Breaking







Sunday, October 16, 2022

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা PDF || Somocharit Vinnarthok Sobdo

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ সমূহ PDF

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা PDF
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
নমস্কার বন্ধুরা,
আজ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে গুরুত্বপূর্ণ সম-উচ্চারিত ভিন্নার্থক গুলির একটি সুন্দর লিস্ট দেওয়া হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় ব্যাকরণের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসেই। তাই এই পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকুন।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ PDF

অন্ন - (ভাত) — দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে মানুষের মুখে অন্ন ওঠা দায়।

অন্য -(অপর) — সংস্কার, সংস্কার বাদ দিয়ে দুটো অন্য কথা বল।

অর্ঘ -(মূল্য) — তোমার একাজের অর্ঘ দেওয়ার সাধ্য আমার নাই।

অর্ঘ্য -(পূজার উপকরণ)   — মানুষের জন্য কাজ করলে তারা তোমার পায়ের কাছে অর্ঘ্য সাজাবে।

অশ্ব -(ঘোড়া)  — শুয়ে পড়ো, অশ্বের মতো দাঁড়িয়ে ঘুমিয়ো না।

অশ্ম -(পাথর)  — অশ্মে মাথা ঠুকে লাভ নাই, চল বাড়ি যাই।

সাড়া -(সংকেত)  — বিড়ালের সাড়া পেয়ে ইঁদুরটি পালিয়ে গেল।

সারা -(সমাপ্ত)  — কাজ সারা হলেই ঘরে ফিরব।

শীত- (শীতল)  — উত্তরবঙ্গে শীত বেশি পড়ে।

সিত -(সাদা) — সিত কাগজে ইচ্ছামত লেখা হয় না।

লক্ষণ -(চিহ্ন) — নিয়মিত লেখাপড়া করা ভালো ছাত্রের লক্ষণ।

লক্ষ্মণ -(রামের ভাই)  — রাম লক্ষ্মণ সহোদয়।

যোগ্য -(উপযুক্ত) — মন্ত্রীর ছেলে চোর যোগ্য বাপের যোগ্য পুত্র বটে।

যজ্ঞ  -(যাগ, উৎসব) — বিজয় দিবস বাঙালিদের মিলনযজ্ঞ।

মুখ -(বদন) — পাকিস্তানের বিরুদ্ধে জিতে ক্রিকেটাররা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।

মুক -(বোবা) — মুক মানুষ কথা বলতে পারে না।

বিনা -(ব্যতীত)  — বিনা কারণে কার্য হয় না।

বীণা -(বাদ্যযন্ত্র) — বীণার সুরে মানুষ আনন্দ পায়।

পরা -(পরিধান)  — আদিম মানুষ কাপড় পরত না।

পড়া -(পাঠ করা) — বই পড়া মজার কাজ।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
File Format: PDF
No. of Pages: 15
File Size: 509 KB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link