ইন্দোনেশিয়া।
পঞ্চম-উজবেকিস্তান।
ষষ্ঠ- ইরান।
ও সপ্তম স্থানে রয়েছে- চাইনিজ তাইপেই।
#ভারতের_সোনা →
১)বজরং পুনিয়া→(রেসলিং,পুরুষদের ফ্রি স্টাইল ৬৫ কেজি বিভাগ,হরিয়ানা)।
২)ভিনেশ ফোগট→ (রেসলিং, মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগ,হরিয়ানা)।
৩)সৌরভ চৌধুরী→(পুরুষদের ১০ মি. এয়ার পিস্তল বিভাগ,উত্তরপ্রদেশ)।
৪)রাহি সারনোবাত→ (মহিলাদের ২৫ মি. এয়ার পিস্তল বিভাগ,মহারাষ্ট্র)
৫)স্বরণ সিং,দত্ত ভোকানাল,ওম প্রকাশ ও সুখমিত সিং →পুরুষদের রোয়িং (নৌচালনা) কোয়াট্রিপ্যাল স্কালস ইভেণ্টে।
৬)রোহন বোপান্না ও দিভিজ সরণ→ লন টেনিস, পুরুষদের ডবলস বিভাগে।
৭)তাজিন্দর পাল সিং তুর →পুরুষদের শট পুট বিভাগ,পাঞ্জাব।
ইনি ওম প্রকাশ কারহানার এর করা ২০.৬৯ মি. এর রেকর্ড ভেঙে ২০.৭৫ এর নতুন জাতীয় রেকর্ড গড়লেন।
৮)নিরজ চোপড়া- জ্যাভলিন থ্রো,হরিয়ানা।
আজ অব্ধি জ্যাভলিন থ্রো তে পাওয়া দ্বিতীয় পদক এটি। এর আগে ১৯৮২, দিল্লী তে ব্রোঞ্জ পেয়েছিলেন গুরতেজ সিং।
৯)অরপিন্দর সিং→পুরুষদের ট্রিপল জ্যাম্বল ইভেণ্ট,পাঞ্জাব।
১০)মনজিৎ সিং→ পুরুষদের ৮০০ মি. বিভাগে,হরিয়ানা।
১১)স্বপ্না বর্মন→হেপ্টাথেলন(৬০২৬ পয়েণ্ট),জলপাইগুড়ি।
১২)জিনসন জনসেন→পুরুষদের ১৫০০ মি. বিভাগে,কেরালা।
১৩)হিমা দাস,এম.আর.পুভান্না,সরিতাবেন গাইখোয়াড এবং ভি.কে.ভিসমায়া→ ৪*৪০০ মি. রিলে।
১৪)অমিত ফাঙ্গাল→বক্সিং, লাইট ফ্লাইওয়েট ৪৯ কেজি বিভাগ,হরিয়ানা।
১৫) প্রনব বর্মন ও শিবনাথ সরকার→ ব্রিজ,ম্যানস পেয়ার বিভাগ।
#ভারতের_রুপো → এখান থেকে সেরুপ প্রশ্ন করা হয় না। তবে কোন খেলোয়াড়, কোন খেলার সাথে সম্পর্কিত তা নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন এসেই যায়।
তোমাদের জন্য বাছাই করে গুরুত্বপূর্ণ নাম গুলি ও তার কোন খেলার সাথে সম্পর্কিত তা তুলে ধরা হল।
★দীপক কুমার→ শ্যুটিং।
★সঞ্জীব রাজপুত→শ্যুটিং।
★সরদুল ভিহান→ডবল ট্র্যাপ শ্যুটিং,মীরাট,উত্তরপ্রদেশ (বয়স-১৫ বছর, ক্লাস-৯)
★ভারতীয় জাতীয় মহিলা কাবাডি দল। (সোনা-ইরান)।
★ফুয়াড মিরজা→ইক্যুসট্রেইন (অশ্বারোহণ)।
★হিমা দাস→মহিলাদের ৪০০ মি.,আসাম।
★দ্যুতি চাঁদ→ মহিলাদের ১০০ মি. ও ২০০ মি. বিভাগ,ওড়িশা।
★পি.ভি.সিন্ধু→ ব্যাডমিন্টন, হায়দ্রাবাদ,তেলেঙ্গানা।
ইনি প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসাবে কোনো এশিয়ান গেমসের ফাইনাল খেললেন।
★পিঙ্কি বালহারা→কুর্যাশ, মহিলাদের ৫২ কেজি বিভাগ।
★ভারতীয় জাতীয় মহিলা হকি দল। (সোনা→জাপান)
ফাইনালে পরাজিত ২-১ এ।
#ভারতের_ব্রোঞ্জ → এখানেও গুরুত্বপূর্ণ গুলি তুলে ধরা হল।
♦সাইনা নেহওয়াল→ব্যাডমিন্টন, হরিয়ানা।
♦ভারতীয় জাতীয় পুরুষ হকি দল।
♦অঙ্কিতা রাইনা→লন টেনিস,আমেদাবাদ,গুজরাট।
প্রসঙ্গত উল্লেখ্য,
প্রতি চার বছর অন্তর অন্তর এশিয়ান গেমস হয়ে থাকে।
একে ‘এশিয়াড’ ও বলা হয়।
→প্রথম শুরু হয় ১৯৫১ সালে,নতুন দিল্লীতে।
→২০১৪ সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়- ইঞ্চিয়ন,দক্ষিণ কোরিয়া তে।
→২০২২ এ অনুষ্ঠিত হবে- হ্যাংঝাঊ,চিন এ।
Click here To Download The PDF
Rank | NOC | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|---|
1 | ![]() | 132 | 92 | 65 | 289 |
2 | ![]() | 75 | 56 | 74 | 205 |
3 | ![]() | 49 | 58 | 70 | 177 |
4 | ![]() | 31 | 24 | 43 | 98 |
5 | ![]() | 21 | 24 | 25 | 70 |
6 | ![]() | 20 | 20 | 22 | 62 |
7 | ![]() | 17 | 19 | 31 | 67 |
8 | ![]() | 15 | 24 | 30 | 69 |
9 | ![]() | 15 | 17 | 44 | 76 |
10 | ![]() | 12 | 12 | 13 | 37 |
11–37 | Remaining NOCs | 78 | 119 | 205 | 402 |
Total (37 NOCs) | 465 | 465 | 622 | 1,552 |
Awesome information
ReplyDelete